তীব্র জ্বালানি তেলের সংকটে ভুগছে শ্রীলঙ্কা। দেশটিতে ফুরিয়ে গেছে ডিজেল। এতে শ্রীলঙ্কায় যানবাহন খাত সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। সেই সঙ্গে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভুগছে দেশটির প্রায় ২ কোটি ২০ লাখ মানুষ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কা জুড়ে ডিজেল আর বিক্রি করা হয়নি। দক্ষিণ এশিয়ার দেশটি স্বাধীনতার পর থেকে বর্তমানে সবচেয়ে খারাপ অর্থনৈতিক মন্দার মধ্যে রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমদানিও বৈদেশিক মুদ্রার তীব্র ঘাটতির কারণে করতে পারছে না শ্রীলঙ্কা।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ডিজেল-বাস এবং বাণিজ্যিক যানবাহনের প্রধান জ্বালানি। দ্বীপজুড়ে তেলের স্টেশনগুলোতে ডিজেল পাওয়া যায়নি।
পেট্রল বিক্রি হলেও তা কম পরিমাণে বিক্রি হয়েছে। অনেকে জ্বালানি তেলের লাইনের দীর্ঘ সারিতে মোটরসাইকেল ফেলে রেখে গেছে।
শ্রীলঙ্কার পরিবহন মন্ত্রী দিলুম আমুনুগামা বলেন, আমরা মেরামতের জন্য গ্যারেজে থাকা বাসগুলো থেকে ডিজেল বের করছি এবং পরিষেবাযোগ্য যানবাহন চালানোর জন্য সেই ডিজেল ব্যবহার করছি।
শ্রীলঙ্কার দুই-তৃতীয়াংশের বেসরকারি বাসের মালিকানা বেসরকারি খাতে। বাসগুলোর মালিকেরা বলেছে যে তাদের ইতিমধ্যে তেল শেষ হয়ে গেছে। শুক্রবার থেকে সীমিত আকারে যান নামানো সম্ভব না।
শ্রীলঙ্কার বেসরকারি বাস অপারেটর সমিতির চেয়ারম্যান জেমুনু উইজেরত্নে বলেন, আমরা এখনো ডিজেলের পুরোনো স্টক ব্যবহার করছি। কিন্তু যদি আমরা আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সরবরাহ না পাই আমরা যান পরিচালনা করতে সক্ষম হব না।
শ্রীলঙ্কায় আজ বৃহস্পতিবার থেকে দৈনিক ১৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে ঘোষণা দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ। বিদ্যুৎ বন্ধ থাকায় হাসপাতালগুলোতে প্রতিদিনের অস্ত্রোপচার স্থগিত রাখতে হচ্ছে।
শ্রীলঙ্কার রাষ্ট্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ সিলন ইলেকট্রিসিটি বোর্ডের চেয়ারম্যান এম এম সি ফার্ডিনান্দো সাংবাদিকদের জানিয়েছেন, আমাদের দুই দিনের মধ্যে নতুন সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যদি তা হয় তবে আমরা বিদ্যুতের লোডশেডিং কমাতে পারব।
মার্চের শুরু থেকেই দেশটিতে তীব্র জ্বালানি ঘাটতির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ঘাটতি তৈরি হয়েছিল।
কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কম থাকায় প্রথমে প্রতিদিন ৭ ঘণ্টা ও পরে ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছিল। দেশটির ৪০ শতাংশেরও বেশি বিদ্যুৎ জলবিদ্যুৎ থেকে উৎপাদিত হলেও, এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় সেগুলোতে উৎপাদন তেমন হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
২০১৬ সালে ইস্টার সানডেতে একাধিক চার্চ ও হোটেলে জঙ্গি হামলা ও করোনা মহামারির পর পর্যটননির্ভর অর্থনীতি বাধাগ্রস্ত হয় শ্রীলঙ্কায়। সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে জ্বালানির দাম বেড়ে পরিস্থিতিকে আরও কঠোর করে তুলেছে। শ্রীলঙ্কার ৫১ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণকে ‘অস্থিতিশীল’ হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বিশ্লেষকদের আশঙ্কা, দেশটি তার ঋণের দায়বদ্ধতা থেকে খেলাপি হতে পারে।
তীব্র জ্বালানি তেলের সংকটে ভুগছে শ্রীলঙ্কা। দেশটিতে ফুরিয়ে গেছে ডিজেল। এতে শ্রীলঙ্কায় যানবাহন খাত সবচেয়ে বেশি বিপাকে পড়েছে। সেই সঙ্গে দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ভুগছে দেশটির প্রায় ২ কোটি ২০ লাখ মানুষ। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
আজ বৃহস্পতিবার শ্রীলঙ্কা জুড়ে ডিজেল আর বিক্রি করা হয়নি। দক্ষিণ এশিয়ার দেশটি স্বাধীনতার পর থেকে বর্তমানে সবচেয়ে খারাপ অর্থনৈতিক মন্দার মধ্যে রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমদানিও বৈদেশিক মুদ্রার তীব্র ঘাটতির কারণে করতে পারছে না শ্রীলঙ্কা।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, ডিজেল-বাস এবং বাণিজ্যিক যানবাহনের প্রধান জ্বালানি। দ্বীপজুড়ে তেলের স্টেশনগুলোতে ডিজেল পাওয়া যায়নি।
পেট্রল বিক্রি হলেও তা কম পরিমাণে বিক্রি হয়েছে। অনেকে জ্বালানি তেলের লাইনের দীর্ঘ সারিতে মোটরসাইকেল ফেলে রেখে গেছে।
শ্রীলঙ্কার পরিবহন মন্ত্রী দিলুম আমুনুগামা বলেন, আমরা মেরামতের জন্য গ্যারেজে থাকা বাসগুলো থেকে ডিজেল বের করছি এবং পরিষেবাযোগ্য যানবাহন চালানোর জন্য সেই ডিজেল ব্যবহার করছি।
শ্রীলঙ্কার দুই-তৃতীয়াংশের বেসরকারি বাসের মালিকানা বেসরকারি খাতে। বাসগুলোর মালিকেরা বলেছে যে তাদের ইতিমধ্যে তেল শেষ হয়ে গেছে। শুক্রবার থেকে সীমিত আকারে যান নামানো সম্ভব না।
শ্রীলঙ্কার বেসরকারি বাস অপারেটর সমিতির চেয়ারম্যান জেমুনু উইজেরত্নে বলেন, আমরা এখনো ডিজেলের পুরোনো স্টক ব্যবহার করছি। কিন্তু যদি আমরা আজ বৃহস্পতিবার সন্ধ্যার মধ্যে সরবরাহ না পাই আমরা যান পরিচালনা করতে সক্ষম হব না।
শ্রীলঙ্কায় আজ বৃহস্পতিবার থেকে দৈনিক ১৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে ঘোষণা দেশটির রাষ্ট্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ। বিদ্যুৎ বন্ধ থাকায় হাসপাতালগুলোতে প্রতিদিনের অস্ত্রোপচার স্থগিত রাখতে হচ্ছে।
শ্রীলঙ্কার রাষ্ট্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ সিলন ইলেকট্রিসিটি বোর্ডের চেয়ারম্যান এম এম সি ফার্ডিনান্দো সাংবাদিকদের জানিয়েছেন, আমাদের দুই দিনের মধ্যে নতুন সরবরাহের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। যদি তা হয় তবে আমরা বিদ্যুতের লোডশেডিং কমাতে পারব।
মার্চের শুরু থেকেই দেশটিতে তীব্র জ্বালানি ঘাটতির সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ঘাটতি তৈরি হয়েছিল।
কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কম থাকায় প্রথমে প্রতিদিন ৭ ঘণ্টা ও পরে ১০ ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছিল। দেশটির ৪০ শতাংশেরও বেশি বিদ্যুৎ জলবিদ্যুৎ থেকে উৎপাদিত হলেও, এ বছর বৃষ্টিপাত কম হওয়ায় সেগুলোতে উৎপাদন তেমন হয়নি বলে কর্মকর্তারা জানিয়েছেন।
২০১৬ সালে ইস্টার সানডেতে একাধিক চার্চ ও হোটেলে জঙ্গি হামলা ও করোনা মহামারির পর পর্যটননির্ভর অর্থনীতি বাধাগ্রস্ত হয় শ্রীলঙ্কায়। সম্প্রতি ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের ফলে জ্বালানির দাম বেড়ে পরিস্থিতিকে আরও কঠোর করে তুলেছে। শ্রীলঙ্কার ৫১ বিলিয়ন ডলারের বৈদেশিক ঋণকে ‘অস্থিতিশীল’ হিসেবে বর্ণনা করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। বিশ্লেষকদের আশঙ্কা, দেশটি তার ঋণের দায়বদ্ধতা থেকে খেলাপি হতে পারে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
১৭ মিনিট আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
২ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
৩ ঘণ্টা আগেগত জানুয়ারি ২০২৪-এর নির্বাচনের পর থেকে তাইওয়ানের রাজনীতিতে অচলাবস্থা বিরাজ করছে। প্রেসিডেন্ট হিসেবে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) উইলিয়াম লাই নির্বাচিত হলেও পার্লামেন্টের আইনসভায় (লেজিসলেটিভ ইউয়ান) বিরোধী কুওমিনতাং (কেএমটি) এবং তাদের মিত্ররা সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। ফলে সরকার ও আইনসভার
৩ ঘণ্টা আগে