অনলাইন ডেস্ক
মাঝ আকাশে একটি ফ্লাইটে ভরপুর যাত্রীদের সামনে নগ্ন হয়ে গিয়েছিলেন এক যাত্রী। তাঁর উদ্দেশ্য ছিল উড়োজাহাজটিকে গন্তব্যের দিকে যেতে না দিয়ে আবারও প্রারম্ভিক স্টেশনে ফিরে যেতে বাধ্য করা। সেটা করতে তিনি অবশ্য সফল হয়েছেন। তবে অবতরণের পরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ একটি ফ্লাইটে। ফ্লাইটটি দেশটির পার্থ থেকে মেলবোর্নের দিকে যাচ্ছিল। সেই ফ্লাইটেই এক যাত্রী দুই সারি সিটের মাঝে গিয়ে কাপড়চোপড় খুলে নগ্ন হয়ে পড়েন এবং পাইলট কেবিনের দিকে এগিয়ে যেতে থাকেন। এ সময় একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট তাঁকে বাধা দিতে চাইলে সেই যাত্রী তাঁকেও মারধর করে শুইয়ে ফেলেন। পরে অপর এক যাত্রী সেই নগ্ন ব্যক্তিকে পাকড়াও করেন।
পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে অস্ট্রেলিয়ার ভার্জিন অস্ট্রেলিয়ার ফ্লাইট ভিএ-৬৯৬ পার্থ থেকে মেলবোর্নের দিকে যাত্রা করেছিল। সাড়ে তিন ঘণ্টার যাত্রায় উড্ডয়নের কিছু সময় পরই সেই যাত্রী উড়োজাহাজটির দুই সারি সিটের মাঝখানে এসে কাপড়চোপড় খুলে ফেলেন এবং পাইলট কেবিনের দিকে যেতে থাকেন এবং এ সময় তিনি এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে মারধর করে শুইয়ে ফেলেন।
পরে এক যাত্রী সেই ব্যক্তিকে পাকড়াও করেন। কিন্তু তাতে অবশ্যই ফ্লাইটটি মেলবোর্নে যেতে পারেনি। নিরাপত্তার স্বার্থে ভার্জিন অস্ট্রেলিয়ার সেই ফ্লাইট পার্থে ফিরে আসে। সেখানেই তাঁকে পুলিশ গ্রেপ্তার করে এবং হাসপাতালে নেয় তাঁর মানসিক অবস্থা যাচাই করার জন্য। ঠিক কী কারণে ওই ব্যক্তি এমন আচরণ করেছেন, তা জানা যায়নি।
ভার্জিন অস্ট্রেলিয়া জানিয়েছে, ফ্লাইট ভিএ-৬৯৬ একজন ঝামেলা সৃষ্টিকারী যাত্রীর কারণে পার্থে ফিরে আসে। সেই যাত্রীকে পাকড়াও করার জন্য অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ বিমানবন্দরে মজুত ছিল। পুলিশ জানিয়েছে, তাঁরা সেই যাত্রীকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে ফ্লাইটে নগ্ন হয়ে অন্য যাত্রীদের জন্য ঝামেলা সৃষ্টি করা এবং ফ্লাইট অ্যাটেনডেন্টকে মেরে শুইয়ে ফেলার অভিযোগ আনা হয়েছে।
অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘অফিসাররা একজনকে গ্রেপ্তার করেছে, যিনি কিনা সেই বিমানের মাঝখানে নগ্ন হয়ে দৌড়েছিলেন এবং একজন ক্রুকে মেরে মেঝেতে ফেলে দিয়েছিলেন। ওই ব্যক্তিকে মানসিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালেই আছেন।’
মাঝ আকাশে একটি ফ্লাইটে ভরপুর যাত্রীদের সামনে নগ্ন হয়ে গিয়েছিলেন এক যাত্রী। তাঁর উদ্দেশ্য ছিল উড়োজাহাজটিকে গন্তব্যের দিকে যেতে না দিয়ে আবারও প্রারম্ভিক স্টেশনে ফিরে যেতে বাধ্য করা। সেটা করতে তিনি অবশ্য সফল হয়েছেন। তবে অবতরণের পরপরই পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ একটি ফ্লাইটে। ফ্লাইটটি দেশটির পার্থ থেকে মেলবোর্নের দিকে যাচ্ছিল। সেই ফ্লাইটেই এক যাত্রী দুই সারি সিটের মাঝে গিয়ে কাপড়চোপড় খুলে নগ্ন হয়ে পড়েন এবং পাইলট কেবিনের দিকে এগিয়ে যেতে থাকেন। এ সময় একজন ফ্লাইট অ্যাটেনডেন্ট তাঁকে বাধা দিতে চাইলে সেই যাত্রী তাঁকেও মারধর করে শুইয়ে ফেলেন। পরে অপর এক যাত্রী সেই নগ্ন ব্যক্তিকে পাকড়াও করেন।
পুলিশ জানিয়েছে, গত সোমবার রাতে অস্ট্রেলিয়ার ভার্জিন অস্ট্রেলিয়ার ফ্লাইট ভিএ-৬৯৬ পার্থ থেকে মেলবোর্নের দিকে যাত্রা করেছিল। সাড়ে তিন ঘণ্টার যাত্রায় উড্ডয়নের কিছু সময় পরই সেই যাত্রী উড়োজাহাজটির দুই সারি সিটের মাঝখানে এসে কাপড়চোপড় খুলে ফেলেন এবং পাইলট কেবিনের দিকে যেতে থাকেন এবং এ সময় তিনি এক ফ্লাইট অ্যাটেনডেন্টকে মারধর করে শুইয়ে ফেলেন।
পরে এক যাত্রী সেই ব্যক্তিকে পাকড়াও করেন। কিন্তু তাতে অবশ্যই ফ্লাইটটি মেলবোর্নে যেতে পারেনি। নিরাপত্তার স্বার্থে ভার্জিন অস্ট্রেলিয়ার সেই ফ্লাইট পার্থে ফিরে আসে। সেখানেই তাঁকে পুলিশ গ্রেপ্তার করে এবং হাসপাতালে নেয় তাঁর মানসিক অবস্থা যাচাই করার জন্য। ঠিক কী কারণে ওই ব্যক্তি এমন আচরণ করেছেন, তা জানা যায়নি।
ভার্জিন অস্ট্রেলিয়া জানিয়েছে, ফ্লাইট ভিএ-৬৯৬ একজন ঝামেলা সৃষ্টিকারী যাত্রীর কারণে পার্থে ফিরে আসে। সেই যাত্রীকে পাকড়াও করার জন্য অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ বিমানবন্দরে মজুত ছিল। পুলিশ জানিয়েছে, তাঁরা সেই যাত্রীকে গ্রেপ্তার করেছে। তাঁর বিরুদ্ধে ফ্লাইটে নগ্ন হয়ে অন্য যাত্রীদের জন্য ঝামেলা সৃষ্টি করা এবং ফ্লাইট অ্যাটেনডেন্টকে মেরে শুইয়ে ফেলার অভিযোগ আনা হয়েছে।
অস্ট্রেলিয়ার ফেডারেল পুলিশ এক বিবৃতিতে বলেছে, ‘অফিসাররা একজনকে গ্রেপ্তার করেছে, যিনি কিনা সেই বিমানের মাঝখানে নগ্ন হয়ে দৌড়েছিলেন এবং একজন ক্রুকে মেরে মেঝেতে ফেলে দিয়েছিলেন। ওই ব্যক্তিকে মানসিক স্বাস্থ্য মূল্যায়নের জন্য হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিনি বর্তমানে হাসপাতালেই আছেন।’
সীমান্তবর্তী এলাকার কৃষকদের পাট বা ভুট্টা জাতীয় উঁচু ফসল চাষ না করার অনুরোধ জানিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ)। বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ড সীমান্তবর্তী জেলার জেলা প্রশাসকদের এ সংক্রান্ত চিঠি দিয়েছে। বিএসএফের
৭ ঘণ্টা আগে২০১১ সালে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ায় প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১ কোটি ৪০ লাখ মানুষ। বাস্তুচ্যুত এসব মানুষের অর্ধেকেরও বেশি বিভিন্ন দেশে শরণার্থী হিসেবে আশ্রয় নিয়েছেন। এমন হাজারো বাস্তুচ্যুত শরণার্থীদের মধ্যে একজন মাহা জানুদ। যিনি সিরিয়ার প্রথম নারী ফুটবল কোচ
৭ ঘণ্টা আগেসামনে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের সম্মেলনকে কেন্দ্র করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দেশটির এ অবস্থান তুলে ধরেন। ১৭ থেকে ২০ ফেব্রুয়ারি নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে ৫৫ তম বিজিবি–বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সম্মেলন।
৭ ঘণ্টা আগেপ্রথম ট্রান্সজেন্ডার অভিনেত্রী হিসেবে এবার অস্কারে মনোনয়ন পেয়েছেন কার্লা সোফিয়া গাসকন। এরপরই তাঁর পুরোনো ও বিতর্কিত কয়েকটি টুইট নিয়ে শোরগোল শুরু হয়েছে। ওই টুইটগুলোতে তিনি ধর্ম, ইসলাম, জর্জ ফ্লয়েড, কোভিড-১৯ ভ্যাকসিন এবং অস্কারের বৈচিত্র্য নীতি নিয়ে অবমাননাকর মন্তব্য করেছিলেন।
৮ ঘণ্টা আগে