Ajker Patrika

পেরুতে বাস খাদে পড়ে নিহত ২০, আহত ৩০

অনলাইন ডেস্ক
আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ০৯: ০৪
পেরুতে বাস খাদে পড়ে নিহত ২০, আহত ৩০

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে একটি বাস খাদে পড়ে কমপক্ষে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। দেশটির দক্ষিণাঞ্চলে স্থানীয় সময় বুধবার এই দুর্ঘটনা ঘটে। কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।

স্থানীয় সরকার জানিয়েছে, নিহতদের মধ্যে চার বছর বয়সী একটি মেয়ে শিশুও রয়েছে। গত বুধবার বিকেলে পেরুর উত্তরাঞ্চলে যাত্রীবোঝাই বাসটি রাস্তা থেকে ১০০ মিটার (৩২৮ ফুট) গভীর খাদে পড়ে যায়। প্রত্যন্ত ও দুর্গম এলাকা হওয়ায় দুর্ঘটনাকবলিত বাসটির অবস্থান জানতে এবং সেখানে পৌঁছাতে উদ্ধারকর্মীদের বেশ কয়েক ঘণ্টা লেগে যায়।

এএফপির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাকবলিত ওই বাসটি তায়াবামবা থেকে ত্রুজিল্লো নামক স্থানে যাচ্ছিল। খারাপ রাস্তার কারণে ৩৪০ কিলোমিটার দীর্ঘ এই পথ পাড়ি দিতে সাধারণত ১৪ ঘণ্টা সময় লাগে।

এ ছাড়া উচ্চগতি এবং খারাপ সড়ক ব্যবস্থাপনার কারণে পেরুতে সড়ক দুর্ঘটনা খুবই সাধারণ ব্যাপার। এর আগে গত নভেম্বরে পৃথক একটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছিলেন। 

খারাপ রাস্তা, গাড়ির উচ্চ গতি, সংকেতের অভাব, আইন না মানার কারণে পেরুতে সড়ক দুর্ঘটনা প্রায়ই ঘটে। গত নভেম্বরে পেরুতে একটি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

উড়তে থাকা ভারতকে থামাতে ফিল্ডিং নিল নিউজিল্যান্ড

ভারত-নিউজিল্যান্ডের চিন্তা বাদ দিয়ে আপাতত ঘুমাতে চান তিনি

ফরিদপুরে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পরদিনই ১১ জনের পদত্যাগ

ডিজিএফআইয়ের সাবেক প্রধান সাইফুল আলমের বাসা থেকে আড়াই কোটি টাকা উদ্ধার

ইতিহাস নির্মাতারা রাজনীতির ঊর্ধ্বে: ঢাবি উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত