Ajker Patrika

মালয়েশিয়ার ৫ রাজ্যে লকডাউন শিথিলের সিদ্ধান্ত

মালয়েশিয়ার ৫ রাজ্যে লকডাউন শিথিলের সিদ্ধান্ত

সোমবার থেকে পাঁচটি রাজ্যের লকডাউন শিথিল করবে মালয়েশিয়া। করোনা প্রতিরোধে সরকারের সূচক পূরণ করায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবরি ইয়াকোবের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানায়। 

রাজ্যগুলো হচ্ছে ক্যালানটান, পাহাং, পেরাক, পেরলিস এবং তেরেংগানু। মন্ত্রী বলেন, সোমবার (৫ জুলাই) এ রাজ্যগুলোর লকডাউন আংশিকভাবে ওঠানো হবে। শনিবার রাজধানী কুয়ালালামপুর এবং পার্শ্ববর্তী রাজ্য সেলঙ্গরে (মালয়েশিয়ার সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোর মধ্যে অন্যতম) কঠোর পদক্ষেপ কার্যকর হওয়ার পরে তিনি পাঁচ রাজ্যের বিষয়ে এ মন্তব্য করেন। 

লকডাউন পুরোপুরি তুলে নেওয়ার বিষয়ে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন। প্রধানমন্ত্রী বলেন-সংক্রমণ সংখ্যা, টিকা দেওয়ার হার এবং স্বাস্থ্যসেবা ব্যবস্থার সক্ষমতার ভিত্তিতে সরকার ধীরে ধীরে চারটি পর্যায়ে অর্থনীতি ও সামাজিক কার্যক্রম চালু করবে।

প্রসঙ্গত, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য গত ১ জুন থেকে দেশব্যাপী লকডাউনে রয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশ মালয়েশিয়া। শনিবার দেশটিতে নতুন সংক্রমণ সংখ্যা ৬ হাজার ৬৫৮ জন। এ পর্যন্ত মোট শনাক্ত ও মৃতের সংখ্যা যথাক্রমে ৭ লাখ ৭২ হাজার ৬০৭ জন এবং ৫ হাজার ৩২৭ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

গঙ্গাচড়ায় হিন্দুপল্লিতে হামলাকারীদের উসকানি, স্থানীয় সাংবাদিক গ্রেপ্তার

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত