শিশু ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত যৌন অপরাধীদের রাসায়নিকভাবে খোজা করে দেওয়ার শাস্তির পরিকল্পনা করছে পেরু সরকার। এ নিয়ে পেরুর কংগ্রেসে একটি বিল উথ্থাপর করা হবে বলে গতকাল বুধবার দেশটির মন্ত্রীসভার সদস্যরা জানিয়েছেন। পেরুতে তিন বছরের এক শিশু ধর্ষণের ঘটনার পর পেরু সরকার এই শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এ নিয়ে পেরুর বিচারমন্ত্রী ফেলিক্স চেরো বলেন, এই শাস্তি ধর্ষণকারীদের জন্য অতিরিক্ত শাস্তি হবে।
তিনি জানান, যারা শিশুদের ধর্ষণ করবে তারা কারাগারে থাকবে এবং তাদের সাজা শেষে রাসায়নিকভাবে খোজা করা হবে।
এদিকে চলতি মাসের শুরুতে তিন বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে তাঁকেও রাসায়নিকভাবে খোজা করা হতে পারে।
পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোও শিশু ধর্ষণের জন্য দোষী সাব্যস্তদের রাসায়নিকভাবে খোজা করে দেওয়ার শাস্তির বিলে সমর্থন জানিয়েছেন।
এই সপ্তাহের শুরুতে তিনি বলেন, ‘আমরা আশা করি কংগ্রেস বিলটিকে সমর্থন করবে।’
আইন হতে হলে পেরুর বিরোধী দল নিয়ন্ত্রিত কংগ্রেসে বিলটিকে পাস হতে হবে। এদিকে শিশু ধর্ষকদের রাসায়নিকভাবে খোজা করে দেওয়ার সমালোচনা করেছেন পেরুর স্বাস্থ্যমন্ত্রী জর্জ লোপেজ। এর বিরোধিতা করছে নারী অধিকার সংগঠনগুলোও।
এক টুইট বার্তায় নারী অধিকার সংগঠন ফ্লোর ট্রিস্টানের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের দরকার হলো বিচার প্রক্রিয়ার গতি বাড়ানো, দায়মুক্তির বিরুদ্ধে লড়াই করা ও প্রতিরোধ জোরদার করা।’
শিশু ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত যৌন অপরাধীদের রাসায়নিকভাবে খোজা করে দেওয়ার শাস্তির পরিকল্পনা করছে পেরু সরকার। এ নিয়ে পেরুর কংগ্রেসে একটি বিল উথ্থাপর করা হবে বলে গতকাল বুধবার দেশটির মন্ত্রীসভার সদস্যরা জানিয়েছেন। পেরুতে তিন বছরের এক শিশু ধর্ষণের ঘটনার পর পেরু সরকার এই শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এ নিয়ে পেরুর বিচারমন্ত্রী ফেলিক্স চেরো বলেন, এই শাস্তি ধর্ষণকারীদের জন্য অতিরিক্ত শাস্তি হবে।
তিনি জানান, যারা শিশুদের ধর্ষণ করবে তারা কারাগারে থাকবে এবং তাদের সাজা শেষে রাসায়নিকভাবে খোজা করা হবে।
এদিকে চলতি মাসের শুরুতে তিন বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে তাঁকেও রাসায়নিকভাবে খোজা করা হতে পারে।
পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোও শিশু ধর্ষণের জন্য দোষী সাব্যস্তদের রাসায়নিকভাবে খোজা করে দেওয়ার শাস্তির বিলে সমর্থন জানিয়েছেন।
এই সপ্তাহের শুরুতে তিনি বলেন, ‘আমরা আশা করি কংগ্রেস বিলটিকে সমর্থন করবে।’
আইন হতে হলে পেরুর বিরোধী দল নিয়ন্ত্রিত কংগ্রেসে বিলটিকে পাস হতে হবে। এদিকে শিশু ধর্ষকদের রাসায়নিকভাবে খোজা করে দেওয়ার সমালোচনা করেছেন পেরুর স্বাস্থ্যমন্ত্রী জর্জ লোপেজ। এর বিরোধিতা করছে নারী অধিকার সংগঠনগুলোও।
এক টুইট বার্তায় নারী অধিকার সংগঠন ফ্লোর ট্রিস্টানের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের দরকার হলো বিচার প্রক্রিয়ার গতি বাড়ানো, দায়মুক্তির বিরুদ্ধে লড়াই করা ও প্রতিরোধ জোরদার করা।’
ইসরায়েলি মন্ত্রী ও ধর্মীয় নেতারা প্রকাশ্যেই বলেন, গাজায় কোনো নিরপরাধ মানুষ নেই। প্রতিটি ফিলিস্তিনি শিশু জন্ম থেকেই সন্ত্রাসী। ফিলিস্তিনি নারীরা মানুষের জন্ম দেন না, জন্ম দেন সন্ত্রাসীর। এমন বক্তব্য শুধু রাষ্ট্রীয় বর্বরতার অনুমোদনই নয়, বরং গণহত্যাকে রাষ্ট্রীয় কৌশলে পরিণত করেছে।
১২ মিনিট আগেভারতের মুম্বাইয়ে সেন্ট্রাল লাইনের একটি লোকাল ট্রেনের ঘটনা এটি। গত শুক্রবার সন্ধ্যায় এই ট্রেনের ভিড়ে ঠাসাঠাসি নারী কামরায় আসন নিয়ে শুরু হয় সামান্য কথা-কাটাকাটি। কিন্তু তুচ্ছ এই ঝগড়াই শেষ পর্যন্ত রূপ নেয় তীব্র ভাষা বিতর্কে।
১৫ মিনিট আগেবৈদ্যুতিক যানবাহনের (ইভি) ব্যাটারি তৈরির জন্য অত্যাবশ্যকীয় বেশ কিছু প্রযুক্তিসহ লিথিয়াম প্রক্রিয়াজাতকরণ পদ্ধতির ওপর নতুন রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করেছে চীন। এর মাধ্যমে বৈদ্যুতিক গাড়ির বৈশ্বিক শিল্পে চীনের নেতৃত্ব আরও সুসংহত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
১ ঘণ্টা আগেসম্প্রতি ঋণ নিয়ে একটি অটোরিকশা কেনেন ভিপুল। জানা গেছে, ওই অটোর ইএমআই পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন তিনি। আত্মীয়দের সন্দেহ, তীব্র আর্থিক সংকটই তাঁকে পরিবারের সদস্যদের বিষ পান করিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছেন।
১ ঘণ্টা আগে