Ajker Patrika

পাকিস্তানে শাওয়ালের চাঁদ দেখা গেছে, ঈদ বুধবার

আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১০: ২৫
পাকিস্তানে শাওয়ালের চাঁদ দেখা গেছে, ঈদ বুধবার

পাকিস্তানের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটি আগামীকাল বুধবার (১০ এপ্রিল) ঈদুল ফিতর উদ্‌যাপন করবে। দেশটির জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হেলালের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইংরেজি সংবাদমাধ্যম ডন। 

রুয়েত-ই-হেলালের সদস্য মাওলানা আব্দুল খবির আজাদ এক সংবাদ সম্মেলনে জানান, আজ মঙ্গলবার দেশের বেশির ভাগ এলাকায় আকাশ মেঘলা ছিল। তাই চাঁদ দেখার সংবাদ আসতে কিছুটা সময় লেগেছে। 

এদিকে বাংলাদেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখার তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে দেশের জাতীয় চাঁদ দেখা কমিটি। ফলে আগামীকাল বুধবার এবারের রমজান মাস ৩০ দিন পূর্ণ হবে। ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে আগামী বৃহস্পতিবার। 

আজ মঙ্গলবার রাজধানীর বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক থেকে এ তথ্য জানানো হয়। সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠকে বৃহস্পতিবার ঈদ উদ্‌যাপনের সিদ্ধান্ত হয়। জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে এ বৈঠক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত