কমপক্ষে ১০টি কম ঝুঁকিপূর্ণ দেশ থেকে টিকা নিয়ে আসা ভ্রমণকারীদের জন্য কোয়ারিন্টিন ছাড়াই ১ নভেম্বর থেকে খুলে দেওয়ার পরিকল্পনা করছে থাইল্যান্ড। বিষয়টি জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
দেশটির প্রধানমন্ত্রী প্রাইউথ চান-ওচা বলেন, এই সিদ্ধান্তটা কিছুটা ঝুঁকিপূর্ণ কিন্তু দেশের প্রতিটা পর্যটন খাত পুনরুজ্জীবিত করতে এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কম ঝুঁকি হিসেবে দেখা ১০টি দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, চীন, জার্মানি এবং যুক্তরাষ্ট্র।
প্রধানমন্ত্রী বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে বিনোদন কেন্দ্র খোলা ও অ্যালকোহল বিক্রির অনুমতি দেওয়া হবে। সোমবার এক টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ১০টি কম ঝুঁকিপূর্ণ দেশের দর্শনার্থীরা যখন আসবে তাদের একটি পরীক্ষার রিপোর্ট দেখানো উচিত এবং আসার পর আবার পরীক্ষা করা উচিত। যদি দ্বিতীয় পরীক্ষা নেগেটিভ হয় তাহলে থাইদের মতই তিনি অবাধে ভ্রমণ করতে পারবেন।
ভাষণে প্রাইউথ বলেন, কিন্তু প্রাদুর্ভাব বেড়ে গেলে সরকার যে কোন সিদ্ধান্ত নিতে পারে।
করোনার কারণে থাইল্যান্ড তার পর্যটন থেকে ৫০ বিলিয়ন ডলার হারিয়েছে। চলতি বছর প্রথম আট মাসে মাত্র ৭০ হাজার দর্শনার্থী এসেছে যা ২০১৯ সালে ছিল ৪০ মিলিয়ন।
আমেরিকার জনস হপকিন্স ইউনিভার্সিটির মতে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ দশমিক ৭ মিলিয়ন। অন্যদিকে মৃত্যু হয়েছে ১৮ হাজার।
কমপক্ষে ১০টি কম ঝুঁকিপূর্ণ দেশ থেকে টিকা নিয়ে আসা ভ্রমণকারীদের জন্য কোয়ারিন্টিন ছাড়াই ১ নভেম্বর থেকে খুলে দেওয়ার পরিকল্পনা করছে থাইল্যান্ড। বিষয়টি জানিয়েছে দেশটির কর্মকর্তারা।
দেশটির প্রধানমন্ত্রী প্রাইউথ চান-ওচা বলেন, এই সিদ্ধান্তটা কিছুটা ঝুঁকিপূর্ণ কিন্তু দেশের প্রতিটা পর্যটন খাত পুনরুজ্জীবিত করতে এটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
কম ঝুঁকি হিসেবে দেখা ১০টি দেশের মধ্যে রয়েছে যুক্তরাজ্য, চীন, জার্মানি এবং যুক্তরাষ্ট্র।
প্রধানমন্ত্রী বলেন, আগামী ১ ডিসেম্বর থেকে বিনোদন কেন্দ্র খোলা ও অ্যালকোহল বিক্রির অনুমতি দেওয়া হবে। সোমবার এক টেলিভিশন ভাষণে তিনি এসব কথা বলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, ১০টি কম ঝুঁকিপূর্ণ দেশের দর্শনার্থীরা যখন আসবে তাদের একটি পরীক্ষার রিপোর্ট দেখানো উচিত এবং আসার পর আবার পরীক্ষা করা উচিত। যদি দ্বিতীয় পরীক্ষা নেগেটিভ হয় তাহলে থাইদের মতই তিনি অবাধে ভ্রমণ করতে পারবেন।
ভাষণে প্রাইউথ বলেন, কিন্তু প্রাদুর্ভাব বেড়ে গেলে সরকার যে কোন সিদ্ধান্ত নিতে পারে।
করোনার কারণে থাইল্যান্ড তার পর্যটন থেকে ৫০ বিলিয়ন ডলার হারিয়েছে। চলতি বছর প্রথম আট মাসে মাত্র ৭০ হাজার দর্শনার্থী এসেছে যা ২০১৯ সালে ছিল ৪০ মিলিয়ন।
আমেরিকার জনস হপকিন্স ইউনিভার্সিটির মতে, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ১ দশমিক ৭ মিলিয়ন। অন্যদিকে মৃত্যু হয়েছে ১৮ হাজার।
আনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
৬ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
৮ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
৯ ঘণ্টা আগে