Ajker Patrika

প্রথম মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করল মেটা

প্রথম মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করল মেটা

প্রথমবারের মতো বাৎসরিক মানবাধিকার প্রতিবেদন প্রকাশ করেছে বিশ্বের অন্যতম বৃহৎ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাতৃপ্রতিষ্ঠান মেটা। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার মেটা এই প্রতিবেদন প্রকাশ করে বলে জানানো হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে।

চলতি বছর ভারত এবং মিয়ানমারের বিভিন্ন ইস্যুতে মেটার একচোখা নীতির কারণে দেশ দুটোতে দাঙ্গার ঘটনা ঘটেছে বলে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ মাথায় নিয়ে মেটার এই মানবাধিকার প্রতিবেদন বেশ গুরুত্ব বহন করছে বিশ্লেষকদের কাছে। 

এই প্রতিবেদন প্রকাশের জন্য মেটা আইনি সেবাদাতা প্রতিষ্ঠান ফোলি হোগানকে নিয়োগ দিয়েছিল। প্রতিষ্ঠানটি ২০২০ এবং ২০২১ সালে ঘটনার ভিত্তিতে এই প্রতিবেদন প্রকাশ করেছে বলে জানানো হয়েছে মেটার পক্ষ থেকে। 

এদিকে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং হিউম্যান রাইটস ওয়াচ দাবি করেছে, ভারতের বিষয়ে মেটার মূল্যায়ন কি তার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করুক। 

এই প্রতিবেদনের সার সংক্ষেপ হিসেবে মেটা জানিয়েছে, তাঁরা যে সংস্থাকে নিয়োগ দিয়েছিল তাদের মূল্যায়ন করতে বলা হয়েছিল যে, তৃতীয় পক্ষের কারণে মেটা প্ল্যাটফর্মে মানবাধিকার কতটা ঝুঁকির মুখে পড়েছিল। এ ছাড়া, ঘৃণা, বৈষম্য এবং সহিংসতাকে কতটা উসকে দিয়েছে সেই বিষয়টিও দেখতে বলা হয়েছিল। তবে এই মূল্যায়নে মেটার প্রতি কনটেন্ট মডারেশনের ক্ষেত্রে পক্ষপাতিত্বের যে অভিযোগ আনা হয়েছিল সেই বিষয়ে কোনো মূল্যায়ন করা হয়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত