Ajker Patrika

কঠিন দুর্যোগের জন্য জনগণকে প্রস্তুত হওয়ার আহ্বান কিমের

অনলাইন ডেস্ক
কঠিন দুর্যোগের জন্য জনগণকে প্রস্তুত হওয়ার আহ্বান কিমের

কঠিন দুর্যোগের জন্য জনগণকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন। গতকাল বৃহস্পতিবার দলীয় সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এই আহ্বান জানান তিনি।  

মানবাধিকার সংস্থাগুলো সতর্ক করে বলছে, উত্তর কোরিয়ায় অর্থনৈতিক অস্থিতিশীলতা এবং খাদ্য সংকট দেখা দিতে পারে।

দলীয় সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে উত্তর কোরিয়ার বর্তমান পরিস্থিতিকে ১৯৯০ সালের ভয়াবহ দুর্ভিক্ষের সঙ্গে তুলনা করেন কিম। ওই সময় উত্তর কোরিয়ায় দুর্ভিক্ষে ৩০ লাখ মানুষের মৃত্যু হয়।

করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারির কারণে সীমান্ত বন্ধ রেখেছে উত্তর কোরিয়া। এছাড়া পরমাণু কর্মসূচি নিয়ে উত্তর কোরিয়ার ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞাও রয়েছে।

এই সপ্তাহের শুরুতেও উত্তর কোরিয়া এ যাবত কালের মধ্যে সবচেয়ে বাজে পরিস্থিতির সম্মুখীন হতে যাচ্ছে বলে সতর্ক করে দিয়েছিল কিম জং উন।

উত্তর কোরিয়ার চীন সীমান্তবর্তী এলাকাগুলোতে মানুষেরা বেশি বিপাকে পড়েছেন। কারণ সেখানে চোরাচালানের মাধ্যমেই বেশি অর্থ আয় করা হতো। এছাড়া উত্তর কোরিয়ার জনগণের প্রধান খাদ্য ভুট্টার দামও মানুষের নাগালের বাইরে চলে গেছে।  কখনও কখনও এক মাসের মজুরির চেয়ে এক কেজি ভুট্টার দাম দেশটিতে  বেশি হয়ে যায়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটাস ওয়াচের গবেষক লিনা ইয়ুন বলেন, চীন থেকে কোনো খাবার উত্তর কোরিয়ায় প্রবেশ করছে গত দুই মাস ধরে। সেখানে অনেক ভিক্ষুক রয়েছে। সীমান্ত এলাকায় কিছু লোক না খেয়ে মারা যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত