Ajker Patrika

ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানাল উ. কোরিয়া 

অনলাইন ডেস্ক
আপডেট : ১২ জানুয়ারি ২০২২, ১২: ২৯
ফের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর কথা জানাল উ. কোরিয়া 

আবারও হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। গতকাল মঙ্গলবার এই পরীক্ষা চালানো হয়। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। 

কেসিএনএর প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রটি ১ হাজার কিলোমিটার দূরে একটি নির্দিষ্ট লক্ষ্যকে সুনির্দিষ্টভাবে আঘাত করতে সক্ষম। 

এ নিয়ে তৃতীয়বারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। আর চলতি সপ্তাহের মধ্যেই দ্বিতীয়বারের মতো এই মিসাইলের পরীক্ষা চালাল পিয়ংইয়ং। 

এর আগে দক্ষিণ কোরিয়া ও জাপান দাবি করে, গতকাল মঙ্গলবার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে উত্তর কোরিয়া। 
 
উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর ঘটনায় নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। 

উল্লেখ্য, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে পাঁচগুণ বেশি গতিতে ছুটতে পারে। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর খুব দ্রুত ওপরে উঠে আবার দ্রুত নেমে আসে। এরপর আনুভূমিকভাবে বায়ুমণ্ডলের মধ্যেই চলতে থাকে এবং চলমান অবস্থায়ও গতিপথ পরিবর্তন করতে পারে, যা ব্যালিস্টিক মিসাইল থেকে ভিন্ন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের বিপক্ষে সেমির আগেই ধাক্কা খেল অস্ট্রেলিয়া

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

এলপি গ্যাস, তেল, আটাসহ বেশ কিছু পণ্যে ভ্যাট তুলে দিল এনবিআর

চ্যাম্পিয়নস ট্রফি: রিজার্ভ-ডেতেও সেমিফাইনাল না হলে হৃদয়বিদারক সমীকরণ

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত