আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মাদ ওসমান বাবুরিকে বরখাস্ত করেছে তালেবান। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়টির ৭০ জন শিক্ষক পদত্যাগ করেছেন। ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান ইন্টারন্যাশনাল নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার কাবুল বিশ্ববিদ্যালয়ের উপচার্যের দায়িত্ব দেওয়া হয় বিএ ডিগ্রিধারী মোহাম্মাদ আশরাফ ঘাইরাতকে। এ নিয়ে আফগানিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ জানানো হয়েছে।
সমালোচকরা বলছেন, আশরাফ ঘাইরাত গত বছর আফগান সাংবাদিকদের হত্যার পক্ষে একটি টুইট বার্তা দিয়েছিলেন।
আফগানিস্তানের সংবাদ সংস্থা দ্য খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, অভিজ্ঞ পিএইচডি ডিগ্রিধারী মোহাম্মাদ ওসমান বাবুরির পরিবর্তা বিএ ডিগ্রিধারী মোহাম্মাদ আশরাফ ঘাইরাতকে কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে জনগণ।
তালেবানের কিছু সদস্যও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, আশরাফ ঘাইরাতের চেয়ে আরও যোগ্য ব্যক্তি ছিল যাদের কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া যেত।
আশরাফ গনির শাসনামলে আফগান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলে আশরাফ ঘাইরাত।
এর আগে সোমবার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা বুরহানউদ্দিন রাব্বানীর নামে থাকা একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে তালেবান। বিশ্ববিদ্যালয়টির নতুন নাম- কাবুল শিক্ষা বিশ্ববিদ্যালয়।
২০০৯ সালে নিজ বাড়িতে তালেবানের এক আত্মঘাতী হামলায় নিহত হন বুরহানউদ্দিন রাব্বানী। এর পরে তাঁর নামে ওই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়।
দ্য খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একটি সরকারী নির্দেশনায় বলা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়গুলো আফগানিস্তানের জাতীয় বুদ্ধিবৃত্তিক সম্পদ। সুতরাং, রাজনৈতিক বা জাতিগত নেতাদের নামে সেগুলোর নামকরণ করা উচিত নয়।
তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, গত দুই দশক ধরে আফগানিস্তানে ভাষাগত, আঞ্চলিক এবং জাতিগত বৈষম্য বিরাজ করছে । আর সেই বৈষম্যের ওপর ভিত্তি করেই জাতীয় স্থানগুলোর নামকরণ করা হয়েছে। সেই বৈষম্য দূর করার জন্যই জাতীয় স্থানগুলোর নাম বদলে ফেলা হবে।
আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মাদ ওসমান বাবুরিকে বরখাস্ত করেছে তালেবান। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়টির ৭০ জন শিক্ষক পদত্যাগ করেছেন। ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান ইন্টারন্যাশনাল নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার কাবুল বিশ্ববিদ্যালয়ের উপচার্যের দায়িত্ব দেওয়া হয় বিএ ডিগ্রিধারী মোহাম্মাদ আশরাফ ঘাইরাতকে। এ নিয়ে আফগানিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ জানানো হয়েছে।
সমালোচকরা বলছেন, আশরাফ ঘাইরাত গত বছর আফগান সাংবাদিকদের হত্যার পক্ষে একটি টুইট বার্তা দিয়েছিলেন।
আফগানিস্তানের সংবাদ সংস্থা দ্য খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, অভিজ্ঞ পিএইচডি ডিগ্রিধারী মোহাম্মাদ ওসমান বাবুরির পরিবর্তা বিএ ডিগ্রিধারী মোহাম্মাদ আশরাফ ঘাইরাতকে কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে জনগণ।
তালেবানের কিছু সদস্যও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, আশরাফ ঘাইরাতের চেয়ে আরও যোগ্য ব্যক্তি ছিল যাদের কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া যেত।
আশরাফ গনির শাসনামলে আফগান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলে আশরাফ ঘাইরাত।
এর আগে সোমবার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি এবং দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা বুরহানউদ্দিন রাব্বানীর নামে থাকা একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে তালেবান। বিশ্ববিদ্যালয়টির নতুন নাম- কাবুল শিক্ষা বিশ্ববিদ্যালয়।
২০০৯ সালে নিজ বাড়িতে তালেবানের এক আত্মঘাতী হামলায় নিহত হন বুরহানউদ্দিন রাব্বানী। এর পরে তাঁর নামে ওই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়।
দ্য খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একটি সরকারী নির্দেশনায় বলা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়গুলো আফগানিস্তানের জাতীয় বুদ্ধিবৃত্তিক সম্পদ। সুতরাং, রাজনৈতিক বা জাতিগত নেতাদের নামে সেগুলোর নামকরণ করা উচিত নয়।
তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, গত দুই দশক ধরে আফগানিস্তানে ভাষাগত, আঞ্চলিক এবং জাতিগত বৈষম্য বিরাজ করছে । আর সেই বৈষম্যের ওপর ভিত্তি করেই জাতীয় স্থানগুলোর নামকরণ করা হয়েছে। সেই বৈষম্য দূর করার জন্যই জাতীয় স্থানগুলোর নাম বদলে ফেলা হবে।
আনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
১ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
২ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
৪ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
৪ ঘণ্টা আগে