Ajker Patrika

মালয়েশিয়ায় রাস্তায় যানবাহনের ওপর আছড়ে পড়ল বিমান, নিহত ১০

মালয়েশিয়ায় রাস্তায় যানবাহনের ওপর আছড়ে পড়ল বিমান, নিহত ১০

মালয়েশিয়াতে একটি ব্যক্তিগত জেট বিমান সড়কে আছড়ে পড়লে সংসদ সদস্যসহ ১০ জন নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দেশটির মধ্য সেলাঙ্গোর রাজ্যে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। 

শাহ আলম জেলার পুলিশ প্রধান মোহাম্মদ ইকবাল ইব্রাহীম মালয়েশিয়ার সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসকে বলেন, একটি জেট বিমান দুটি গাড়ির ওপর আছড়ে পড়েছে। এর মধ্যে একটি ছিল প্রাইভেট কার ও অন্যটি মোটরসাইকেল। দুর্ঘটনায় উড়োজাহাজের সব আরোহী, প্রাইভেট কারের চালক ও মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। 

পরিবহনমন্ত্রী অ্যান্থনি লোকি নিশ্চিত করেছেন নিহতদের একজন দেশটির রাজ্য পার্লামেন্টের সদস্য জোহারি হারুণ। ৫৪ বছর বয়সী হারুণ গত বছর সাধারণ নির্বাচনে নব বারিসান ন্যাশনাল দলের প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন। তিনি পেলাঙ্গাই রাজ্যের বেনটং সংসদীয় আসনে জয়লাভ করেন।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বলেছে, ‘উড়োজাহাজটিতে ছয়জন যাত্রী ও দুইজন ক্রু ছিলেন। এটি অবতরণের প্রস্তুতি নিচ্ছিল। অবতরণের ঠিক দুই মিনিট আগে উড়োজাহাজটির সঙ্গে নিয়ন্ত্রণ টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।’ 

দেশটির অনলাইন সংবাদ মাধ্যম দ্য মালয় মেইল প্রত্যক্ষদর্শীর বরাতে বলে, উড়োজাহাজটি মাটিতে আছড়ে পড়ার পরই বিস্ফোরিত হয়। বিস্ফোরণের ফলে কিছু ধ্বংসাবশেষ একটি মোটরসাইকেলকে আঘাত করে। 

ইংরেজি দৈনিক দ্য নিউ স্ট্রেইটস টাইমস ওয়েবসাইটে বলা হয়, উড়োজাহাজটি লাঙ্গকাওইর উত্তর রিসোর্ট দ্বীপ থেকে সেলাঙ্গোরের সুবং বিমানবন্দরের দিকে যাচ্ছিল। পথে উড়োজাহাজটিতে যান্ত্রিক গোলযোগ দেখা দেয় এবং বিধ্বস্ত হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিধ্বস্ত বিমানের ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, শাহ আলমের প্রধান সড়কের পাশে ঘাসের ওপরে পড়ে থাকা ধ্বংসস্তূপে আগুন জ্বলছে ও কালো ধোঁয়া উঠছে। এমনকি রাস্তার কিছু অংশও ঘনকালো ধোঁয়ায় ঢেকে গিয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত