Ajker Patrika

মেক্সিকোর রিসোর্টে বন্দুকধারীদের হামলায় শিশুসহ ৭ জন নিহত

অনলাইন ডেস্ক
Thumbnail image

মেক্সিকোর একটি রিসোর্টে বন্দুকধারীদের গুলিতে এক শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতোতে এ ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

গুয়ানাজুয়াতোর কর্টাজা পৌরসভা এক বিবৃতিতে জানিয়েছে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছার পর তিনজন নারী, তিনজন পুরুষ ও একজন সাত বছর বয়সী শিশুকে মৃত অবস্থায় পেয়েছে। এ ছাড়া গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়েছে, বন্দুকধারীরা শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ‘লা পালমা সুইমিং রিসোর্টে’ হামলা চালায়। আক্রমণকারীরা প্রথমে রিসোর্টের ভেতরের নিরাপত্তা ক্যামেরা ভেঙে ফেলে এবং পরে এলোপাতাড়ি গুলি করতে শুরু করে। 

স্থানীয় সংবাদমাধ্যম ডিবেট নোটিশাস একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে বন্দুকধারীদের হাত থেকে বাঁচতে অনেক আতঙ্কিত মানুষকে ছোটাছুটি করতে দেখা গেছে। এ ছাড়া মেক্সিকোর অন্যতম প্রধান টেলিভিশন নেটওয়ার্ক টিভি অ্যাজটেকারের এক ভিডিওতে দেখা গেছে, অনেক আতঙ্কগ্রস্ত মানুষ ও শিশু সাঁতারের পোশাক পরিহিত অবস্থায় রয়েছে। তারা সম্ভবত রিসোর্টের সুইমিং পুলে ছিলেন। 

এএফপি জানিয়েছে, রিসোর্টটি একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশে। হামলার খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সেখানে দ্রুত ছুটে যায়। 

গুয়ানাজুয়াতো রাজ্যে মাদক চোরাচালানকারী দুটি গ্রুপ রয়েছে। আধিপত্য বিস্তার নিয়ে গ্রুপ দুটির মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়। এই হামলার সঙ্গে তাদের সম্পৃক্ততা রয়েছে কিনা, তা এখনো জানা যায়নি। 

 ২০০৬ সালে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চালাতে সেনাবাহিনী মোতায়েন করেছিল মেক্সিকো সরকার। সেই সময় থেকে এখন পর্যন্ত প্রায় ৩ লাখ ৫০ হাজার হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত