Ajker Patrika

করোনায় দৈনিক শনাক্তের শীর্ষে যুক্তরাষ্ট্র, মৃত্যুতে ইন্দোনেশিয়া

আপডেট : ২৯ জুলাই ২০২১, ১০: ৪০
করোনায় দৈনিক শনাক্তের শীর্ষে যুক্তরাষ্ট্র, মৃত্যুতে ইন্দোনেশিয়া

বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত ও মৃত্যু বেড়েছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১০ হাজার ১১০ জন; যা আগের দিনের তুলনায় ৬০৫ জন বেশি। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনা শনাক্ত হয়েছেন ৬ লাখ ৫৭ হাজার ৩৬৯ জন; যা আগের দিনের তুলনায় ৬২ হাজার ৭৯ জন বেশি। 

গত ২৪ ঘণ্টায় বিশ্বে সবচেয়ে বেশি করোনা শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৮৪ হাজার ৪৯৬ জন। আর মারা গেছেন ৪৮৩ জন। এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৫৪ লাখ ৮৭ হাজার ৪৯০ জনের। মোট মারা গেছেন ৬ লাখ ২৮ হাজার ৯৮ জন।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়ায়। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনায় প্রাণ গেছে ১ হাজার ৮২৪ জনের। দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন ৪৭ হাজার ৭৯১ জন। এ পর্যন্ত দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৩২ লাখ ৮৭ হাজার ৭২৭ জনের। আর মারা গেছেন ৮৮ হাজার ৬৫৯ জন। 

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ১৯ কোটি ৬৬ লাখ ৯২ হাজার ৪৯৭ জনের। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২ লাখ ৩ হাজার ৫৯৯ জন। করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৭ কোটি ৮১ লাখ ২ হাজার ৫৩৩ জন। 

উল্লেখ্য, ২০১৯ সালের শেষদিকে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক ছাত্রলীগ নেতা চবির হল শাখা শিবিরের সভাপতি

মাতৃত্বকালীন ভাতার তালিকায় অবিবাহিত মেয়ে, টাকা যায় মেম্বারের জামাতার মোবাইলে

বান্দরবানে এনসিপি নেতা সারজিসকে অবাঞ্ছিত ঘোষণা

ফৌজদারি কার্যবিধি সংশোধনের প্রথম উপকারভোগী হলেন সেই ফাইয়াজ

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচি ঘিরে সহিংসতায় নিহতদের ময়নাতদন্ত কেন হয়নি, ব্যাখ্যা দিল হাসপাতাল কর্তৃপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত