Ajker Patrika

তালেবান সরকারের বিরুদ্ধে আফগানিস্তানে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১০: ৪১
তালেবান সরকারের বিরুদ্ধে আফগানিস্তানে বিক্ষোভ

তালেবান সরকারের বিরুদ্ধের আফগানিস্তানের কান্দাহারে বিক্ষোভ করেছেন শত শত মানুষ। গতকাল মঙ্গলবার এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

স্থানীয়রা বলছেন, কান্দাহার শহরের একটি এলাকায় প্রায় ১০ হাজার বাসিন্দা রয়েছে, যাদের মধ্যে বেশির ভাগই বিধবা, যাঁদের স্বামী তালেবানের বিরুদ্ধে লড়াই করে নিহত হয়েছেন।

সেখানকার একজন বাসিন্দা এএফপিকে বলেন,  তালেবান যোদ্ধারা তাঁদের বাড়ি ছেড়ে যেতে বলেছনে।

স্থানীয় বাসিন্দা যারা ফেরকা বলেন,  `তালেবান আমাদের বাড়ি ছেড়ে যেতে বলেছে, তবে আমাদের যাওয়ার জায়গা নেই।' 
 
বার্তা সংস্থা এএফপি বলছে, তালেবানবিরোধী বিক্ষোভে অংশ নেওয়াদের বেশির ভাগই ছিলেন যুবক। এ ছাড়া কিছু নারীকে বোরকা পরে বিক্ষোভে অংশ নিতে দেখা গেছে।

এই বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে বেশ কিছু সাংবাদিক তালেবান হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। 

কান্দাহার আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর। এখানেই তালেবান আন্দোলনের শুরু হয়। 

বিক্ষোভের পর কান্দাহারের গভর্নর আপাতত উচ্ছেদ স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত