Ajker Patrika

কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করায় ৭০ শিক্ষকের পদত্যাগ

অনলাইন ডেস্ক
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮: ৪৮
কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পরিবর্তন করায় ৭০ শিক্ষকের পদত্যাগ

আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মাদ ওসমান বাবুরিকে বরখাস্ত করেছে তালেবান। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়টির ৭০ জন শিক্ষক পদত্যাগ করেছেন। ভারতীয় বার্তা সংস্থা এশিয়ান ইন্টারন্যাশনাল নিউজের প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার কাবুল বিশ্ববিদ্যালয়ের উপচার্যের দায়িত্ব দেওয়া হয় বিএ ডিগ্রিধারী মোহাম্মাদ আশরাফ ঘাইরাতকে। এ নিয়ে আফগানিস্তানের সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রতিবাদ জানানো হয়েছে।

সমালোচকরা বলছেন, আশরাফ ঘাইরাত গত বছর আফগান সাংবাদিকদের হত্যার পক্ষে একটি টুইট বার্তা দিয়েছিলেন।

আফগানিস্তানের সংবাদ সংস্থা দ্য খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, অভিজ্ঞ পিএইচডি ডিগ্রিধারী মোহাম্মাদ ওসমান বাবুরির পরিবর্তা বিএ ডিগ্রিধারী মোহাম্মাদ আশরাফ ঘাইরাতকে কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়ায় ক্ষুব্ধ হয়েছে  জনগণ।

তালেবানের কিছু সদস্যও এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের মতে, আশরাফ ঘাইরাতের চেয়ে আরও যোগ্য ব্যক্তি ছিল যাদের কাবুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব দেওয়া যেত।

আশরাফ গনির শাসনামলে আফগান শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা ছিলে আশরাফ ঘাইরাত।

এর আগে সোমবার আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানের সাবেক রাষ্ট্রপতি এবং  দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা বুরহানউদ্দিন রাব্বানীর নামে থাকা একটি সরকারি বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করেছে তালেবান। বিশ্ববিদ্যালয়টির নতুন নাম- কাবুল শিক্ষা বিশ্ববিদ্যালয়।

২০০৯ সালে নিজ বাড়িতে তালেবানের এক আত্মঘাতী হামলায় নিহত হন বুরহানউদ্দিন রাব্বানী। এর পরে তাঁর নামে ওই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়।

দ্য খামা প্রেসের প্রতিবেদনে বলা হয়, তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত একটি সরকারী নির্দেশনায় বলা হয়েছে যে, বিশ্ববিদ্যালয়গুলো আফগানিস্তানের জাতীয় বুদ্ধিবৃত্তিক সম্পদ। সুতরাং, রাজনৈতিক বা জাতিগত নেতাদের নামে সেগুলোর নামকরণ করা উচিত নয়।

তালেবানের উচ্চশিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনায় আরও বলা হয়েছে, গত দুই দশক ধরে আফগানিস্তানে ভাষাগত, আঞ্চলিক এবং জাতিগত বৈষম্য বিরাজ করছে । আর  সেই বৈষম্যের ওপর ভিত্তি করেই জাতীয় স্থানগুলোর নামকরণ করা হয়েছে। সেই বৈষম্য দূর করার জন্যই জাতীয় স্থানগুলোর নাম বদলে ফেলা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত