Ajker Patrika

ব্রাজিলে গুহা ধস, ১৫ দমকল কর্মী নিখোঁজ 

ব্রাজিলে গুহা ধস, ১৫ দমকল কর্মী নিখোঁজ 

ব্রাজিলে সাও পাওলো রাজ্যে একটি গুহা ধসের ঘটনায় ১৫ দমকল কর্মী নিখোঁজ রয়েছে। ওই দমকল কর্মীরা সেখানে প্রশিক্ষণের জন্য গিয়েছিল। স্থানীয় সময় রোববার ভোরে এই দুর্ঘটনা ঘটে। 

সাও পাওলো দমকল বাহিনীর পক্ষ থেকে একটি টুইট বার্তায় বলা হয়, আলটিনোপোলিস শহরের একটি গুহায় ২৬ জন দমকল কর্মীদের একটি প্রশিক্ষণ অনুশীলনের সময় দুর্ঘটনাটি ঘটে। 

 দুর্ঘটনার পর ১১ জনকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আটজন নিরাপদে আছেন। বাকি তিনজনের হার ভেঙে গেছে এবং তাঁরা হাইপোথার্মিয়ায় ভুগছেন। 

পুলিশ এবং উদ্ধারকারী দল নিখোঁজদের উদ্ধারের জন্য অভিযান চালাচ্ছে। 

আলটিনোপোলিস শহর ব্রাজিলের একটি পর্যটন নগরী। এটি গুহার জন্য বিখ্যাত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত