Ajker Patrika

ব্রাজিলে গর্ভধারণ এড়িয়ে যাওয়ার পরামর্শ

আপডেট : ১৮ এপ্রিল ২০২১, ১২: ৪৬
ব্রাজিলে গর্ভধারণ এড়িয়ে যাওয়ার পরামর্শ

ঢাকা: ব্রাজিলে করোনার নতুন ধরনের সংক্রমণ বেড়ে যাওয়ায় নারীদের গর্ভধারণ স্থগিত রাখতে আহ্বান জানিয়েছে  ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়।   গতকাল শুক্রবার ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়।

এ নিয়ে একটি সংবাদ সম্মেলনে ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক স্বাস্থ্য বিভাগের সচিব রাফেল কামারা   বলেন, যদি সম্ভব হয় নারীদের গর্ভধারণ স্থগিত করা উচিত। যাদের বয়স ৪২ কিংবা ৪৩ তাদেরকে আমরা এমনটি বলতে পারি না তবে যারা তরুণী তাঁদের জন্য  কিছুদিন অপেক্ষা করাই উত্তম।

ব্রাজিল সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, করোনার নতুন ধরন গর্ভবতী নারীদেরকে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে ফেলে।

সংবাদ সম্মেলনে কামারা জানিয়েছেন, ব্রাজিল সরকার করোনার নতুন ধরন  অন্তঃসত্তা নারীদের ওপর প্রভাব নিয়ে গবেষণা করছে। 

 সংক্রমণের দিক দিয়ে বিশ্ব তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে করোনায় সংক্রমিত শনাক্ত মানুষের সংখ্যা ১ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার ৩৪২ জন । তবে করোনায় মৃত্যুর দিক দিয়ে বিশ্ব তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ।

সূত্র: সিএনএন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত