জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ‘স্মোক বোমা’ হামলার শিকার হয়েছেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তাঁকে অক্ষত অবস্থায় ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী কিশিদা আজ শনিবার ওয়াকাইয়ামা প্রশাসনিক এলাকায় একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। সেখানে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়াকাইয়ামার ঘটনাস্থল থেকে একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। পুলিশও একজনকে আটক করার কথা স্বীকার করেছে।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি এক ব্যক্তিকে কিছু একটা ছুড়ে দিতে দেখেছেন। তার পরই ধোঁয়া উড়তে শুরু করে। অপর এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে এমন কিছু ভিডিও ফুটেজ প্রচার করেছে, যেখানে ঘটনাস্থল থেকে অনেক মানুষকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে।
এনএইচকের প্রতিবেদনে বলা হয়, কিশিদা ওয়াকাইয়ামার বন্দর পরিদর্শনের পর বক্তৃতা করছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’ নিক্ষেপ করা হয়।
এর আগে গত বছরের জুলাইয়ে একটি সভায় বক্তব্য দেওয়ার সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী মাসে জাপানের হিরোশিমা শহরে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধানের যোগ দেওয়ার কথা। সেই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ অনেকেই রয়েছেন। জি-৭ সম্মেলনের আগে এ ধরনের হামলা আন্তর্জাতিক মহলে জাপানকে অস্বস্তিতে ফেলে দিয়েছে।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা ‘স্মোক বোমা’ হামলার শিকার হয়েছেন। তবে তিনি অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন। তাঁকে অক্ষত অবস্থায় ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
প্রধানমন্ত্রী কিশিদা আজ শনিবার ওয়াকাইয়ামা প্রশাসনিক এলাকায় একটি অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিলেন। সেখানে এ ঘটনা ঘটে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওয়াকাইয়ামার ঘটনাস্থল থেকে একজনকে ইতিমধ্যে আটক করা হয়েছে। পুলিশও একজনকে আটক করার কথা স্বীকার করেছে।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি এক ব্যক্তিকে কিছু একটা ছুড়ে দিতে দেখেছেন। তার পরই ধোঁয়া উড়তে শুরু করে। অপর এক প্রত্যক্ষদর্শী বলেছেন, তিনি বিস্ফোরণের শব্দ শুনেছেন।
জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে এমন কিছু ভিডিও ফুটেজ প্রচার করেছে, যেখানে ঘটনাস্থল থেকে অনেক মানুষকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেছে।
এনএইচকের প্রতিবেদনে বলা হয়, কিশিদা ওয়াকাইয়ামার বন্দর পরিদর্শনের পর বক্তৃতা করছিলেন। সেই সময় তাঁকে লক্ষ্য করে ‘স্মোক বোমা’ নিক্ষেপ করা হয়।
এর আগে গত বছরের জুলাইয়ে একটি সভায় বক্তব্য দেওয়ার সময় জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবেকে গুলি করে হত্যা করা হয়।
বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, আগামী মাসে জাপানের হিরোশিমা শহরে জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সেখানে বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধানের যোগ দেওয়ার কথা। সেই তালিকায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ অনেকেই রয়েছেন। জি-৭ সম্মেলনের আগে এ ধরনের হামলা আন্তর্জাতিক মহলে জাপানকে অস্বস্তিতে ফেলে দিয়েছে।
নৌবাহিনীতে স্টিলথ প্রযুক্তির দৌড়ে এত দিন শীর্ষস্থানে ছিল যুক্তরাষ্ট্র। এই প্রযুক্তির এফ-৩৫সি যুদ্ধবিমান দীর্ঘদিন ধরেই মার্কিন বিমানবাহী জাহাজগুলোতে মোতায়েন রয়েছে। তবে এবার চীন প্রথমবারের মতো নিজেদের নৌবাহিনীর জন্য স্টিলথ ফাইটার জে-৩৫ মোতায়েন করে যুক্তরাষ্ট্রকে সরাসরি প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছে।
২৬ মিনিট আগেআমেরিকার বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর পূর্বসূরি বারাক ওবামাকে ‘রাষ্ট্রদ্রোহের’ অভিযোগে অভিযুক্ত করেছেন। তিনি জানিয়েছেন, ‘রাশিয়াগেট’ এবং ‘ভোট জালিয়াতি’ নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে তিনি ওবামা এবং তাঁর প্রশাসনের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চান।
১ ঘণ্টা আগেতৃণমূল কংগ্রেস এই সিদ্ধান্তকে ‘রাজনৈতিক ভণ্ডামি’ বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, ‘এ রাজ্যে যাদের বাংলা ভাষাভাষী বলে নিপীড়ন করা হচ্ছে, সেই একই দল অন্য রাজ্যে তাদের জমি দিচ্ছে! এটা দুমুখো রাজনীতি।’
২ ঘণ্টা আগেইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তাঁর দেশ ইসরায়েলের বিরুদ্ধে যেকোনো যুদ্ধের জন্য প্রস্তুত। এমনকি, দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি চলছে তা নিয়েও তিনি খুব একটা আশাবাদী নন। তবুও ইরান পরমাণু কর্মসূচি বন্ধ করবে না। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৩ ঘণ্টা আগে