অনলাইন ডেস্ক
সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হয়ে এবার শিরোনাম হলেন ব্রাজিলিয়ান তরুণী লিভিয়া ভইত। সম্প্রতি ২০২৪ সালের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এই তালিকায় আগের বছরের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ইতালীয় তরুণ ক্ল্যামেন্তে দেল ভ্যাসিওকে ছাড়িয়ে গেছেন ১৯ বছরের লিভিয়া।
এত অল্প বয়সে লিভিয়ার বিলিয়নিয়ার হওয়ার নেপথ্যে আসলে ব্রাজিলীয় কোম্পানি ডব্লিউইজির উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার। বৈদ্যুতিক মোটর তৈরিতে দক্ষিণ আমেরিকার শীর্ষস্থানীয় এই কোম্পানি প্রতিষ্ঠা করেন লিভিয়ার দাদা ওয়ার্নার রিকার্দো ভইত।
ফোর্বসের তথ্য অনুযায়ী, সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন লিভিয়া। তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে বর্তমানে ১ দশমিক ১ বিলিয়ন (১১০ কোটি) ডলার।
উত্তরাধিকার সূত্রে লিভিয়ার বড় বোন দোরা ভইতও কমবয়সী বিলিয়নিয়ারদের তালিকায় স্থান করে নিয়েছেন। ২৬ বছর বয়সী দোরা ২০২০ সালে স্থাপত্যবিদ্যার ওপর পড়াশোনা শেষ করেছেন।
সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারদের তালিকায় এবার লিভিয়া ভইতের পরই অবস্থান করছেন গত বছরের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ইতালীয় তরুণ ক্ল্যামেন্তে দেল ভ্যাসিও। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। তিনি লিওনার্দো দেল ভ্যাসিওর ছেলে। পৃথিবীর সবচেয়ে বৃহৎ চশমা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইজিলরলাক্সোটিকা (EssilorLuxottica) প্রতিষ্ঠা করেন।
সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হয়ে এবার শিরোনাম হলেন ব্রাজিলিয়ান তরুণী লিভিয়া ভইত। সম্প্রতি ২০২৪ সালের বিলিয়নিয়ারদের তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। এই তালিকায় আগের বছরের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ইতালীয় তরুণ ক্ল্যামেন্তে দেল ভ্যাসিওকে ছাড়িয়ে গেছেন ১৯ বছরের লিভিয়া।
এত অল্প বয়সে লিভিয়ার বিলিয়নিয়ার হওয়ার নেপথ্যে আসলে ব্রাজিলীয় কোম্পানি ডব্লিউইজির উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার। বৈদ্যুতিক মোটর তৈরিতে দক্ষিণ আমেরিকার শীর্ষস্থানীয় এই কোম্পানি প্রতিষ্ঠা করেন লিভিয়ার দাদা ওয়ার্নার রিকার্দো ভইত।
ফোর্বসের তথ্য অনুযায়ী, সবচেয়ে কম বয়সে বিলিয়নিয়ার হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ের পড়াশোনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন লিভিয়া। তাঁর মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে বর্তমানে ১ দশমিক ১ বিলিয়ন (১১০ কোটি) ডলার।
উত্তরাধিকার সূত্রে লিভিয়ার বড় বোন দোরা ভইতও কমবয়সী বিলিয়নিয়ারদের তালিকায় স্থান করে নিয়েছেন। ২৬ বছর বয়সী দোরা ২০২০ সালে স্থাপত্যবিদ্যার ওপর পড়াশোনা শেষ করেছেন।
সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারদের তালিকায় এবার লিভিয়া ভইতের পরই অবস্থান করছেন গত বছরের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ার ইতালীয় তরুণ ক্ল্যামেন্তে দেল ভ্যাসিও। বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ ৪ দশমিক ৮ বিলিয়ন ডলার। তিনি লিওনার্দো দেল ভ্যাসিওর ছেলে। পৃথিবীর সবচেয়ে বৃহৎ চশমা প্রস্তুতকারক প্রতিষ্ঠান ইজিলরলাক্সোটিকা (EssilorLuxottica) প্রতিষ্ঠা করেন।
যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা তথা দাপ্তরিক ভাষা হিসেবে ইংরেজিকে অনুমোদন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শনিবার ট্রাম্প এই বিষয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেন, যেখানে ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগেস্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো ঘোষণা করেছেন যে, তাঁর দেশ ইউক্রেনকে আর কোনো সামরিক বা আর্থিক সহায়তা প্রদান করবে না। গতকাল শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার এক খোলা চিঠিতে ফিকো স্পষ্ট করে জানিয়েছেন, তাঁর সরকার ইউক্রেনকে এমন কোনো সহায়তা দেবে না, যা দেশটিকে যুদ্ধ চালিয়ে যেতে সক্ষম করবে।
২ ঘণ্টা আগেমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত এক বৈঠকের পর যুক্তরাজ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সঙ্গে দেখা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ডাউনিং স্ট্রিটে এক বৈঠকে শেষে স্টারমার জানালেন, জেলেনস্কি ‘যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন’ পাচ্ছেন। প্রত্যুত্তরে জেলেনস্কি...
২ ঘণ্টা আগেআমাদের মসজিদ ধ্বংস হয়ে যেতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস ভাঙেনি। আমরা এখনো ধ্বংসস্তূপে, তাঁবুর নিচে তারাবির নামাজ পড়ব। আমরা আমাদের সব আশা নিয়ে দু’আ করব, কোরআন তিলাওয়াতে সান্ত্বনা খুঁজব, এই বিশ্বাস নিয়ে যে, আমাদের সব কষ্টের প্রতিদান আল্লাহ দেবেন।
২ ঘণ্টা আগে