Ajker Patrika

নিউজিল্যান্ডে সুপারমার্কেটে ছুরি হামলা, হামলাকারী নিহত

আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪৩
নিউজিল্যান্ডে সুপারমার্কেটে ছুরি হামলা, হামলাকারী  নিহত

নিউজিল্যান্ডের অকল্যান্ডে একটি সুপারমার্কেটে ছুরি হামলায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন। আজ শুক্রবার এই হামলার ঘটনা ঘটে।  হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন এমনটি জানিয়েছে। 

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়েছেন, জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) আদর্শে অনুপ্রাণিত হয়ে এই হামলা চালানো হয়েছে। হামলাকারী শ্রীলঙ্কান নাগরিক। 
  
জাসিন্ডা আরডার্ন বলেন, আজকে যা ঘটেছে সেটি জঘন্য। এটি একটি ভুল কাজ। 

নিউজিল্যান্ড পুলিশের পক্ষ থেকে বলা হয়, অকল্যান্ডের নিউ লিন শহরতলির কাউন্টডাউন সুপারমার্কেট লোকজন যখন বিকেলে কেনাকাটা করছিল তখন হামলাটি চালানো হয়।  
 
পুলিশ আরও জানায়, পুলিশ হামলাকারীকে চিহ্নিত করেছে । সে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। 

দ্য সেন্ট জন অ্যাম্বুলেন্স সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, ছয়জনকে আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, একজন লোককে ছুরি হাতে হামলা করতে দেখেছেন। অনেকে আবার গুলির শব্দ শোনার কথাও জানিয়েছেন।  

এই হামলার বিষয়ে বিস্তারিত জানাতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন বলে জানা গেছে। 

করোনার সংক্রমণ ঠেকাতে অকল্যান্ডে লকডাউন চলছে। গত মেতেও নিউজিল্যান্ডের ডুনেডিনে একটি সুপারমার্কেট হামলা চালানো হয়েছিল। ওই হামলার চারজন আহত হন।  

২০১৯ সালের মার্চে নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলা চালায় একজন শ্বেতাঙ্গ আধিপত্যবাদী বন্দুকধারী। ওই হামলায় ৫১ মুসল্লি নিহত হন এবং আহত হন ৪০ জন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর মহড়া শুরু, চলবে ৩০ জুলাই পর্যন্ত

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত