Ajker Patrika

নিজ দেশেই বোমাবর্ষণ করল দ. কোরিয়ার বিমানবাহিনী!

অনলাইন ডেস্ক
ভুলবশত জনবসতিতে বোমাবর্ষণ করেছে দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনী। ছবি: এএফপি
ভুলবশত জনবসতিতে বোমাবর্ষণ করেছে দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনী। ছবি: এএফপি

সামরিক মহড়ার সময় ভুলবশত লোকালয়ে বোমাবর্ষণ করেছে দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনী। কোনো প্রাণহানি না ঘটলেও, এতে আহত হয়েছেন অন্তত ৭ জন। যাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকালে সীমান্তবর্তী শহর পোচিয়নে এ ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ সরাসরি মহড়া চালাচ্ছিল। সেই মহড়ার সময়ই এই বোমাবর্ষণের ঘটনা ঘটে। সে সময় একটি গ্রামে অন্তত আটটি বোমা পড়ে। বিস্ফোরণে বিধ্বস্ত হয় একটি গির্জা ও দুটি বাড়ি।

প্রত্যক্ষদর্শী পার্ক বলেন, ‘আমি টেলিভিশন দেখছিলাম, হঠাৎ বিকট আওয়াজ শুনতে পাই, যেন বজ্রপাতের গর্জন। বিস্ফোরণে পুরো বাড়ি কেঁপে উঠে। বাইরে বেরিয়ে দেখি সবকিছু লন্ডভন্ড।’

আরও এক বাসিন্দা জানান, ‘বিস্ফোরণের তীব্রতা এতই বেশি ছিল যে, এক কিলোমিটার দূর থেকেও অনুভব করা গেছে কম্পন। আমি একটি বৃদ্ধাশ্রমে কাজ করি। বিস্ফোরণে ভেঙে গেছে ভবনের সব জানালা। আমার এক সহকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি। ভাগ্যক্রমে এখানে থাকা বয়োজ্যেষ্ঠরা আহত হননি। তবে তারা সবাই খুব আতঙ্কিত হয়ে পড়েছেন।’

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে ক্ষমা চেয়েছে দক্ষিণ কোরিয়ার বিমানবাহিনী। এক বিবৃতিতে দেশটির বিমানবাহিনী বলেছে, ‘কেএফ-১৬ যুদ্ধবিমান থেকে আটটি এমকে-৮২ বোমা ভুলবশত মহড়ার ফায়ারিং রেঞ্জের বাইরে পড়েছে। যে কারণে বেসামরিক নাগরিকদের অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’

ক্ষতিগ্রস্ত ও আহতদের ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দিয়েছে বিমানবাহিনী। কীভাবে অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটল তা জানতে তদন্ত শুরু করেছে তারা। গঠন করা হয়েছে কমিটি।

১৯৫৩ সালে কোরীয় যুদ্ধ শেষ হলেও দুই কোরিয়ার মধ্যে এখনো তুঙ্গে উত্তেজনা। আনুষ্ঠানিকভাবে এখনো কোনো শান্তিচুক্তিতে স্বাক্ষর করেনি দুই দেশ। তারই জেরে প্রায়শই সামরিক মহড়ার আয়োজন করে দুই কোরিয়া।

উত্তর কোরিয়ার সঙ্গে বহুদিনের পুরোনো শত্রুতা আছে যুক্তরাষ্ট্রেরও। তাই দক্ষিণ কোরিয়ায় হাজার হাজার সেনা মোতায়েন রেখেছে ওয়াশিংটন। চলতি মাসের শেষের দিকে দক্ষিণ কোরিয়ার সবচেয়ে বড় ও বার্ষিক সামরিক মহড়া ‘ফ্রিডম শিল্ডে’ এক সঙ্গে অংশ নেবে দুই দেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত