Ajker Patrika

শিশু ধর্ষকদের খোজা করে শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে পেরু

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১১: ১১
শিশু ধর্ষকদের খোজা করে শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে পেরু

শিশু ধর্ষণের জন্য দোষী সাব্যস্ত যৌন অপরাধীদের রাসায়নিকভাবে খোজা করে দেওয়ার শাস্তির পরিকল্পনা করছে পেরু সরকার। এ নিয়ে পেরুর কংগ্রেসে একটি বিল উথ্থাপর করা হবে বলে গতকাল বুধবার দেশটির মন্ত্রীসভার সদস্যরা জানিয়েছেন। পেরুতে তিন বছরের এক শিশু ধর্ষণের ঘটনার পর পেরু সরকার এই শাস্তি দেওয়ার পরিকল্পনা করছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

এ নিয়ে পেরুর বিচারমন্ত্রী ফেলিক্স চেরো বলেন, এই শাস্তি ধর্ষণকারীদের জন্য অতিরিক্ত শাস্তি হবে। 

তিনি জানান, যারা শিশুদের ধর্ষণ করবে তারা কারাগারে থাকবে এবং তাদের সাজা শেষে রাসায়নিকভাবে খোজা করা হবে। 

এদিকে চলতি মাসের শুরুতে তিন বছরের এক শিশু ধর্ষণের ঘটনায় ৪৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। বিলটি আইনে পরিণত হলে তাঁকেও রাসায়নিকভাবে খোজা করা হতে পারে। 

পেরুর প্রেসিডেন্ট পেদ্রো কাস্টিলোও শিশু ধর্ষণের জন্য দোষী সাব্যস্তদের রাসায়নিকভাবে খোজা করে দেওয়ার শাস্তির বিলে সমর্থন জানিয়েছেন। 

এই সপ্তাহের শুরুতে তিনি বলেন, ‘আমরা আশা করি কংগ্রেস বিলটিকে সমর্থন করবে।’ 

আইন হতে হলে পেরুর বিরোধী দল নিয়ন্ত্রিত কংগ্রেসে বিলটিকে পাস হতে হবে। এদিকে শিশু ধর্ষকদের রাসায়নিকভাবে খোজা করে দেওয়ার সমালোচনা করেছেন পেরুর স্বাস্থ্যমন্ত্রী জর্জ লোপেজ। এর বিরোধিতা করছে নারী অধিকার সংগঠনগুলোও। 

এক টুইট বার্তায় নারী অধিকার সংগঠন ফ্লোর ট্রিস্টানের পক্ষ থেকে বলা হয়, ‘আমাদের দরকার হলো বিচার প্রক্রিয়ার গতি বাড়ানো, দায়মুক্তির বিরুদ্ধে লড়াই করা ও প্রতিরোধ জোরদার করা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

বিদ্যালয়ে সময় দেন না শিক্ষক, ইউএনওর কাছে অভিযোগ করায় সহকর্মীকে মারধর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত