অনলাইন ডেস্ক
আথোস সালোম নামে ব্রাজিলিয়ান এই রহস্য পুরুষকে বলা হয় আধুনিক নস্ত্রাদামুস। কারণ করোনা মহামারি এবং ব্রিটিশ রানি এলিজাবেথের মৃত্যুসহ বেশ কয়েকটি ঘটনায় তিনি নির্ভুল ভবিষ্যদ্বাণী করেছিলেন।
আথোস এবার ভবিষ্যদ্বাণী করলেন টাইটানিক দেখতে যাওয়া পর্যটকদের নিয়ে। তাঁর দাবি—পর্যটকদের নিয়ে যাওয়া ওশানগেটের ডুবোযানটিকে শিগগিরই খুঁজে পাওয়া যাবে। তবে পর্যটকদের বাঁচানোর জন্য এই খুঁজে পাওয়া কিছুটা দেরি হয়ে যেতে পারে।
এ বিষয়ে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ইলোন মাস্কের টুইটার কেনা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন ৩৬ বছর বয়সী আথোস। তার মতে, টাইটানে থাকা পর্যটকদের জীবন্ত উদ্ধার করা হলে—তা হবে সত্যিকারের এক ‘মিরাকল’।
আথোস দাবি করেন, ডুবোযানটির মজুত অক্সিজেনে ইতিমধ্যেই টান পড়েছে। এই মুহূর্তে সমুদ্র সত্যিকারের এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ওই পাঁচ পর্যটকের কাছে।
সম্প্রতি টাইটান ডুবোযানে চড়ে আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে রওনা হয়েছিলেন পর্যটকেরা। তবে রওনা করার ১ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যেই মূল জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পর্যটকদের বহন করা ওই ডুবোযানটির। এ অবস্থায় পর্যটকদের খুঁজে বের করতে ব্যাপক উদ্ধার অভিযান চলছে।
বিশেষজ্ঞরা বলছেন, ডুবোযানটিতে যে পরিমাণ অক্সিজেন মজুত ছিল তা নিয়ে বড়জোর ১০০ ঘণ্টা চলতে পারবেন পর্যটকেরা। এই সময় পার হয়ে গেলে নিশ্চিতভাবেই মৃত্যুর মুখোমুখি হবেন তাঁরা।
উদ্ধার অভিযান নিয়ে সরাসরি সম্প্রচার করা পশ্চিমা গণমাধ্যমগুলোর তথ্যমতে, ডুবোযানটি নিখোঁজ হওয়ার চতুর্থ দিনে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল ৫টার পর্যন্ত আর মাত্র ৮ থেকে ১০ ঘণ্টা সময় রয়েছে উদ্ধারকর্মীদের হাতে।
ডুবোযানটিতে ব্রিটিশ অভিযাত্রী হামিশ হার্ডিং, ফরাসি অভিযাত্রী পল হেনরি নারগেলেটসহ পাকিস্তানি বিলিয়নিয়ার ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তাঁর ১৯ বছর বয়সী ছেলে সুলেমান পর্যটক হিসেবে অবস্থান করছিলেন। আর ডুবোযানটিতে পাইলট হিসেবে ছিলেন ওশানগেট কোম্পানির প্রধান নির্বাহী স্টকশন রাশ।
আথোস সালোম নামে ব্রাজিলিয়ান এই রহস্য পুরুষকে বলা হয় আধুনিক নস্ত্রাদামুস। কারণ করোনা মহামারি এবং ব্রিটিশ রানি এলিজাবেথের মৃত্যুসহ বেশ কয়েকটি ঘটনায় তিনি নির্ভুল ভবিষ্যদ্বাণী করেছিলেন।
আথোস এবার ভবিষ্যদ্বাণী করলেন টাইটানিক দেখতে যাওয়া পর্যটকদের নিয়ে। তাঁর দাবি—পর্যটকদের নিয়ে যাওয়া ওশানগেটের ডুবোযানটিকে শিগগিরই খুঁজে পাওয়া যাবে। তবে পর্যটকদের বাঁচানোর জন্য এই খুঁজে পাওয়া কিছুটা দেরি হয়ে যেতে পারে।
এ বিষয়ে ব্রিটিশ গণমাধ্যম ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, ইলোন মাস্কের টুইটার কেনা নিয়েও ভবিষ্যদ্বাণী করেছিলেন ৩৬ বছর বয়সী আথোস। তার মতে, টাইটানে থাকা পর্যটকদের জীবন্ত উদ্ধার করা হলে—তা হবে সত্যিকারের এক ‘মিরাকল’।
আথোস দাবি করেন, ডুবোযানটির মজুত অক্সিজেনে ইতিমধ্যেই টান পড়েছে। এই মুহূর্তে সমুদ্র সত্যিকারের এক যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছে ওই পাঁচ পর্যটকের কাছে।
সম্প্রতি টাইটান ডুবোযানে চড়ে আটলান্টিক মহাসাগরের তলদেশে টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখতে রওনা হয়েছিলেন পর্যটকেরা। তবে রওনা করার ১ ঘণ্টা ৪৫ মিনিটের মধ্যেই মূল জাহাজের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় পর্যটকদের বহন করা ওই ডুবোযানটির। এ অবস্থায় পর্যটকদের খুঁজে বের করতে ব্যাপক উদ্ধার অভিযান চলছে।
বিশেষজ্ঞরা বলছেন, ডুবোযানটিতে যে পরিমাণ অক্সিজেন মজুত ছিল তা নিয়ে বড়জোর ১০০ ঘণ্টা চলতে পারবেন পর্যটকেরা। এই সময় পার হয়ে গেলে নিশ্চিতভাবেই মৃত্যুর মুখোমুখি হবেন তাঁরা।
উদ্ধার অভিযান নিয়ে সরাসরি সম্প্রচার করা পশ্চিমা গণমাধ্যমগুলোর তথ্যমতে, ডুবোযানটি নিখোঁজ হওয়ার চতুর্থ দিনে বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল ৫টার পর্যন্ত আর মাত্র ৮ থেকে ১০ ঘণ্টা সময় রয়েছে উদ্ধারকর্মীদের হাতে।
ডুবোযানটিতে ব্রিটিশ অভিযাত্রী হামিশ হার্ডিং, ফরাসি অভিযাত্রী পল হেনরি নারগেলেটসহ পাকিস্তানি বিলিয়নিয়ার ব্যবসায়ী শাহজাদা দাউদ এবং তাঁর ১৯ বছর বয়সী ছেলে সুলেমান পর্যটক হিসেবে অবস্থান করছিলেন। আর ডুবোযানটিতে পাইলট হিসেবে ছিলেন ওশানগেট কোম্পানির প্রধান নির্বাহী স্টকশন রাশ।
লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগার পশ্চিমে আল-আকিলা এলাকা থেকে অন্তত ২০ জনের গলিত লাশ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই বাংলাদেশের নাগরিক বলে লিবিয়ার রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের ধারণা। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের পরিচালক এএইচএম মাসুম বিল্লাহ আজ শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে
৪ ঘণ্টা আগেযুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তিন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। আজ শনিবার দক্ষিণ গাজার খান ইউনিসে দুজন এবং গাজা সিটিতে অন্য জিম্মিকে রেডক্রসের কাছে হস্তান্তর করে হামাস।
৭ ঘণ্টা আগেবিশ্বের শীর্ষ ধনকুবের ইলন মাস্ক কঠোর পরিশ্রমের জন্য বিখ্যাত। সেই একই নীতি তিনি তাঁর সরকারি দায়িত্বেও প্রয়োগ করছেন। তিনি তাঁর ঘনিষ্ঠ সহযোগীদের জানিয়েছেন, তিনি দায়িত্ব পাওয়ার পর বেশ কয়েক দিন ওয়াশিংটনে সরকারি কর্মদক্ষতা বিভাগেই (ডিওজিই) ঘুমিয়েছেন। আর এটি জানতে পেরে প্রেসিডেন্ট ট্রাম্প মাস্ককে হোয়াইট হা
৮ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের আমলাদের দেশটির সরকারি কর্মচারীদের ব্যক্তিগত তথ্যভান্ডারে প্রবেশাধিকার স্থগিত করা হয়েছে। ইলন মাস্কের নেতৃত্বে মার্কিন সরকারি মানবসম্পদ বিভাগ পরিচালনার দায়িত্বে থাকা তাঁর সহযোগীরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন বলে জানা গেছে...
১০ ঘণ্টা আগে