অনলাইল ডেস্ক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দুই দিনের চীন সফরের শেষ মুহূর্তে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক অঘোষিত বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকের পর তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীন তাদের উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্থিতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছে।
আজ সোমবার রাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ে তিয়েনআনমেনের গ্রেট হল অব পিপলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আলোচনার জন্য দেখা করেছেন ব্লিঙ্কেন।
৩৫ মিনিট বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, ‘আমি জোর দিয়েছিলাম, উচ্চপর্যায়ে টেকসই যোগাযোগ হলো—দায়িত্বশীলতার সঙ্গে মতভেদগুলো পরিচালনা করার এবং প্রতিযোগিতা থেকে সংঘাত এড়ানোর সর্বোত্তম উপায়।’
এ সময় চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে ব্লিঙ্কেন বলেন, ‘আমি আমার চীনা প্রতিপক্ষের কাছ থেকেও একই কথা শুনেছি। আমরা উভয়ই আমাদের সম্পর্ক স্থিতিশীল করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত।’
তবে ব্লিঙ্কেন এও জানান, অনেক ইস্যুতেই চীনের সঙ্গে গভীর এবং তীব্রভাবে দ্বিমত পোষণ করে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প আমলে চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ, তাইওয়ানের ওপর চীনের কর্তৃত্বের দাবি এবং চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় একটি চীনা গুপ্তচর বেলুনের উপস্থিতির জের ধরে দুই দেশের সম্পর্ক নাজুক পর্যায়ে পৌঁছেছিল। তবে ব্লিঙ্কেন জানিয়েছেন, বৈঠকে দুই দেশের সম্পর্ককে ইতিবাচক দিকে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সি চিন পিং।
ব্লিঙ্কেন বলেন, ‘দুই পক্ষ অগ্রগতিও করেছে এবং কিছু নির্দিষ্ট বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।’
জানা গেছে, চীনা প্রেসিডেন্টর সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠকের বিষয়টি তাঁর সফরসূচিতে ছিল না। বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার এক ঘণ্টা আগে এ সম্পর্কে ঘোষণা দেওয়া হয়।
বলা হচ্ছে, এই বৈঠকটি অনুষ্ঠিত না হলে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি গলদ হিসেবেই বিবেচনা করা হতো।
ইতিপূর্বে সি চিন পিংও তাঁর দেশের জনগণকে এক বার্তায় জানিয়েছিলেন, তাঁর সরকার ওয়াশিংটনের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে।
এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং শীর্ষ মার্কিন কর্মকর্তারাও আওয়াজ তুলেছিলেন, তাঁরা চীনাদের প্রতিদ্বন্দ্বী ও প্রতিযোগী হিসেবে দেখেন, প্রতিপক্ষ হিসেবে নয়।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন দুই দিনের চীন সফরের শেষ মুহূর্তে দেশটির প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে এক অঘোষিত বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকের পর তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও চীন তাদের উত্তেজনাপূর্ণ সম্পর্ক স্থিতিশীল করার প্রতিশ্রুতি দিয়েছে।
আজ সোমবার রাতে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বেইজিংয়ে তিয়েনআনমেনের গ্রেট হল অব পিপলে চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে আলোচনার জন্য দেখা করেছেন ব্লিঙ্কেন।
৩৫ মিনিট বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন, ‘আমি জোর দিয়েছিলাম, উচ্চপর্যায়ে টেকসই যোগাযোগ হলো—দায়িত্বশীলতার সঙ্গে মতভেদগুলো পরিচালনা করার এবং প্রতিযোগিতা থেকে সংঘাত এড়ানোর সর্বোত্তম উপায়।’
এ সময় চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের প্রসঙ্গ টেনে ব্লিঙ্কেন বলেন, ‘আমি আমার চীনা প্রতিপক্ষের কাছ থেকেও একই কথা শুনেছি। আমরা উভয়ই আমাদের সম্পর্ক স্থিতিশীল করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত।’
তবে ব্লিঙ্কেন এও জানান, অনেক ইস্যুতেই চীনের সঙ্গে গভীর এবং তীব্রভাবে দ্বিমত পোষণ করে যুক্তরাষ্ট্র।
ট্রাম্প আমলে চীনের সঙ্গে বাণিজ্যযুদ্ধ, তাইওয়ানের ওপর চীনের কর্তৃত্বের দাবি এবং চলতি বছরের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের আকাশসীমায় একটি চীনা গুপ্তচর বেলুনের উপস্থিতির জের ধরে দুই দেশের সম্পর্ক নাজুক পর্যায়ে পৌঁছেছিল। তবে ব্লিঙ্কেন জানিয়েছেন, বৈঠকে দুই দেশের সম্পর্ককে ইতিবাচক দিকে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন সি চিন পিং।
ব্লিঙ্কেন বলেন, ‘দুই পক্ষ অগ্রগতিও করেছে এবং কিছু নির্দিষ্ট বিষয়ে সমঝোতায় পৌঁছেছে।’
জানা গেছে, চীনা প্রেসিডেন্টর সঙ্গে ব্লিঙ্কেনের বৈঠকের বিষয়টি তাঁর সফরসূচিতে ছিল না। বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার এক ঘণ্টা আগে এ সম্পর্কে ঘোষণা দেওয়া হয়।
বলা হচ্ছে, এই বৈঠকটি অনুষ্ঠিত না হলে দুই দেশের সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে একটি গলদ হিসেবেই বিবেচনা করা হতো।
ইতিপূর্বে সি চিন পিংও তাঁর দেশের জনগণকে এক বার্তায় জানিয়েছিলেন, তাঁর সরকার ওয়াশিংটনের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে।
এ ছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং শীর্ষ মার্কিন কর্মকর্তারাও আওয়াজ তুলেছিলেন, তাঁরা চীনাদের প্রতিদ্বন্দ্বী ও প্রতিযোগী হিসেবে দেখেন, প্রতিপক্ষ হিসেবে নয়।
ভারতের অনলাইন প্রতারকেরা এখন পুরো আর্থিক খাতকে নিশানা করছে। ব্যাংক থেকে বিমা, স্বাস্থ্যসেবা থেকে খুচরা বাণিজ্য—কোনো কিছুই বাদ যাচ্ছে না। কয়েক স্তরে প্রতারণার জটিল কাঠামো তৈরি করে নজরদারি এড়াচ্ছে তারা।
১০ মিনিট আগেরিলায়েন্স গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অনিল আম্বানিকে ১৭ হাজার কোটি রুপি ঋণ জালিয়াতি মামলার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতীয় সংবাদমাধ্যম দ্য স্টেটসম্যান জানিয়েছে, ৫ আগস্ট রাজধানী দিল্লিতে ইডির সদর দপ্তরে অনিল আম্বানিকে হাজির হতে বলা হয়েছে।
২৩ মিনিট আগেগত বছর ইংল্যান্ড ও ওয়েলসে ছেলেশিশুদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম ছিল মুহাম্মদ। আর মেয়েশিশুদের জন্য সবচেয়ে জনপ্রিয় নাম ছিল অলিভিয়া। অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিসটিকসের তালিকায় উঠে এসেছে এ তথ্য। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, প্রথমবারের মতো এই তালিকায় শীর্ষ এক শতে স্থান করে নিয়েছে এথেনা
১ ঘণ্টা আগেকেরানির চাকরি করতেন। কিন্তু তাঁর চারটি আলিশান বাড়ি ও সব মিলিয়ে ৩০ হাজার কোটি রুপির সম্পদের সন্ধান মিলেছে। ভারতের কর্ণাটক রাজ্যের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন লিমিটেডের ওই সাবেক কেরানির বাড়িতে অভিযান অবৈধ সম্পদ জব্দ করেছে লোকায়ুক্ত (দুর্নীতি দমন) কর্মকর্তারা। আজ শুক্রবার এই অভিযান চালানো হয়।
১ ঘণ্টা আগে