অনলাইন ডেস্ক
ইন্দোনেশিয়ার লেওটোবি ল্যাকি-ল্যাকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছাইয়ের বিশাল মেঘ ছড়িয়ে পড়েছে ছয় মাইলের বেশি ওপরে। এর ফলে জনপ্রিয় পর্যটনদ্বীপ বালির শতাধিক ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।
আজ বুধবার সিএনএন জানিয়েছে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ৩৫ মিনিটে আগ্নেয়গিরিটি হঠাৎ সক্রিয় হয়ে ওঠে এবং ১১ কিলোমিটার উচ্চতার ছাই ছুড়ে দেয়। ছাইয়ের এই মেঘে ঢাকা পড়ে ফ্লোরেস দ্বীপের তলিবুরা গ্রাম এবং আশপাশের ১৫০ কিলোমিটার দূর পর্যন্ত এই মেঘ দেখা যায়। কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করে পর্যটকদের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দিয়েছে।
ডেনপাসার আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, আগ্নেয়গিরির কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বহু ফ্লাইট বাতিল হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জাকার্তা, লমবক, অস্ট্রেলিয়া, চীন, ভারত, মালয়েশিয়া, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুরগামী ফ্লাইট। ফ্রান্সিস্কাস জ্যাভেরিয়াস সেদা বিমানবন্দর বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিঙ্গাপুরের ছাংগি বিমানবন্দর জানিয়েছে, জেটস্টার, স্কুট ও এয়ার এশিয়া বালিগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে। পর্যটক আথিরাহ রোজলি বলেন, ‘প্রথমে ভয় পেয়েছিলাম, পরে বুঝলাম, নিরাপদে থাকাটাই আশীর্বাদ।’
এদিকে আগ্নেয়গিরিটি আজ বুধবার আবারও অগ্ন্যুৎপাত করেছে। এ সময় ১ কিলোমিটার উঁচু পর্যন্ত ছাই নির্গত হয়। কাছাকাছি দুটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগ্নেয়গিরির আশপাশে ৮ কিলোমিটার ব্যাসার্ধে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে আগ্নেয় লাভা নদীতে নেমে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
বালি ও কোমোডো দ্বীপে যাওয়া এক হাজারের বেশি পর্যটক এই অগ্ন্যুৎপাতের কারণে ভোগান্তিতে পড়েছেন। এর আগে গত মে, মার্চ ও নভেম্বরেও এই অগ্ন্যুৎপাত ঘটেছিল। সে সময় প্রাণহানি ও ফ্লাইট বাতিলের ঘটনাও ঘটে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়ায় প্রায় ১২০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। দেশটি প্রায়ই ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের মুখে পড়ে।
ইন্দোনেশিয়ার লেওটোবি ল্যাকি-ল্যাকি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতে আকাশে ছাইয়ের বিশাল মেঘ ছড়িয়ে পড়েছে ছয় মাইলের বেশি ওপরে। এর ফলে জনপ্রিয় পর্যটনদ্বীপ বালির শতাধিক ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে।
আজ বুধবার সিএনএন জানিয়েছে, গতকাল মঙ্গলবার বিকেল ৫টা ৩৫ মিনিটে আগ্নেয়গিরিটি হঠাৎ সক্রিয় হয়ে ওঠে এবং ১১ কিলোমিটার উচ্চতার ছাই ছুড়ে দেয়। ছাইয়ের এই মেঘে ঢাকা পড়ে ফ্লোরেস দ্বীপের তলিবুরা গ্রাম এবং আশপাশের ১৫০ কিলোমিটার দূর পর্যন্ত এই মেঘ দেখা যায়। কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করে পর্যটকদের নিরাপদ দূরত্বে থাকার নির্দেশ দিয়েছে।
ডেনপাসার আন্তর্জাতিক বিমানবন্দর জানিয়েছে, আগ্নেয়গিরির কারণে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বহু ফ্লাইট বাতিল হয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জাকার্তা, লমবক, অস্ট্রেলিয়া, চীন, ভারত, মালয়েশিয়া, নিউজিল্যান্ড ও সিঙ্গাপুরগামী ফ্লাইট। ফ্রান্সিস্কাস জ্যাভেরিয়াস সেদা বিমানবন্দর বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সিঙ্গাপুরের ছাংগি বিমানবন্দর জানিয়েছে, জেটস্টার, স্কুট ও এয়ার এশিয়া বালিগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করেছে। পর্যটক আথিরাহ রোজলি বলেন, ‘প্রথমে ভয় পেয়েছিলাম, পরে বুঝলাম, নিরাপদে থাকাটাই আশীর্বাদ।’
এদিকে আগ্নেয়গিরিটি আজ বুধবার আবারও অগ্ন্যুৎপাত করেছে। এ সময় ১ কিলোমিটার উঁচু পর্যন্ত ছাই নির্গত হয়। কাছাকাছি দুটি গ্রাম থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আগ্নেয়গিরির আশপাশে ৮ কিলোমিটার ব্যাসার্ধে ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে আগ্নেয় লাভা নদীতে নেমে যেতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
বালি ও কোমোডো দ্বীপে যাওয়া এক হাজারের বেশি পর্যটক এই অগ্ন্যুৎপাতের কারণে ভোগান্তিতে পড়েছেন। এর আগে গত মে, মার্চ ও নভেম্বরেও এই অগ্ন্যুৎপাত ঘটেছিল। সে সময় প্রাণহানি ও ফ্লাইট বাতিলের ঘটনাও ঘটে।
প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’ অঞ্চলে অবস্থিত ইন্দোনেশিয়ায় প্রায় ১২০টি সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। দেশটি প্রায়ই ভূমিকম্প ও অগ্ন্যুৎপাতের মুখে পড়ে।
পোলিও রোগকে বিশ্ব এক সময় প্রায় নির্মূল করেই ফেলেছিল। কিন্তু দক্ষিণ এশিয়ার দুটি দেশ—পাকিস্তান ও আফগানিস্তানে টিকা নিয়ে ভুল তথ্য, ব্যবস্থাপনার দুর্বলতা এবং কার্যক্রমে নানা ভুল পদক্ষেপ এই লড়াইকে পিছিয়ে দিয়েছে।
৭ ঘণ্টা আগেপাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির প্রেসিডেন্ট হচ্ছেন—খবরটি সত্য নাকি গুজব এ বিষয়ে কথা বলেছেন দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী। সম্প্রতি দা ইকোনমিস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই ধরনের আলোচনাকে ‘নিরর্থক’ ও ‘গুজব’ বলে মন্তব্য করেছেন।
৯ ঘণ্টা আগেপাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কারা বন্দিত্বের দুই বছর পূর্ণ হয়েছে গত ৫ আগস্ট। এই উপলক্ষে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) একদিকে যেমন দেশে প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলেও দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছে।
৯ ঘণ্টা আগেরাশিয়া থেকে তেল কেনা বন্ধ না করলে যুক্তরাষ্ট্রে ভারতীয় পণ্যের ওপর শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে নয়াদিল্লি স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা জাতীয় স্বার্থ ও অর্থনৈতিক নিরাপত্তা রক্ষায় রুশ তেল কেনা চালিয়ে যাবে।
৯ ঘণ্টা আগে