Ajker Patrika

ইন্দোনেশিয়ার মাউন্ট লাকি লাকিতে আবার অগ্ন্যুৎপাত, অন্তত ২৪টি ফ্লাইট স্থগিত

অনলাইন ডেস্ক
আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৭: ২১
লাকি লাকি পর্বতে ফের অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ছবি: বিবিসির সৌজন্যে
লাকি লাকি পর্বতে ফের অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ছবি: বিবিসির সৌজন্যে

ইন্দোনেশিয়ার মাউন্ট লিওটোবি লাকি লাকি আগ্নেয়গিরিতে আবারও অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। ১৮ কিলোমিটার উচ্চতায় উঠে গেছে ছাই ও ধোঁয়ার কুণ্ডলী। গতকাল সোমবার স্থানীয় সময় বেলা ১১টার দিকে শুরু হয় লাভার উদ্‌গিরণ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, গত নভেম্বরের পর এবারই সবচেয়ে শক্তিশালী অগ্ন্যুৎপাত হচ্ছে লাকি লাকিতে। বিস্তীর্ণ এলাকা ছেয়ে গেছে কালো ধোঁয়ায়। পর্বতের চারদিকে ৭ কিলোমিটার পর্যন্ত এলাকা থেকে বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। নিরাপত্তার কারণে বালির অন্তত ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে অঞ্চলটির অন্তত ৪ হাজার বাসিন্দাকে।

ভূতত্ত্ববিদ মুহাম্মাদ ওয়াফিদ ফরাসি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘লাকি লাকিতে যে আকারের উদ্‌গিরণ শুরু হয়েছে তা খুবই বিপজ্জনক; বিশেষ করে বিমান চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।’

এদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। লাভার উদ্‌গিরণ এত বেশি পরিমাণে হচ্ছে যে এর মধ্যে বৃষ্টি হলে ‘লাহার বন্যা’ তৈরি হতে পারে বলে সতর্ক করা হয়েছে। লাহার বন্যার অর্থ হচ্ছে আগ্নেয়গিরি থেকে উদ্‌গীরিত লাভা, ছাই, কাদা আর ধ্বংসাবশেষের ঢল।

স্থানীয় গণমাধ্যমগুলোর তথ্যমতে, গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আবারও বিস্ফোরিত হয় লাকি লাকির জ্বালামুখ। সে সময় ১৩ কিলোমিটার পর্যন্ত ছড়ায় ছাই ও ধোঁয়ার কুণ্ডলী। এরপর আজ মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে ৫টার দিকে আবারও লাভার উদ্‌গিরণ হয়েছে বলে জানা গেছে। তবে আজকের উদ্‌গিরণ তুলনামূলকভাবে কম শক্তিশালী ছিল।

স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার তথ্যমতে, এখন পর্যন্ত ৪ হাজারের বেশি মানুষকে বিপৎসংকুল এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তবে যারা এখনো এলাকায় রয়ে গেছে, তারা খাবার, পানি ও মাস্কের সংকটে ভুগছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত, যেখানে ভূত্বকের টেকটোনিক প্লেটগুলোর সংঘর্ষে ঘন ঘন ভূমিকম্প ও অগ্ন্যুৎপাত ঘটে। লাকি লাকি আগ্নেয়গিরিতে এ বছর একাধিকবার অগ্ন্যুৎপাত হয়েছে, যদিও এবার এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে গত বছরের নভেম্বরের অগ্ন্যুৎপাতে অন্তত ১০ জন প্রাণ হারিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত