Ajker Patrika

আফগানিস্তানে রয়টার্সের পুলিৎজার বিজয়ী সাংবাদিক নিহত

আপডেট : ১৬ জুলাই ২০২১, ১৮: ০৬
আফগানিস্তানে রয়টার্সের পুলিৎজার বিজয়ী সাংবাদিক নিহত

আফগানিস্তানের সরকারি বাহিনীর সঙ্গে তালেবান যোদ্ধাদের সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে রয়টার্সের এক সাংবাদিক নিহত হয়েছেন। আজ শুক্রবার পাকিস্তানের সীমান্ত ক্রসিংয়ের সামনে ঘটনাটি ঘটে। আফগান কমান্ডারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরের প্রধান মার্কেট এলাকার দখল নিয়ে দেশটির সরকারি বাহিনী ও তালেবান যোদ্ধাদের সংঘর্ষের সময় দানিশ সিদ্দিকী নিহত হন। দানিশ সিদ্দিকী পেশাগত দায়িত্বপালনের জন্য সেখানে অবস্থান করছিলেন। 

চলতি সপ্তাহের শুরুতে আফগানিস্তানের সরকারি বাহিনী ও তালেবানের মধ্যকার সংঘর্ষের সংবাদ সংগ্রহের দায়িত্ব পান দানিশ সিদ্দিকী। যুদ্ধক্ষেত্রে যোদ্ধাদের সঙ্গে থেকে থেকে তিনি সংবাদ সংগ্রহ করে আসছিলেন। 

এক বিবৃতিতে রয়টার্সের প্রেসিডেন্ট মাইকেল ফ্রেডেনবার্গ এবং রয়টার্সের প্রধান সম্পাদক বলেছেন, ‘আমরা আরও তথ্যের জন্য ওই এলাকার কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ চালিয়ে যাচ্ছি। দানিশ একজন অসামান্য সাংবাদিক ছিলেন। একজন স্বামী ও বাবা হিসেবেও সে ছিল একনিষ্ঠ। খুব ভালো একজন সহকর্মী ছিল। এই দুঃসময়ে আমরা তাঁর পরিবারের কথা ভাবছি।’ 

দানিশ সিদ্দিকী শুক্রবার সকালে রয়টার্সকে বলেছিলেন, তাঁকে হাতে আঘাত করা হয়েছে। স্পিন বোলদাক থেকে তালেবান সরে যাওয়ার পর চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন। কিন্তু তালেবান ফের দানিশ সিদ্দিকীর ওপর হামলা চালায়। 

প্রসঙ্গত, দানিশ সিদ্দিকী ২০১০ সালে রয়টার্সে যোগ দেন। রোহিঙ্গা শরণার্থী সংকট নিয়ে কাজ করে তিনি ২০১৮ সালে পুলিৎজার পুরস্কার লাভ করেন। এছাড়াও তিনি আফগানিস্তান-ইরাক যুদ্ধ, হংকং আন্দোলন এবং নেপালের ভূমিকম্পের সময় ফটো সাংবাদিক হিসেবে কাজ করেছিলেন। 

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত