Ajker Patrika

উড়োজাহাজ বিধ্বস্ত: নেপালে জাতীয় শোক 

অনলাইন ডেস্ক
উড়োজাহাজ বিধ্বস্ত: নেপালে জাতীয় শোক 

গত তিন দশকের মধ্যে সবচেয়ে মর্মান্তিক উড়োজাহাজ বিধ্বস্তে নিহতদের জন্য শোক পালন করছে নেপালিরা। সোমবার জাতীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী পুষ্প কমল দাহাল। এ ছাড়া বিধ্বস্তের কারণ অনুসন্ধানের জন্য একটি কমিটি গঠন করেছে সরকার। 

বিবিসির প্রতিবেদনে জানা যায়, উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৬৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। যাত্রী ও ক্রু মিলিয়ে যে ৭২ জন আরোহী উড়োজাহাজে ছিলেন, তাঁদের সবারই প্রাণ যাওয়ার শঙ্কা রয়েছে। নেপালের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পোখারার দুর্ঘটনাস্থল থেকে জীবিত অবস্থায় কাউকে উদ্ধার করা যায়নি। 

দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযানে অংশ নিয়েছে কয়েক শ নেপালি সৈন্য। অন্ধকারের কারণে রোববার রাতের দিকে উদ্ধার তৎপরতা স্থগিত রাখা হয়। সোমবার সকালে আবারও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে। 

রোববারের এই বিধ্বস্তের ঘটনাকে বলা হচ্ছে নেপালের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিপর্যয়রোববার সকালে নেপালের ইয়েতি এয়ারলাইনসের যাত্রীবাহী উড়োজাহাজ এটিআর-৭২ পোখারা বিমানবন্দরে নামার আগে পুরোনো বিমানবন্দর ও নতুন বিমানবন্দরের মাঝামাঝি সেতি নদীর তীরে বিধ্বস্ত হয়। তবে বিধ্বস্তের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। 

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়া ভিডিওতে দেখা যায়, বিমানবন্দরের কাছাকাছি আসার পর উড়োজাহাজটি ঘুরতে থাকে। এরপর এটি বিধ্বস্ত হয়ে মাটিতে আছড়ে পড়ে। 

নেপালে উড়োজাহাজ দুর্ঘটনা বিরল নয়। ২০০০ সাল থেকে এ পর্যন্ত দেশটিতে উড়োজাহাজ ও হেলিকপ্টার দুর্ঘটনায় ৩০০ জনের বেশি নিহত হয়েছেন। তবে সবশেষ রোববারের এই বিধ্বস্তের ঘটনাকে বলা হচ্ছে নেপালের ইতিহাসে অন্যতম ভয়াবহ বিপর্যয়। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত