Ajker Patrika

খাদ্যসংকট মোকাবিলায় কালো রাজহাঁসের খামার করছে উত্তর কোরিয়া

আপডেট : ৩০ অক্টোবর ২০২১, ১৫: ২৩
খাদ্যসংকট মোকাবিলায় কালো রাজহাঁসের খামার করছে উত্তর কোরিয়া

খাদ্যসংকট মোকাবিলায় সুস্বাদু কালো রাজহাঁসের খামার করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা চলতি বছরে খাদ্য সংকটের কথা জানায়। পাশাপাশি তিনি এই সংকট মেটাতে দেশবাসীকে উদ্ভাবনী উপায় বের করার আহ্বান জানায়। এরপর বৃহৎ পর্যায়ে এই কালো রাজহাঁস পালন শুরু করল উত্তর কোরিয়া। 

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম টেলিগ্রাফের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় কমিউনিস্ট পার্টির নেতা উত্তর কোরিয়ার পূর্বাঞ্চলে সম্প্রতি দেশটির সবচেয়ে বড় কালো রাজহাঁসের খামার উদ্বোধন করেন। 

উত্তর কোরিয়ার কমিউনিস্ট পার্টি নিয়ন্ত্রিত সংবাদমাধ্যম রোদং সিনমুনের প্রতিবেদনে বলা হয়, রাজহাঁসের মাংস সুস্বাদু এবং ঔষধি গুণ থাকায় এর খামার করার দিকে ঝুঁকছে উত্তর কোরিয়া।

 এর আগে ২০২০ সালে এ সম্পর্কিত একটি প্রকল্পের বিষয়ে উত্তর কোরিয়ার কৃষি মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছিলেন, রাজহাঁসের মাংসে অন্যান্য অনেক মাংসের চেয়ে বেশি প্রোটিন আছে। 

কোয়াংফো হাঁসের খামারের কর্মীদের এখন কালো রাজহাঁস পালনের দায়িত্ব দেওয়া হয়েছে। ছবি: কেসিএনএ  

জাতিসংঘের পক্ষ থেকে বলা হচ্ছে, উত্তর কোরিয়ায় চলতি বছর ৮ লাখ ৬০ হাজার টন খাদ্য সংকট রয়েছে। করোনায় চীনের সঙ্গে দেশটির সীমান্ত বন্ধ থাকার কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ধারণা করা হচ্ছে, ২০২৫ সাল পর্যন্ত এই সীমান্ত বন্ধ থাকবে। 
 
 চলতি বছর এক সম্মেলনে খাদ্য সংকটের কারণে উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন দলীয় কর্মীদের ‘আর্ডাস মার্চ’-এর প্রস্তুতি নেওয়ার তাগিদ দেন। উত্তর কোরিয়ার কর্মকর্তারা এই টার্মটি ব্যবহার করে ১৯৯০-এর ভয়াবহ দুর্ভিক্ষের কথা মনে করিয়ে দিয়ে থাকেন। ভয়াবহ সেই দুর্ভিক্ষে প্রায় ৩০ লাখ মানুষের মৃত্যু হয় বলে ধারণা করা হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত