Ajker Patrika

গজনি দখলে তালেবানদের হামলা শুরু

গজনি দখলে তালেবানদের হামলা শুরু

ঢাকা: আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় শহর গজনি দখলে নিতে আফগান বাহিনীর ওপর হামলা শুরু করেছে তালেবান। গতকাল মঙ্গলবার এমনটি জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাজধানী কাবুলের সঙ্গে দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কান্দাহারের সংযোগ মহাসড়কে ভারী অস্ত্র-গোলাবারুদ নিয়ে তালেবানরা আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ঘোষণা অনুসারে, আগামী ১১ সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করবে যুক্তরাষ্ট্র। ইতিমধ্যে সেই প্রক্রিয়া শুরুও হয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য দেশের সেনারাও আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে। এর মধ্যেই এমন হামলা চালাল তালেবানরা। 

আফগান সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনা সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আফগান বাহিনী হারানো এলাকার নিয়ন্ত্রণ ফিরে পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। গজনিতে বহু বছর ধরেই তালেবানের শক্তিশালী উপস্থিতি রয়েছে। তবে প্রাদেশিক পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সশস্ত্র গোষ্ঠীর এবারের হামলাটি সবচেয়ে তীব্র। 

জানা গেছে, মঙ্গলবার আফগান-তালেবান সংঘর্ষ সবচেয়ে বেশি হয়েছে শেখ আজাল ও গঞ্জ এলাকার নিরাপত্তা চৌকিগুলোর কাছে। এতে ওই সব এলাকার ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে পালিয়ে যেতে বাধ্য হন। গজনির বেশির ভাগ রাস্তাঘাট বন্ধ করে দেওয়া  হয়েছে। পাশাপাশি টেলিকম সেবা বিঘ্নিত হওয়ায় সহায়তা সংগঠন ও সরকারি কর্মকর্তাদের জন্য হতাহতের সংখ্যা নির্ণয় কঠিন হয়ে পড়েছে। 

গজনির প্রাদেশিক কাউন্সিল সদস্য আব্দুল জামি বলেন, গজনির পরিস্থিতি পরিবর্তন হচ্ছে। গজনির উপকণ্ঠের বেশির ভাগ এলাকার নিয়ন্ত্রণ এখন আফগান বাহিনীর কাছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, গজনিসহ আফগানিস্তানের বিভিন্ন অংশে তালেবানের বিরুদ্ধে লড়াইয়ে আফগান যুবক সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন।

আফগান প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর মুখপাত্র আজমল ওমর শিনওয়ারি বলেছেন, তালেবানদের বিরুদ্ধে যুদ্ধ করতে মুখিয়ে আছে আফগান জনগণ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত