Ajker Patrika

ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদদলিত হয়ে ১২৯ জনের প্রাণহানি

আপডেট : ০২ অক্টোবর ২০২২, ১১: ৩৯
ইন্দোনেশিয়ায় ফুটবল মাঠে পদদলিত হয়ে ১২৯ জনের প্রাণহানি

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরে ফুটবল মাঠে পদদলিত হয়ে ১২৯ জনের প্রাণহানি হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ১৮০ জন। স্থানীয় সময় শনিবার (১ অক্টোবর) রাতে মর্মান্তিক এই ঘটনা ঘটে।

রয়টার্সের প্রতিবেদনে জানা যায়, কানজুরুহান স্টেডিয়ামে খেলায় জয়-পরাজয়কে কেন্দ্র করে সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধলে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় হুড়োহুড়িতে পদদলিত হয়ে এবং শ্বাসকষ্টে মৃত্যু হয় অনেকের।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই স্টেডিয়ামে আরেমা এফসি ও পেরসেবায়া সুরাবায়া নামের দুটি ফুটবল ক্লাবের মধ্যে খেলা চলছিল। খেলায় আরেমাকে ৩–২ গোলে হারায় পেরসেবায়া। হারের পর স্টেডিয়ামে থাকা দলটির সমর্থকেরা মাঠে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাদের থামাতে কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশ। এতে আতঙ্কিত হয়ে দৌড়াতে থাকে দর্শকেরা। এ সময় পদদলিত হয়ে নিহত হয় অনেকে।

ইন্দোনেশিয়ার পূর্ব জাভা অঞ্চলের মালাং শহরে ফুটবল মাঠে পদদলিত হয়ে ১২৯ জনের প্রাণহানিএক বিবৃতিতে পূর্ব জাভা পুলিশের প্রধান নিকো আফিন্তা বলেন, ‘শতাধিক মানুষ নিহত হয়েছে। তাদের মধ্যে দুজন পুলিশ কর্মকর্তাও রয়েছেন। স্টেডিয়ামের ভেতরেই মারা গেছে ৩২ জন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয়েছে অন্যদের।’

এ ঘটনায় ক্ষমা চেয়েছে দেশটির সরকার। দেশটির ক্রীড়ামন্ত্রী জাইনুদিন আমালি বলেন, দুঃখজনক এ ঘটনা এমন সময়ে ঘটল, যখন কিনা ফুটবলপ্রেমীরা স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ পাচ্ছে।

ইন্দোনেশিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (পিএসএসআই) ঘটনার তদন্ত শুরু করেছে। এ ঘটনা ইন্দোনেশিয়ার ফুটবলকে কলঙ্কিত করেছে বলেও জানিয়েছে পিএসএসআই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের সমাবেশের জন্য বিশেষ ট্রেন, যে ব্যাখ্যা দিল রেল মন্ত্রণালয়

আবাসিক হোটেলে অভিযানে গিয়ে অবরুদ্ধ ভ্রাম্যমাণ আদালতের কর্মকর্তারা, সেনাবাহিনীর হস্তক্ষেপে উদ্ধার

শর্তের জালে মার্কিন চাপ

কোটালীপাড়ায় আওয়ামী লীগের দেড় হাজার নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২

ঢাকায় সমাবেশের জন্য ৩ জোড়া ট্রেন ভাড়া করেছে জামায়াত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত