অনলাইন ডেস্ক
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া। জাতিসংঘের একটি প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল শনিবার এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
অস্ত্র কর্মসূচির জন্য কয়লা, লোহা, সিসা, টেক্সটাইল, সামুদ্রিক খাবার এবং অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে পিয়ংইয়ং আন্তর্জাতিকভাবে বড় নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরির জন্য তার সক্ষমতা বিকাশ অব্যাহত রেখেছে। যদিও দেশটি গত বছর কোনো পারমাণবিক পরীক্ষা বা আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেনি।
প্রতিবেদনটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের কাছে পাঠানো হয়েছে।
উত্তর কোরিয়ার অফিশিয়াল নাম ব্যবহার করে প্রতিবেদনে বলা হয়, ডিপিআরকের (উ.কোরিয়া) পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন অব্যাহত ছিল। ডিপিআরকে (উ.কোরিয়া) এ সংক্রান্ত উপাদান, প্রযুক্তি ও জ্ঞানের সন্ধান অব্যাহত রেখেছে। এ সংক্রান্ত সাইবার মাধ্যম ও বৈজ্ঞানিক গবেষণার বিষয়ে জানতে বিদেশের শরণাপন্ন হয়েছে ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ক্রিপ্টোকারেন্সি সম্পদের জন্য উত্তর কোরিয়া সাইবার আক্রমণের আশ্রয় নিয়েছে। এটি তাদের সরকারের রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস ।
জাতিসংঘের বিশেষজ্ঞরা জানান, গত বছর পরিশোধিত পেট্রোলিয়ামের অবৈধ আমদানির পরিমাণ বেড়েছে উত্তর কোরিয়ায়, কিন্তু আগের বছরের তুলনায় অনেক কম।
যদিও পশ্চিমা দেশগুলো পিয়ংইয়ংয়ের ওপর আরও চাপ প্রয়োগের জন্য ক্রমাগত বলে যাচ্ছে। এদিকে বেইজিং ও মস্কো মানবিক কারণে উত্তর কোরিয়ার ওপর থেকে এই নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানিয়েছে ।
আন্তর্জাতিক নিষেধাজ্ঞা সত্ত্বেও পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি এগিয়ে নিচ্ছে উত্তর কোরিয়া। জাতিসংঘের একটি প্রতিবেদনের বরাত দিয়ে গতকাল শনিবার এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
অস্ত্র কর্মসূচির জন্য কয়লা, লোহা, সিসা, টেক্সটাইল, সামুদ্রিক খাবার এবং অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে পিয়ংইয়ং আন্তর্জাতিকভাবে বড় নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্র তৈরির জন্য তার সক্ষমতা বিকাশ অব্যাহত রেখেছে। যদিও দেশটি গত বছর কোনো পারমাণবিক পরীক্ষা বা আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেনি।
প্রতিবেদনটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের কাছে পাঠানো হয়েছে।
উত্তর কোরিয়ার অফিশিয়াল নাম ব্যবহার করে প্রতিবেদনে বলা হয়, ডিপিআরকের (উ.কোরিয়া) পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরিকাঠামোর রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন অব্যাহত ছিল। ডিপিআরকে (উ.কোরিয়া) এ সংক্রান্ত উপাদান, প্রযুক্তি ও জ্ঞানের সন্ধান অব্যাহত রেখেছে। এ সংক্রান্ত সাইবার মাধ্যম ও বৈজ্ঞানিক গবেষণার বিষয়ে জানতে বিদেশের শরণাপন্ন হয়েছে ।
প্রতিবেদনে আরও বলা হয়েছে যে ক্রিপ্টোকারেন্সি সম্পদের জন্য উত্তর কোরিয়া সাইবার আক্রমণের আশ্রয় নিয়েছে। এটি তাদের সরকারের রাজস্বের একটি গুরুত্বপূর্ণ উৎস ।
জাতিসংঘের বিশেষজ্ঞরা জানান, গত বছর পরিশোধিত পেট্রোলিয়ামের অবৈধ আমদানির পরিমাণ বেড়েছে উত্তর কোরিয়ায়, কিন্তু আগের বছরের তুলনায় অনেক কম।
যদিও পশ্চিমা দেশগুলো পিয়ংইয়ংয়ের ওপর আরও চাপ প্রয়োগের জন্য ক্রমাগত বলে যাচ্ছে। এদিকে বেইজিং ও মস্কো মানবিক কারণে উত্তর কোরিয়ার ওপর থেকে এই নিষেধাজ্ঞা শিথিলের আহ্বান জানিয়েছে ।
ইউক্রেনের জন্য যুক্তরাষ্ট্রের সব ধরনের সামরিক সহায়তা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এটি শুধু ইউক্রেনের জন্যই নয়, দেশটির ইউরোপীয় মিত্রদের জন্যও বড় একটি ধাক্কা। ইউক্রেনকে সহায়তা চালিয়ে যাওয়ার জন্য ইউরোপের নেতারা মার্কিন প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়ে আসছিলেন।
২ মিনিট আগেধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে ওই ট্যাটু পারলারের মালিকের বিরুদ্ধে ইতিমধ্যে একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত মালিক ৩৩ বছর বয়সী রকি রঞ্জন বিসোই। পুলিশকে তিনি জানিয়েছেন, তাঁর পারলারের ২৫ বছর বয়সী শিল্পী অশ্বিনী কুমার ইতালীয় ওই নারীর অনুরোধে ট্যাটুটি এঁকেছেন।
১ ঘণ্টা আগেসুদানের গৃহযুদ্ধে নারী ও শিশুদের ওপর ভয়াবহ যৌন সহিংসতার তথ্য প্রকাশ করেছে ইউনিসেফ। এক বছর বয়সী শিশুদেরও ধর্ষণ করা হচ্ছে বলে প্রতিবেদনে উঠে এসেছে। আধাসামরিক বাহিনী আরএসএফ যৌন সহিংসতাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করছে বলে অভিযোগ উঠেছে।
২ ঘণ্টা আগেট্রাম্প যে ৩৫০ বিলিয়ন ডলারের হিসাব দিয়েছেন, তার উৎস নিশ্চিত করা যায়নি। কিয়েল ইনস্টিটিউটের হিসাব অনুযায়ী, এখন পর্যন্ত সমস্ত দাতা দেশ মিলিয়ে ইউক্রেনের জন্য বরাদ্দ করা মোট ২৮০ বিলিয়ন ডলারের চেয়েও অনেক বেশি। জেলেনস্কির মতে, এখন পর্যন্ত যুদ্ধের মোট খরচ ৩২০ বিলিয়ন ডলার, যার মধ্যে ইউক্রেন নিজেই ১২০ বিলিয়ন
৩ ঘণ্টা আগে