দক্ষিণ কোরিয়ার সঙ্গে আর একীভূত হতে চায় না উত্তর কোরিয়া। এমনটাই জানিয়েছেন উত্তরের প্রেসিডেন্ট কিম জং উন। পাশাপাশি তিনি অঙ্গীকার করেছেন, নতুন বছর অর্থাৎ ২০২৪ সালে কক্ষপথে আরও ৩টি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পাঠাবে তাঁর দেশ। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে কিম জং উন বলেছেন, আন্তকোরীয় সম্পর্ক এখন দুই শত্রুভাবাপন্ন দেশ ও যুদ্ধরত দুই বিদ্রোহীর মধ্যকার একটি সম্পর্ক হয়ে উঠেছে। তিনি আরও বলেন, ‘আমাদের জন্য বাস্তবতা স্বীকার করার ও দক্ষিণের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে স্পষ্ট করার সময় এসেছে।’
এ সময় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে বলেন, ‘ওয়াশিংটন ও সিউল যদি পিয়ংইয়ংয়ের সঙ্গে সামরিক সংঘর্ষের চেষ্টা করে তবে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের মতো গুরুতর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না (উত্তর কোরিয়া)।’
দুই কোরিয়ার পুনরেকত্রীকরণের বিষয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে, এটি একটি ভুল পথ। আমাদের আর এমন লোকজনের সঙ্গে লেনদেন করা উচিত নয়, যারা আমাদের তাদের প্রধান শত্রু হিসেবে ঘোষণা করেছে এবং যারা কেবল আমাদের সরকারের পতন ঘটিয়ে শোষণের মাধ্যমে পুনরেকত্রীকরণের সুযোগ খুঁজতে চায়।’
এদিকে, উত্তর কোরিয়া চলতি বছরে আরও তিনটি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে। এমনটাই জানা গেছে গত রোববার প্রকাশিত কেসিএনএ-এর প্রতিবেদন থেকে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০২৩ সালে প্রথম নজরদারি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ ও পরিচালনার অভিজ্ঞতার ভিত্তিতে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশকে জোরালোভাবে এগিয়ে নেওয়ার জন্য ২০২৪ সালে তিনটি অতিরিক্ত নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ ঘোষণা করা হয়েছে।’
এর আগে, গতকাল রোববার যুক্তরাষ্ট্রের নীতি যুদ্ধকে অনিবার্য করে তুলেছে বলে মন্তব্য করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। এরই ধারাবাহিকতায় নতুন বছরে তিনটি গুপ্তচর উপগ্রহ, সামরিক ড্রোন এবং পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়ার সঙ্গে আর একীভূত হতে চায় না উত্তর কোরিয়া। এমনটাই জানিয়েছেন উত্তরের প্রেসিডেন্ট কিম জং উন। পাশাপাশি তিনি অঙ্গীকার করেছেন, নতুন বছর অর্থাৎ ২০২৪ সালে কক্ষপথে আরও ৩টি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট পাঠাবে তাঁর দেশ। মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
উত্তর কোরিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কেসিএনএ জানিয়েছে কিম জং উন বলেছেন, আন্তকোরীয় সম্পর্ক এখন দুই শত্রুভাবাপন্ন দেশ ও যুদ্ধরত দুই বিদ্রোহীর মধ্যকার একটি সম্পর্ক হয়ে উঠেছে। তিনি আরও বলেন, ‘আমাদের জন্য বাস্তবতা স্বীকার করার ও দক্ষিণের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে স্পষ্ট করার সময় এসেছে।’
এ সময় উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি দিয়ে বলেন, ‘ওয়াশিংটন ও সিউল যদি পিয়ংইয়ংয়ের সঙ্গে সামরিক সংঘর্ষের চেষ্টা করে তবে প্রয়োজনে পরমাণু অস্ত্র ব্যবহারের মতো গুরুতর পদক্ষেপ নিতে দ্বিধা করবে না (উত্তর কোরিয়া)।’
দুই কোরিয়ার পুনরেকত্রীকরণের বিষয়ে তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি যে, এটি একটি ভুল পথ। আমাদের আর এমন লোকজনের সঙ্গে লেনদেন করা উচিত নয়, যারা আমাদের তাদের প্রধান শত্রু হিসেবে ঘোষণা করেছে এবং যারা কেবল আমাদের সরকারের পতন ঘটিয়ে শোষণের মাধ্যমে পুনরেকত্রীকরণের সুযোগ খুঁজতে চায়।’
এদিকে, উত্তর কোরিয়া চলতি বছরে আরও তিনটি সামরিক গোয়েন্দা স্যাটেলাইট উৎক্ষেপণ করতে পারে। এমনটাই জানা গেছে গত রোববার প্রকাশিত কেসিএনএ-এর প্রতিবেদন থেকে। প্রতিবেদনে বলা হয়েছে, ‘২০২৩ সালে প্রথম নজরদারি স্যাটেলাইট সফলভাবে উৎক্ষেপণ ও পরিচালনার অভিজ্ঞতার ভিত্তিতে মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির বিকাশকে জোরালোভাবে এগিয়ে নেওয়ার জন্য ২০২৪ সালে তিনটি অতিরিক্ত নজরদারি স্যাটেলাইট উৎক্ষেপণ ঘোষণা করা হয়েছে।’
এর আগে, গতকাল রোববার যুক্তরাষ্ট্রের নীতি যুদ্ধকে অনিবার্য করে তুলেছে বলে মন্তব্য করেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং-উন। এরই ধারাবাহিকতায় নতুন বছরে তিনটি গুপ্তচর উপগ্রহ, সামরিক ড্রোন এবং পারমাণবিক অস্ত্রের ভান্ডার বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে উত্তর কোরিয়া।
পাকিস্তানে বসবাসরত অবৈধ বা অনথিভুক্ত আফগান নাগরিকদের দেশত্যাগে সময়সীমা বেঁধে দেওয়ার পর বহু আফগান দেশে ফিরে যেতে বাধ্য হয়েছেন। জাতিসংঘের তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিলের সময়সীমা শেষ হওয়ার আগেই চলতি মাসে ১৯ হাজার ৫০০ জনের বেশি আফগানকে পাকিস্তান থেকে ফেরত পাঠানো হয়েছে।
৫ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইস্টার সানডে উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। রুশ টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে তিনি এ কথা জানান। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
৮ ঘণ্টা আগেপারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে গত এক দশক ধরে চলা উত্তেজনা নিরসনে এবার ইতালির রোমে বৈঠকে বসতে যাচ্ছে ওয়াশিংটন ও তেহেরান। শনিবার (১৯ এপ্রিল) এই বৈঠক অনুষ্ঠিত হবে। কূটনৈতিক পর্যায়ের এই বৈঠক ব্যর্থ হলে ইরানে হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
১১ ঘণ্টা আগেবাংলাদেশে চলমান নাগরিক অস্থিরতা, অপরাধ ও সন্ত্রাসবাদের ঝুঁকির কারণে ভ্রমণের পরিকল্পনা পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। যুক্তরাষ্ট্র নিজের দেশের নাগরিকদের বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে লেভেল-৩ বা ত্রিস্তরীয় সতর্কবার্তা জারি করেছে। কোনো দেশে ভ্রমণের বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র যখন
১১ ঘণ্টা আগে