Ajker Patrika

সীমান্তে ইরান-তালেবান সংঘর্ষ

সীমান্তে ইরান-তালেবান সংঘর্ষ

আফগানিস্তান-ইরান সীমান্তের কাছে ইরানের সীমান্তরক্ষী বাহিনী ও তালেবান বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল বুধবার একাধিক ভিডিওতে তালেবান বাহিনীকে একত্রিত হতে দেখা যায়। এ সময় গুলির শব্দ শোনা যায়। এরপর ভিডিওতে দেখা যায় তালেবানের গুলির বিপরীতে ইরানি বাহিনীও গুলি ছোড়ে। 

ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিমের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, এই সংঘর্ষটি হিরমন্দ কাউন্টির শাঘালাক গ্রামে সংঘটিত হয়েছে। এই এলাকায় চোরাচালান ঠেকাতে আফগানিস্তানের সীমান্তের কাছে ইরান সীমান্তের ভেতরে দেয়াল ঘেরা এলাকা রয়েছে। ইরানের কিছু কৃষক ওই দেয়াল টপকে আসে। কিন্তু তখনো তারা ইরানের সীমান্তের ভেতরেই ছিল। কিন্তু ওই সময় তালেবান বাহিনী তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপরই ইরানের বাহিনীও পাল্টা গুলি ছোড়ে।

এই সংঘর্ষ নিয়ে পরবর্তীতে ইরান ও আফগানিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তারা আলোচনা করে। তাঁরা উভয়ই এই সংঘর্ষকে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি বলে বিবৃতি দিয়েছে।

গতকাল বুধবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদেহ এক বিবৃতিতে বলেছেন, সীমান্তে বসবাসকারী বাসিন্দাদের মধ্যে ভুল বোঝাবুঝির কারণে এই সংঘর্ষ হয়েছে। তবে এ সময় তিনি তালেবানের নাম উল্লেখ করেননি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মোবাইল-টাকা ছিনতাইয়ের পর দুই তরুণীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

১১ বছর বয়সেই যৌন সম্পর্ক, ১৩-তে ছয় নারীর শয্যাসঙ্গী হন এই ব্রিটিশ রাজপুত্র

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ওপর ‘দমন-পীড়নে’ ২০২ শিক্ষকের উদ্বেগ

যুক্তরাষ্ট্র থেকে সাড়ে ৩ বিলিয়ন ডলারের অস্ত্রক্রয় চুক্তি স্থগিত করেছে ভারত

ইরানি নকশার ড্রোন হয়ে গেছে রাশিয়ার, ক্ষোভ বাড়ছে তেহরানে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত