Ajker Patrika

দেশে ফেরামাত্র বিরোধীদলীয় নেতাকে তুলে নিয়ে বাড়িতে রেখে এল উগান্ডার পুলিশ

আপডেট : ০৬ অক্টোবর ২০২৩, ০০: ৩০
দেশে ফেরামাত্র বিরোধীদলীয় নেতাকে তুলে নিয়ে বাড়িতে রেখে এল উগান্ডার পুলিশ

বিদেশ সফর শেষে দেশে ফিরেছিলেন উগান্ডার প্রধান বিরোধীদলীয় নেতা ববি ওয়াইন। কিন্তু বিমানবন্দরে পা রাখা মাত্রই তাঁকে জোর করে একটি গাড়িতে নিয়ে তোলে দেশটির পুলিশ। পরে ওই গাড়ি সোজা ওয়াইনের বাড়ির সামনে গিয়ে থামে। এ অবস্থায় নিজেকে গৃহবন্দী বলে দাবি করেছেন ওয়াইন। 

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, উগান্ডার একনায়ক শাসক ইয়োয়েরি মুসেভেনির সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ওয়াইন। আজ বৃহস্পতিবার বৈদেশিক সফর শেষ করে দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দরের বাইরে লাখ লাখ সমর্থক জড়ো করার ঘোষণা দিয়েছিল তাঁর দল। 

এদিকে ওয়াইনের আগমনকে সামনে রেখে আগের দিন (বুধবার) পুলিশ ঘোষণা দেয়—বিরোধী নেতাকে স্বাগত জানাতে আসা যাকেই পাওয়া যাবে তাকেই গ্রেপ্তার করা হবে। 

বিমানবন্দরের বাইরে ওয়াইনের বেশ কিছু সমর্থক জড়ো হলেও শেষ পর্যন্ত তাদের কাউকে গ্রেপ্তার না করে ওয়াইনের ওপরই চড়াও হয় পুলিশ। তাঁকে জোর করে একটি গাড়িতে নিয়ে তোলা হয়। 

পুলিশের মুখপাত্র প্যাট্রিক ওনিয়াঙ্গো জানান, নিরাপত্তা সংস্থাগুলো ওয়াইনকে নিয়ে অ্যান্টেবে থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে রাজধানী কাম্পালার কাছাকাছি কাসাঙ্গাটি শহরে নিয়ে যাওয়া হয়। এই শহরেই ওয়াইনের বাড়ি। 

ওয়াইন একজন পপ তারকা। ২০২১ সালের নির্বাচনে তিনি মুসেভেনির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় হন। তবে ওয়াইন অভিযোগ করেন, তাঁকে জালিয়াতি করে নির্বাচনে হারানো হয়েছে। 

১৯৮৬ সাল থেকে পূর্ব আফ্রিকার দেশ উগান্ডার ক্ষমতায় আছেন ৭৯ বছর বয়সী মুসেভেনি। রাজনৈতিক বিরোধীদের ওপর দমন–পীড়ন ছাড়াও মানবাধিকার লঙ্ঘনের মতো নানা অভিযোগ রয়েছে তাঁর সরকারের বিরুদ্ধে। মুসেভেনি অবশ্য এসব অভিযোগ বরাবরই অস্বীকার করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত