আজকের পত্রিকা ডেস্ক
ইউক্রেন অধিকৃত পূর্বাঞ্চলীয় শহর লুহানস্কে গত বুধবার গাড়িবোমা হামলায় রুশ-সমর্থিত এক কর্মকর্তা নিহত হয়েছেন। এর দায় স্বীকার করেছে ইউক্রনের কর্তৃপক্ষ।
ওই কর্মকর্তার নাম মিখাইল ফিলিপোনেঙ্কো। তিনি ক্রেমলিন পরিচালিত আইনসভার একজন আইনপ্রণেতা এবং তথাকথিত লুহানস্ক পিপলস রিপাবলিকের (এলপিআর) সেনাবাহিনীর সাবেক প্রধান ছিলেন। এ ছাড়া তিনি ২০১৪ সাল থেকে এই অঞ্চলের রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে সক্রিয় ছিলেন।
ইউক্রেনীয় এবং রুশ উভয় কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভোরে একটি গাড়িবোমা হামলায় ফিলিপোনেঙ্কো নিহত হন। ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ তাৎক্ষণিকভাবে এর দায় স্বীকার করেছে এবং সতর্ক করেছে, অন্যরা যাঁরা ‘সন্ত্রাসী রাশিয়ার’ সেবা করছেন, তাঁরা একই রকম ‘প্রতিশোধের’ মুখোমুখি হবেন।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, তারা বিস্ফোরণের অপরাধ তদন্ত শুরু করেছে।
টেলিগ্রামে বলা হয়েছে, গত বুধবার সকালে একটি অজ্ঞাত বিস্ফোরক যন্ত্র গাড়ির নিচে বিস্ফোরিত হলে মিখাইল ফিলিপোনেঙ্কো নিহত হন। এ জন্য একটি ফৌজদারি মামলা করা হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের ভাষ্য হলো, ফিলিপোনেঙ্কো ব্যক্তিগতভাবে জনগণকে নির্মমভাবে নির্যাতন করেছেন। তিনি লুহানস্ক অঞ্চলের অধিকৃত অঞ্চলে নির্যাতন চেম্বারগুলো পরিচালনায় জড়িত ছিলেন, যেখানে যুদ্ধবন্দীরা থাকতেন।
খেরসন এখনো জ্বলছে
এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, খেরসন এখনো জ্বলছে। চলছে রাশিয়ার অব্যাহত হামলা। খেরসনের আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র নাদিয়া কুখতার মতে, এক বছরের ব্যবধানে, এই শহর ও এর শহরতলিতে আনুমানিক সাড়ে ৯ হাজার রুশ হামলায় অন্তত ২০০ বেসামরিক লোক নিহত হয়েছে।
ডক্টরস উইদাউট বর্ডারস গ্রুপ গত মাসে জানায়, বিস্তৃত অঞ্চলটিতে ৮০ শতাংশ স্বাস্থ্যসেবা-সুবিধা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
খেরসনে যুদ্ধ-পূর্ব জনসংখ্যা ছিল প্রায় ৩ লাখ। এখন এ সংখ্যা ৬০ হাজারে নেমে এসেছে বলে কর্তৃপক্ষের ধারণা।
ইউক্রেন অধিকৃত পূর্বাঞ্চলীয় শহর লুহানস্কে গত বুধবার গাড়িবোমা হামলায় রুশ-সমর্থিত এক কর্মকর্তা নিহত হয়েছেন। এর দায় স্বীকার করেছে ইউক্রনের কর্তৃপক্ষ।
ওই কর্মকর্তার নাম মিখাইল ফিলিপোনেঙ্কো। তিনি ক্রেমলিন পরিচালিত আইনসভার একজন আইনপ্রণেতা এবং তথাকথিত লুহানস্ক পিপলস রিপাবলিকের (এলপিআর) সেনাবাহিনীর সাবেক প্রধান ছিলেন। এ ছাড়া তিনি ২০১৪ সাল থেকে এই অঞ্চলের রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে সক্রিয় ছিলেন।
ইউক্রেনীয় এবং রুশ উভয় কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার ভোরে একটি গাড়িবোমা হামলায় ফিলিপোনেঙ্কো নিহত হন। ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগ তাৎক্ষণিকভাবে এর দায় স্বীকার করেছে এবং সতর্ক করেছে, অন্যরা যাঁরা ‘সন্ত্রাসী রাশিয়ার’ সেবা করছেন, তাঁরা একই রকম ‘প্রতিশোধের’ মুখোমুখি হবেন।
রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, তারা বিস্ফোরণের অপরাধ তদন্ত শুরু করেছে।
টেলিগ্রামে বলা হয়েছে, গত বুধবার সকালে একটি অজ্ঞাত বিস্ফোরক যন্ত্র গাড়ির নিচে বিস্ফোরিত হলে মিখাইল ফিলিপোনেঙ্কো নিহত হন। এ জন্য একটি ফৌজদারি মামলা করা হয়েছে।
ইউক্রেনের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের ভাষ্য হলো, ফিলিপোনেঙ্কো ব্যক্তিগতভাবে জনগণকে নির্মমভাবে নির্যাতন করেছেন। তিনি লুহানস্ক অঞ্চলের অধিকৃত অঞ্চলে নির্যাতন চেম্বারগুলো পরিচালনায় জড়িত ছিলেন, যেখানে যুদ্ধবন্দীরা থাকতেন।
খেরসন এখনো জ্বলছে
এদিকে রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, খেরসন এখনো জ্বলছে। চলছে রাশিয়ার অব্যাহত হামলা। খেরসনের আঞ্চলিক প্রশাসনের মুখপাত্র নাদিয়া কুখতার মতে, এক বছরের ব্যবধানে, এই শহর ও এর শহরতলিতে আনুমানিক সাড়ে ৯ হাজার রুশ হামলায় অন্তত ২০০ বেসামরিক লোক নিহত হয়েছে।
ডক্টরস উইদাউট বর্ডারস গ্রুপ গত মাসে জানায়, বিস্তৃত অঞ্চলটিতে ৮০ শতাংশ স্বাস্থ্যসেবা-সুবিধা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে।
খেরসনে যুদ্ধ-পূর্ব জনসংখ্যা ছিল প্রায় ৩ লাখ। এখন এ সংখ্যা ৬০ হাজারে নেমে এসেছে বলে কর্তৃপক্ষের ধারণা।
আনোয়ার ইব্রাহিম একটি সংস্কারবাদী স্লোগান নিয়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং দেশের ভঙ্গুর রাজনৈতিক ব্যবস্থায় দুর্নীতি ও স্বজনপ্রীতি মোকাবিলার প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে অনেকের দাবি, তিনি এসব প্রতিশ্রুতির কোনোটাও পূরণ করতে পারেননি।
৫ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে চার দিনের ব্যক্তিগত সফরে স্কটল্যান্ডে অবস্থান করছেন। গতকাল শুক্রবার স্থানীয় সময় রাতে প্রেসউইক বিমানবন্দরে পৌঁছানোর পর থেকে তাঁকে ঘিরে দেশটিতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
৫ ঘণ্টা আগেঅঞ্জলী শীল জানিয়েছেন, তাঁর বাবা, ভাই, মামা—সবাই আসামে বাস করেন এবং তাঁরা সেখানকার ভূমিপুত্র। তাঁদের কাছে কোনো চিঠি না এসে একমাত্র তাঁর কাছেই কেন চিঠি এল, তা নিয়েও উঠেছে প্রশ্ন।
৭ ঘণ্টা আগেভারতের অন্যতম ধনী ব্যবসায়ী সোনা কমস্টারের প্রয়াত নির্বাহী সঞ্জয় কাপুর মারা যাওয়ার পর তাঁর মা রানী কাপুর অভিযোগ করেছেন, তাঁকে একঘরে আটকে রেখে জোর করে কাগজপত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে। তিনি দাবি করেছেন, তাঁর পুত্রবধূ প্রিয়া সাচদেব কাপুরসহ কিছু ব্যক্তি সোনা গ্রুপের নিয়ন্ত্রণ নেওয়ার জন্য এসব করেছেন। তিনি
৮ ঘণ্টা আগে