Ajker Patrika

ইরানে পাল্টা হামলা পাকিস্তানের, শিশুসহ নিহত ৭

অনলাইল ডেস্ক
আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ১৬: ২৫
ইরানে পাল্টা হামলা পাকিস্তানের, শিশুসহ নিহত ৭

গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালায় ইরান। এ হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে পাকিস্তান। ইরানের দক্ষিণপূর্ব সীমান্তে এ হামলায় নিহত হয়েছেন ৭ জন।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে ৪ শিশু ও ৩ নারী রয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলাকে ‘অত্যন্ত সমন্বিত এবং বিশেষ লক্ষ্যবস্তুতে নির্ভুল সামরিক হামলার একটি সিরিজ’ বলে আখ্যা দিয়েছে। 

গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে ইরানের হামলায় ২ শিশু নিহত ও ৩ নারী আহত হন। 

গত মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে হামলা চালায় ইরানইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গত মঙ্গলবার পাকিস্তানের সন্ত্রাসী গোষ্ঠী জইশ আল-দুল্ম বা জইশ আল-আদলের দুটি ঘাঁটিতে হামলা চালায় ইরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই হামলা চালানো হয়। 

এদিকে পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় গতকাল বুধবার ইরানের রাষ্ট্রদূতকে বহিষ্কার করে ইসলামাবাদ। তেহরান থেকেও নিজেদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করেছে দেশটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত