থাইল্যান্ডে ভুলবশত মারাত্মক মাদকের মিশ্রণ সেবন করার পর ব্যাংককের একটি হোটেলের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল রেবেকা টার্নারকে। তাই তাঁর পরিবার অবৈধ মাদক সেবন না করার জন্য অন্যদের পরামর্শ দিয়েছে।
মঙ্গলবার বিবিসি জানিয়েছে, ইংল্যান্ডের ইস্ট সাসেক্সের বেক্সহিল-অন-সি এলাকার বাসিন্দা ছিলেন ৩৬ বছর বয়সী রেবেকা। ব্যাংককের ওই হোটেলের কক্ষে প্রেমিকের সঙ্গে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল তাঁকে। রেবেকার পরিবার দাবি করেছে, তাঁরা কোকেন ভেবে বিষাক্ত কোনো মিশ্রণ সেবন করেছিলেন।
রেবেকার বোন লোইস টার্নার এবং বাবা রন টার্নার জানিয়েছেন, থাই কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে, রেবেকা ৯টি ভিন্ন ধরনের মাদকের সংমিশ্রণ সেবন করেছিলেন। এর মধ্যে ব্যথানাশক, ঘুমের ওষুধ এবং উদ্বেগ কমানোর ওষুধও অন্তর্ভুক্ত ছিল।
রন টার্নার বলেন, ‘আমি কখনো ভাবিনি সে মাদক নেবে। একদিন হঠাৎ একটি ফোনকল পেলাম, আমাকে জানানো হলো, সে মারা গেছে। আমি বিশ্বাস করতে পারিনি।’
বিবিসিকে রন জানান, তিনি এখনো মনে করেন রেবেকা ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করবে। তাঁর মৃত্যু তাঁর পরিবারকে প্রায় ধ্বংস করে দিয়েছে।
কন্যার শূন্যতা পূরণ হওয়ার নয় জানিয়ে রন বলেন, ‘অনেক সময় লাগবে। আমরা কখনো ভুলব না। যখনই তার একটি ছবি দেখি, পুরোনো স্মৃতিগুলো ফিরে আসে। জিনিসগুলো খুব কঠিন হয়ে গেছে।’
জানা গেছে, গত বছরের মার্চে থাইল্যান্ডে এক বন্ধুর বিয়েতে যোগ দেওয়ার পর রেবেকা মারা যান। এ অবস্থায় তাঁর বোন লোইস টার্নার তরুণদের থাইল্যান্ড ভ্রমণের সময় মাদক সেবন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘মানুষকে জানানো খুব প্রয়োজন, মাদক সেবন, এমনকি তা একবারের জন্য হলেও আপনার পুরো জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে এবং পরিবার ধ্বংস করে দিতে পারে।’
রেবেকার মৃত্যুর বিষয়ে এখন যুক্তরাজ্যে তদন্ত শুরু হয়েছে। ইস্ট সাসেক্স কাউন্টি কাউন্সিলের ক্রোনার অফিস মামলাটির শুনানির তারিখ নির্ধারণ করবে।
থাইল্যান্ডে ভুলবশত মারাত্মক মাদকের মিশ্রণ সেবন করার পর ব্যাংককের একটি হোটেলের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল রেবেকা টার্নারকে। তাই তাঁর পরিবার অবৈধ মাদক সেবন না করার জন্য অন্যদের পরামর্শ দিয়েছে।
মঙ্গলবার বিবিসি জানিয়েছে, ইংল্যান্ডের ইস্ট সাসেক্সের বেক্সহিল-অন-সি এলাকার বাসিন্দা ছিলেন ৩৬ বছর বয়সী রেবেকা। ব্যাংককের ওই হোটেলের কক্ষে প্রেমিকের সঙ্গে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল তাঁকে। রেবেকার পরিবার দাবি করেছে, তাঁরা কোকেন ভেবে বিষাক্ত কোনো মিশ্রণ সেবন করেছিলেন।
রেবেকার বোন লোইস টার্নার এবং বাবা রন টার্নার জানিয়েছেন, থাই কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছে, রেবেকা ৯টি ভিন্ন ধরনের মাদকের সংমিশ্রণ সেবন করেছিলেন। এর মধ্যে ব্যথানাশক, ঘুমের ওষুধ এবং উদ্বেগ কমানোর ওষুধও অন্তর্ভুক্ত ছিল।
রন টার্নার বলেন, ‘আমি কখনো ভাবিনি সে মাদক নেবে। একদিন হঠাৎ একটি ফোনকল পেলাম, আমাকে জানানো হলো, সে মারা গেছে। আমি বিশ্বাস করতে পারিনি।’
বিবিসিকে রন জানান, তিনি এখনো মনে করেন রেবেকা ঘরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করবে। তাঁর মৃত্যু তাঁর পরিবারকে প্রায় ধ্বংস করে দিয়েছে।
কন্যার শূন্যতা পূরণ হওয়ার নয় জানিয়ে রন বলেন, ‘অনেক সময় লাগবে। আমরা কখনো ভুলব না। যখনই তার একটি ছবি দেখি, পুরোনো স্মৃতিগুলো ফিরে আসে। জিনিসগুলো খুব কঠিন হয়ে গেছে।’
জানা গেছে, গত বছরের মার্চে থাইল্যান্ডে এক বন্ধুর বিয়েতে যোগ দেওয়ার পর রেবেকা মারা যান। এ অবস্থায় তাঁর বোন লোইস টার্নার তরুণদের থাইল্যান্ড ভ্রমণের সময় মাদক সেবন থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘মানুষকে জানানো খুব প্রয়োজন, মাদক সেবন, এমনকি তা একবারের জন্য হলেও আপনার পুরো জীবনকে ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে এবং পরিবার ধ্বংস করে দিতে পারে।’
রেবেকার মৃত্যুর বিষয়ে এখন যুক্তরাজ্যে তদন্ত শুরু হয়েছে। ইস্ট সাসেক্স কাউন্টি কাউন্সিলের ক্রোনার অফিস মামলাটির শুনানির তারিখ নির্ধারণ করবে।
জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, গাজা সিটি ও আশপাশের এলাকায় পুরোদমে দুর্ভিক্ষ শুরু হয়েছে। সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস একে ‘মানবসৃষ্ট বিপর্যয়’ ও ‘মানবতার ব্যর্থতা’ বলে আখ্যায়িত করেছেন। জাতিসংঘের সহায়তায় কাজ করা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্ল্যাসিফিকেশন (আইপিসি) জানিয়েছে, বর্তমানে গাজায় ৫ ল
৯ ঘণ্টা আগেভারতের ওপর যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক শুল্ক আরোপকে কঠোরভাবে সমালোচনা করেছে চীন। বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছে, এ পরিস্থিতিতে তারা ভারতের পাশে থাকবে। গতকাল বৃহস্পতিবার নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে চীনের রাষ্ট্রদূত শু ফেইহং বলেন, যুক্তরাষ্ট্র ভারতের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেছে এবং আরও শুল্ক
১০ ঘণ্টা আগেগাজায় আহত প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে চিকিৎসা সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে ইন্দোনেশিয়া। প্রস্তাব অনুযায়ী তাদের অস্থায়ীভাবে নিয়ে যাওয়া হতে পারে জনশূন্য গালাং দ্বীপে। সিঙ্গাপুরের দক্ষিণে অবস্থিত এ দ্বীপ অতীতে শরণার্থীশিবির এবং সাম্প্রতিক সময়ে মহামারি হাসপাতাল হিসেবে ব্যবহৃত হয়েছে।
১২ ঘণ্টা আগেভারতের সুপ্রিম কোর্ট দিল্লি ও আশপাশের এলাকার প্রায় ১০ লাখ নেড়ি কুকুর বা পথ-কুকুরকে আশ্রয়কেন্দ্রে পাঠানোর পূর্বের আদেশ স্থগিত করেছেন। প্রাণী অধিকারকর্মীদের তীব্র প্রতিবাদের পর আদালত জানিয়েছেন, যে কুকুরগুলোকে নির্বীজকরণ ও টিকা দেওয়া হবে, তারা আগের স্থানে ফেরত যেতে পারবে।
১২ ঘণ্টা আগে