বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্ট (ধরন)। এরই মধ্যে ৯৮টি দেশে এ ধরন শনাক্ত হয়েছে। এ অবস্থায় গরিব দেশগুলোকে মাশুল গুনতে হচ্ছে বেশি।
গত শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গ্যাব্রিয়াসুস বলেন, গরিব দেশগুলোয় করোনা পরিস্থিতি এমনিতেই খারাপ ছিল। ডেলটা ভ্যারিয়েন্টের কারণে তা আরও শোচনীয় হচ্ছে। কারণ, এসব দেশে টিকার সংকট তীব্র। অথচ ধনী দেশগুলো শিশুদেরও টিকা দেওয়ার জন্য তোড়জোড় করছে।
গ্যাব্রিয়াসুস আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের অন্তত ১০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে। এ ছাড়া চলতি জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে না পারলে পরিস্থিতি ভিন্ন চিত্র ধারণ করতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই। গতকাল বেইজিংয়ের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে ৯ম বিশ্ব শান্তি ফোরামে তিনি এ আহ্বান জানান। ওয়াং ই বলেন, ভাইরাস মোকাবিলায় আমাদের শিগগির ‘প্রতিরোধের মহাপ্রাচীর’ গড়ে তুলতে হবে। এটাই এ মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ জন্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিশ্বনেতাদের মিলেমিশে কাজ করতে হবে।
চীন এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ৪৮ কোটি টিকা সরবরাহ করেছে। চলতি বছরের মধ্যে দেশটি ১০০ কোটি টিকা সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। অন্যদিকে এরই মধ্যে নিজেদের নাগরিকদের প্রায় ৬৫ শতাংশকে অন্তত এক ডোজ টিকা দিয়েছে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটি।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। চলতি বছরের মার্চে ডব্লিউএইচওর এক প্রতিবেদনে জানানো হয়, করোনা পশু থেকে মানুষে ছড়িয়েছে। কিন্তু মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভাইরাসটি উহানের ল্যাব থেকে ছড়িয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন এবং নতুন তদন্তের আহ্বান জানান। চীন এ ধরনের অভিযোগ বারবার উড়িয়ে দিয়েছে।
বিশ্বে দ্রুত ছড়িয়ে পড়ছে করোনাভাইরাসের ডেলটা ভ্যারিয়েন্ট (ধরন)। এরই মধ্যে ৯৮টি দেশে এ ধরন শনাক্ত হয়েছে। এ অবস্থায় গরিব দেশগুলোকে মাশুল গুনতে হচ্ছে বেশি।
গত শনিবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান তেদরস আধানম গ্যাব্রিয়াসুস বলেন, গরিব দেশগুলোয় করোনা পরিস্থিতি এমনিতেই খারাপ ছিল। ডেলটা ভ্যারিয়েন্টের কারণে তা আরও শোচনীয় হচ্ছে। কারণ, এসব দেশে টিকার সংকট তীব্র। অথচ ধনী দেশগুলো শিশুদেরও টিকা দেওয়ার জন্য তোড়জোড় করছে।
গ্যাব্রিয়াসুস আরও বলেন, সেপ্টেম্বরের মধ্যে বিশ্বের অন্তত ১০ শতাংশ মানুষকে টিকার আওতায় আনতে হবে। এ ছাড়া চলতি জুলাইয়ের মধ্যে ৭০ শতাংশ মানুষকে টিকা দিতে না পারলে পরিস্থিতি ভিন্ন চিত্র ধারণ করতে পারে বলেও সতর্ক করেন তিনি।
এদিকে করোনাভাইরাস মোকাবিলায় বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ই। গতকাল বেইজিংয়ের সিনহুয়া বিশ্ববিদ্যালয়ে ৯ম বিশ্ব শান্তি ফোরামে তিনি এ আহ্বান জানান। ওয়াং ই বলেন, ভাইরাস মোকাবিলায় আমাদের শিগগির ‘প্রতিরোধের মহাপ্রাচীর’ গড়ে তুলতে হবে। এটাই এ মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এ জন্য রাজনৈতিক ভেদাভেদ ভুলে বিশ্বনেতাদের মিলেমিশে কাজ করতে হবে।
চীন এরই মধ্যে বিশ্বের বিভিন্ন দেশে ৪৮ কোটি টিকা সরবরাহ করেছে। চলতি বছরের মধ্যে দেশটি ১০০ কোটি টিকা সরবরাহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। অন্যদিকে এরই মধ্যে নিজেদের নাগরিকদের প্রায় ৬৫ শতাংশকে অন্তত এক ডোজ টিকা দিয়েছে বিশ্বের দ্বিতীয় অর্থনীতির দেশটি।
২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। চলতি বছরের মার্চে ডব্লিউএইচওর এক প্রতিবেদনে জানানো হয়, করোনা পশু থেকে মানুষে ছড়িয়েছে। কিন্তু মে মাসে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভাইরাসটি উহানের ল্যাব থেকে ছড়িয়ে থাকতে পারে বলে মন্তব্য করেন এবং নতুন তদন্তের আহ্বান জানান। চীন এ ধরনের অভিযোগ বারবার উড়িয়ে দিয়েছে।
ইউক্রেন ও রাশিয়া পরস্পরের বিরুদ্ধে সাময়িক যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেছেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ‘কেবল প্রচারের উদ্দেশ্যে’ এই যুদ্ধবিরতি ঘোষণার করেছেন।
৯ ঘণ্টা আগেসৌদি আরবে পবিত্র নগরী মক্কায় প্রবেশের ক্ষেত্রে কঠোর নিয়ম জারি করেছে দেশটির সরকার। আগামী ২৩ এপ্রিল (২৫ শাওয়াল, ১৪৪৬ হিজরি) থেকে কার্যকর হতে যাওয়া নতুন নিয়ম অনুযায়ী, মক্কায় প্রবেশ করতে ইচ্ছুক ব্যক্তিকে অবশ্যই সরকারিভাবে ইস্যু করা প্রবেশপত্র সংগ্রহ করতে হবে...
১৩ ঘণ্টা আগেগতকাল শনিবার, চিফ অব জেনারেল স্টাফ ভ্যালারি গেরাসিমভের সঙ্গে বৈঠকের পর বিশেষ এই ‘ইস্টার ট্রুস’ ঘোষণা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ঘোষণা অনুযায়ী, স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টা থেকে রোববার দিবাগত রাত ১২টা পর্যন্ত যুদ্ধ বন্ধ রাখবে রাশিয়ার সেনাবাহিনী।
১৫ ঘণ্টা আগেঅস্ত্রসমর্পণ করছে না ইরান সমর্থিত লেবানিজ সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। গত শুক্রবার হিজবুল্লাহ নিয়ন্ত্রিত গণমাধ্যমে এ তথ্য জানিয়েছেন গোষ্ঠীটির প্রধান নাঈম কাশেম। ইসরায়েলের আগ্রাসী আচরণ বন্ধ না হওয়া পর্যন্ত হিজবুল্লাহ কোনো আলোচনায় বসবে না বলেও জানান তিনি।
১৬ ঘণ্টা আগে