Ajker Patrika

আফগানদের জন্য সীমান্ত খুলে দিল পাকিস্তান

আফগানদের জন্য সীমান্ত খুলে দিল পাকিস্তান

আফগানিস্তানের সঙ্গে সেই স্পিন-বলদাক সীমান্ত আবারও খুলে দিল পাকিস্তান। গত সোমবার ব্যবসায়ীদের চাপে সীমান্ত খুলে দেওয়া হয়েছে বলে পাকিস্তানের পক্ষ থেকে বলা হয়েছে। পাকিস্তানের সীমান্তবর্তী জেলা চামানের ঊর্ধ্বতন কর্মকর্তা আরিফ কাকার বলেন, ‘পাকিস্তান চামানে আফগানিস্তানের সঙ্গে সীমান্ত খুলে দিয়েছে। ফলে আফগানিস্তানের সঙ্গে পুনরায় বাণিজ্য শুরু হলো, যা গত এক মাস ধরে বন্ধ ছিল।’ 

স্পিন-বলদাক সীমান্ত দিয়ে গত সোমবার ১০০ পণ্যবাহী ট্রাক আফগানিস্তানে ঢুকেছে। এখন থেকে সপ্তাহে ছয় দিন এই সীমান্ত খোলা থাকবে। 

প্রসঙ্গত, আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে তালেবানদের সীমান্ত দখলের লড়াই শুরু হলে পাকিস্তান চামান–স্পিন-বলদাক সীমান্ত চলতি মাসের শুরুর দিকে বন্ধ করে দেয়। ফলে এই সীমান্ত দিয়ে সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ হয়ে যায়।

স্পিন-বলদাক সীমান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, সম্পূর্ণ স্থলভাগ পরিবেষ্টিত আফগানিস্তানে কোনো উল্লেখযোগ্য বন্দর নেই। করাচি বন্দরের কাছাকাছি হওয়ায় আমদানি-রপ্তানির জন্য এই বন্দরের ওপর অনেকটা নির্ভর করতে হয় আফগানদের। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত