Ajker Patrika

তাঙ্গারাজু সুপিয়াহ: গাঁজা পাচারের দায়ে সিঙ্গাপুরে ফাঁসি কার্যকর হলো যার

আপডেট : ২৬ এপ্রিল ২০২৩, ১১: ২৯
তাঙ্গারাজু সুপিয়াহ: গাঁজা পাচারের দায়ে সিঙ্গাপুরে ফাঁসি কার্যকর হলো যার

গাঁজা পাচারের অভিযোগে এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে সিঙ্গাপুর। ওই ব্যক্তির নাম তাঙ্গারাজু সুপিয়াহ। বুধবার (২৬ এপ্রিল) ভোরে চাঙ্গি কারাগারে ৪৬ বছর বয়সী তাঙ্গারাজুর মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বিবিসির প্রতিবেদনে জানা যায়, এ ঘটনায় দেশজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। 

অধিকারকর্মীরা বলছেন, দুর্বল তথ্য-প্রমাণের ভিত্তিতে তাঙ্গারাজুকে দোষী সাব্যস্ত করা হয়েছে। তাঙ্গারাজু নির্দোষ বলে দাবি তাঁর পরিবারের। তবে সরকার জানিয়েছে, সুনির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে যথাযথ প্রক্রিয়া মেনেই মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 

মাদককাণ্ডে গত বছর একজন বুদ্ধিপ্রতিবন্ধীসহ ১১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করে সিঙ্গাপুর সরকার। ওই ঘটনায় সে সময় সমালোচনার ঝড় ওঠে। এশিয়ার সিঙ্গাপুরেই সবচেয়ে কঠিন মাদকবিরোধী আইন রয়েছে। 
 
তাঙ্গারাজুকে শেষ মুহূর্তে ক্ষমা করে দেওয়ার আবেদন জানিয়ে কয়েক দিন আগে সিঙ্গাপুরের প্রেসিডেন্ট হালিমা ইয়াকবকে একটি চিঠি পাঠিয়েছিল পরিবার ও অধিকারকর্মীরা। তবে ২০১৮ সালের আইন অনুযায়ী শেষ মুহূর্তের আপিল প্রত্যাখ্যান করেন সিঙ্গাপুরের আদালত। এর আগে ব্রিটিশ ধনকুবের স্যার রিচার্ড ব্র্যানসন এই মৃত্যুদণ্ড কার্যকর বন্ধ এবং মামলার পর্যালোচনার আহ্বান জানিয়েছিলেন দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে। 

সিঙ্গাপুরের প্রতিবেশী দেশ মালয়েশিয়া এই মাসের শুরুতে বাধ্যতামূলক মৃত্যুদণ্ড বাতিল করেছে। পাশের আরেক দেশ থাইল্যান্ডসহ বিশ্বের অনেক জায়গায় গাঁজাকে বৈধ করা হয়েছে। এমনকি গাঁজার বাণিজ্যকে উৎসাহিত করা হয় থাইল্যান্ডে। 

 ২০১৩ সালে মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে এক কেজি গাঁজা পাচারে জড়িত থাকার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয় তাঙ্গারাজুকে। যদিও গাঁজা সরবরাহের সময় তিনি ধরা পড়েননি। প্রসিকিউটরদের দাবি, পুরো বিষয়টি সমন্বয় করেছেন তাঙ্গারাজু।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত