Ajker Patrika

পৃথিবীর সবচেয়ে গরম ৫ বছর হতে যাচ্ছে ২০২৩ থেকে ২৭ সাল: জাতিসংঘের সতর্কতা

আপডেট : ১৭ মে ২০২৩, ১৯: ২৪
পৃথিবীর সবচেয়ে গরম ৫ বছর হতে যাচ্ছে ২০২৩ থেকে ২৭ সাল: জাতিসংঘের সতর্কতা

প্যারিস জলবায়ু চুক্তি অনুযায়ী পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধি ১.৫ ডিগ্রি সেলসিয়াসে আটকে রাখার লক্ষ্যমাত্রা এখন হুমকির মুখে। এক সতর্ক বার্তায় জাতিসংঘ বলছে- আগামী পাঁচ বছরের মধ্যেই বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। এ হিসেবে ২০২৩ থেকে ২০২৭ সাল পর্যন্ত আগামী পাঁচ বছরই হতে যাচ্ছে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম বছর। 

বুধবার জাতিসংঘের অন্তর্ভুক্ত বিশ্ব আবহাওয়া সংস্থা থেকে দেওয়া ওই সতর্ক বার্তায় দাবি করা হয়েছে, সামনের সময়গুলোতে গ্রিনহাউস গ্যাস এবং এল নিনোর যৌথ প্রভাব পৃথিবীর ক্রমবর্ধমান তাপমাত্রায় ঘি ঢেলে দেবে। 

এ বিষয়ে ভারতীয় এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত সময়টিকে পৃথিবীর সবচেয়ে উষ্ণতম আট বছর হিসেবে চিহ্নিত করা হয়েছিল। 

বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, চলতি বছর সহ আগামী পাঁচ বছরে পৃথিবীতে যে গরম পড়বে তা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার দুই-তৃতীয়াংশ সম্ভাবনা রয়েছে। জলবায়ু পরিবর্তনই এতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে। 

সংস্থাটি আরও জানিয়েছে, আগামী পাঁচ বছরের মধ্যে কোনো একটি বছর এ যাবৎ কালের সবচেয়ে গরম বছর হওয়ার সম্ভাবনা ৯৮ শতাংশ। 

২০১৫ সালে অনুষ্ঠিত প্যারিস চুক্তিতে প্রাক শিল্প যুগ অর্থাৎ ১৮৫০ থেকে ১৯০০ সাল পর্যন্ত সময়ের তুলনায় বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি ২ ডিগ্রি সেলসিয়াস নিচে রাখার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। সম্ভব হলে এই তাপমাত্রা বৃদ্ধি দেড় ডিগ্রি সেলসিয়াসে আটকে রাখারও মতৈক্য হয়। 

গত বছর অর্থাৎ ২০২২ সালে প্রাক শিল্পযুগের তুলনায় ১.১৫ ডিগ্রি সেলসিয়াস বেশি তাপমাত্রা ছিল। তবে বিশ্ব আবহাওয়া সংস্থার মতে, আগামী পাঁচ বছরে তাপমাত্রা বৃদ্ধির হার প্যারিস চুক্তি অনুযায়ী নির্ধারিত ১.৫ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে। এ ক্ষেত্রে কোনো একটি বছরে এই তাপমাত্রা বৃদ্ধির হার ১.৮ শতাংশ পর্যন্তও হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত