Ajker Patrika

 ‘আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি অবনতির জন্য যুক্তরাষ্ট্র দায়ী’ 

 ‘আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি অবনতির জন্য যুক্তরাষ্ট্র দায়ী’ 

আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি অবনতির যুক্তরাষ্ট্র দায়ী বলে মন্তব্য করেছেন  আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। আজ সোমবার  আফগানিস্তানের পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি এমনটি বলেন।  বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে। 

আশরাফ গনি বলেন, হঠাৎ করে যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করায় আফগানিস্তানের নিরাপত্তা পরিস্থিতি অবনতি হয়েছে। 

আফগানিস্তানের প্রেসিডেন্ট জানান, সেনা প্রত্যাহার করলে আফগানিস্তানের পরিস্থিতি অবনতি হতে পারে বলে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিলেন তিনি। 

এদিকে গতকাল রোববার মন্ত্রিসভার এক ভার্চুয়াল বৈঠকে আশরাফ গনি বলেন, আমরা তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে যুদ্ধ করে যাচ্ছি এবং দেশের জনগণ আমাদের সঙ্গে আছে। আগামী ৬ মাসের মধ্যে আফগানিস্তানের পরিস্থিতি বদলে যাবে, ইনশা আল্লাহ। 

 আফগানিস্তানে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত ক্ষমতায় ছিল তালেবান। নাইন–ইলেভেনের পর মার্কিন বাহিনীর হামলা শুরু হয় আফগানিস্তানে। মার্কিন সেনা ছাড়াও ন্যাটোর সেনারা সেখানে অবস্থান নেন। ২০ বছর আফগানিস্তানে অবস্থানের পর সম্প্রতি মার্কিন বাহিনী ও ন্যাটো বাহিনীর সদস্যরা আফগানিস্তান ছেড়ে চলে যাচ্ছে। এরপর থেকেই আফগান বাহিনীর সঙ্গে তালেবানের সংঘর্ষ বাড়তে শুরু করেছে। আফগান বাহিনীর সদস্যরা দেশ ছেড়ে পালাতেও বাধ্য হচ্ছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত