Ajker Patrika

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৭ 

আপডেট : ০৯ জুলাই ২০২৪, ১৫: ৩০
ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহত ১৭ 

ইন্দোনেশিয়ায় এক ভয়াবহ ভূমিধসের ঘটনায় অন্তত ১৭ জন নিহত হয়েছে। এ ছাড়া আহত হয়েছে আরও কয়েকজন এবং এখনো নিখোঁজ ৪৫ জন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার সকালে ইন্দোনেশিয়ার গোরোন্তালো প্রদেশের সুওয়াওয়া জেলায় প্রবল বৃষ্টিপাতের ফলে এই বিপর্যয় শুরু হয়। ভূমিধসের কারণে সেখানকার খনিশ্রমিক এবং আশপাশে বসবাসকারীরা চাপা পড়ে যায়। ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধার সংস্থার একজন কর্মকর্তা সালামা রয়টার্সকে বলেছেন, ভারী বৃষ্টির কারণে সোমবার সাময়িকভাবে স্থগিত থাকার পর মঙ্গলবার উদ্ধার অভিযান পুনরায় শুরু হয়েছে। 

সালামা নামে ওই কর্মকর্তা জানান, উদ্ধার অভিযানে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে। এ ছাড়া, প্রায় সব মিলিয়ে ৪০০ লোকবল কাজ করছে। তিনি জানান, এখন পর্যন্ত ৫২ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে ভারী কাদার কারণে উদ্ধারকারীদের বিপর্যয়ের জায়গায় পৌঁছানোর জন্য ২০ কিলোমিটারের বেশি পথ হেঁটে পাড়ি দিতে হয়েছে। এ কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। 

ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। দেশটির প্রত্যন্ত জেলাগুলোতে বন উজাড় ও ছোট আকারের অবৈধ খনির কার্যক্রম পরিচালনার কারণে ভূমিধসের ঝুঁকি প্রতিনিয়ত বাড়ছে। আশঙ্কার বিষয় হলো, প্রত্যন্ত এসব অঞ্চলে প্রশাসনের নাগাল খুব একটা নেই। 

এর আগে, গত মে মাসে ইন্দোনেশিয়ার পশ্চিম সুমাত্রা প্রদেশে ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যা ও ভূমিধসে ৫০ জনেরও বেশি মানুষ মারা যায়। তার আগে এপ্রিলে মাসে দক্ষিণ সুলাওয়েসিতে ব্যাপক বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ১৮ জন নিহত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত