Ajker Patrika

ওয়ার্ডল গেমের মাধ্যমে জিম্মি অবস্থা থেকে যেভাবে মুক্ত হলেন বৃদ্ধা

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ০২
ওয়ার্ডল গেমের মাধ্যমে জিম্মি অবস্থা থেকে যেভাবে মুক্ত হলেন বৃদ্ধা

কয়েক ঘণ্টা জিম্মি থাকার পর হালের ক্রেজ ওয়ার্ডল গেমের মাধ্যমে মুক্ত হলেন ৮০ বছরের এক বৃদ্ধা। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের শিকাগোতে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ওই নারী তাঁর দৈনিক ওয়ার্ডল গেমের স্কোর শেয়ার না করায় তাঁর পরিবার বুঝতে পারে যে কিছু ঝামেলা হয়েছে।

গত ৫ ফেব্রুয়ারি ডেনিস হোল্ট তাঁর বাড়িতে একা ছিলেন। তখন এক ব্যক্তি তাঁর ঘরে ঢুকে এক জোড়া কাঁচি দিয়ে ভয় দেখান। 

পুলিশ জানায়, ডেনিস হোল্টের বাড়িতে প্রবেশ করা ওই ব্যক্তির নাম তৃতীয় এইচ ডেভিস। তাঁর বয়স ৩২। নগ্ন অবস্থাতেই তিনি ডেনিস হোল্টের বাড়িতে প্রবেশ করেন। জানালা ভেঙে ঢোকায় তাঁর শরীরে রক্ত ছিল। 

পুলিশের ধারণা, ডেভিস মানসিক রোগে ভুগছেন।

হোল্ট জানান, ডেভিস তাঁকে আশ্বস্ত করেছিল যে সে তাঁর কোন ক্ষতি করবে না। কিন্তু পরে ডেভিস তাঁকে জোর করে বেসমেন্টে আটকে রাখে। 

হোল্টের বড় মেয়ে মেরেডিথ হল্ট-ক্যাল্ডওয়েল থাকেন যুক্তরাষ্ট্রের সিয়াটলে। তাঁর মা দৈনিক ওয়ার্ডল গেমের স্কোর শেয়ার না করায় বিষয়টি তিনি নজরে নেন। 

পরে বিষয়টি শিকাগো পুলিশকে জানায় হল্ট-ক্যাল্ডওয়েল । পরে পুলিশ গিয়ে হোল্টকে উদ্ধার করে। 

পুলিশ জানায়, একটি মারাত্মক অস্ত্রসহ বাড়িতে আক্রমণ ও অপহরণের চেষ্টার দায়ে ডেভিসের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।

তবে এমন জিম্মি অবস্থা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয়ে বিস্মিত হোল্ট। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজকে তিনি বলেন, আমি খুব ভাগ্যবান। 

সফটওয়্যার ইঞ্জিনিয়ার জশ ওয়ার্ডল তৈরি করেছে ওয়ার্ডল গেমটি। এটি মূলত ওয়ার্ড গেম। ইংরেজি শব্দভান্ডার বাড়াতে বেশ সহায়ক। গত বছরের অক্টোবরে গেমটি অবমুক্ত করার পর এরই মধ্যে লাখ লাখ মানুষ এটি ডাউনলোড করেছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে মানুষ স্কোর শেয়ার করছেন তাতেই বোঝা যায় কত মানুষ সক্রিয়ভাবে গেমটি খেলছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রুয়া নির্বাচন: বিএনপিপন্থীদের বর্জন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জামায়াতপন্থী ২৭ জন নির্বাচিত

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

‘পাপ কাহিনী’র হাত ধরে দেশের ওটিটিতে ফিরল অশ্লীলতা

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত