কয়েক ঘণ্টা জিম্মি থাকার পর হালের ক্রেজ ওয়ার্ডল গেমের মাধ্যমে মুক্ত হলেন ৮০ বছরের এক বৃদ্ধা। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের শিকাগোতে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ওই নারী তাঁর দৈনিক ওয়ার্ডল গেমের স্কোর শেয়ার না করায় তাঁর পরিবার বুঝতে পারে যে কিছু ঝামেলা হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি ডেনিস হোল্ট তাঁর বাড়িতে একা ছিলেন। তখন এক ব্যক্তি তাঁর ঘরে ঢুকে এক জোড়া কাঁচি দিয়ে ভয় দেখান।
পুলিশ জানায়, ডেনিস হোল্টের বাড়িতে প্রবেশ করা ওই ব্যক্তির নাম তৃতীয় এইচ ডেভিস। তাঁর বয়স ৩২। নগ্ন অবস্থাতেই তিনি ডেনিস হোল্টের বাড়িতে প্রবেশ করেন। জানালা ভেঙে ঢোকায় তাঁর শরীরে রক্ত ছিল।
পুলিশের ধারণা, ডেভিস মানসিক রোগে ভুগছেন।
হোল্ট জানান, ডেভিস তাঁকে আশ্বস্ত করেছিল যে সে তাঁর কোন ক্ষতি করবে না। কিন্তু পরে ডেভিস তাঁকে জোর করে বেসমেন্টে আটকে রাখে।
হোল্টের বড় মেয়ে মেরেডিথ হল্ট-ক্যাল্ডওয়েল থাকেন যুক্তরাষ্ট্রের সিয়াটলে। তাঁর মা দৈনিক ওয়ার্ডল গেমের স্কোর শেয়ার না করায় বিষয়টি তিনি নজরে নেন।
পরে বিষয়টি শিকাগো পুলিশকে জানায় হল্ট-ক্যাল্ডওয়েল । পরে পুলিশ গিয়ে হোল্টকে উদ্ধার করে।
পুলিশ জানায়, একটি মারাত্মক অস্ত্রসহ বাড়িতে আক্রমণ ও অপহরণের চেষ্টার দায়ে ডেভিসের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।
তবে এমন জিম্মি অবস্থা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয়ে বিস্মিত হোল্ট। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজকে তিনি বলেন, আমি খুব ভাগ্যবান।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার জশ ওয়ার্ডল তৈরি করেছে ওয়ার্ডল গেমটি। এটি মূলত ওয়ার্ড গেম। ইংরেজি শব্দভান্ডার বাড়াতে বেশ সহায়ক। গত বছরের অক্টোবরে গেমটি অবমুক্ত করার পর এরই মধ্যে লাখ লাখ মানুষ এটি ডাউনলোড করেছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে মানুষ স্কোর শেয়ার করছেন তাতেই বোঝা যায় কত মানুষ সক্রিয়ভাবে গেমটি খেলছেন।
কয়েক ঘণ্টা জিম্মি থাকার পর হালের ক্রেজ ওয়ার্ডল গেমের মাধ্যমে মুক্ত হলেন ৮০ বছরের এক বৃদ্ধা। এই ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের শিকাগোতে।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ওই নারী তাঁর দৈনিক ওয়ার্ডল গেমের স্কোর শেয়ার না করায় তাঁর পরিবার বুঝতে পারে যে কিছু ঝামেলা হয়েছে।
গত ৫ ফেব্রুয়ারি ডেনিস হোল্ট তাঁর বাড়িতে একা ছিলেন। তখন এক ব্যক্তি তাঁর ঘরে ঢুকে এক জোড়া কাঁচি দিয়ে ভয় দেখান।
পুলিশ জানায়, ডেনিস হোল্টের বাড়িতে প্রবেশ করা ওই ব্যক্তির নাম তৃতীয় এইচ ডেভিস। তাঁর বয়স ৩২। নগ্ন অবস্থাতেই তিনি ডেনিস হোল্টের বাড়িতে প্রবেশ করেন। জানালা ভেঙে ঢোকায় তাঁর শরীরে রক্ত ছিল।
পুলিশের ধারণা, ডেভিস মানসিক রোগে ভুগছেন।
হোল্ট জানান, ডেভিস তাঁকে আশ্বস্ত করেছিল যে সে তাঁর কোন ক্ষতি করবে না। কিন্তু পরে ডেভিস তাঁকে জোর করে বেসমেন্টে আটকে রাখে।
হোল্টের বড় মেয়ে মেরেডিথ হল্ট-ক্যাল্ডওয়েল থাকেন যুক্তরাষ্ট্রের সিয়াটলে। তাঁর মা দৈনিক ওয়ার্ডল গেমের স্কোর শেয়ার না করায় বিষয়টি তিনি নজরে নেন।
পরে বিষয়টি শিকাগো পুলিশকে জানায় হল্ট-ক্যাল্ডওয়েল । পরে পুলিশ গিয়ে হোল্টকে উদ্ধার করে।
পুলিশ জানায়, একটি মারাত্মক অস্ত্রসহ বাড়িতে আক্রমণ ও অপহরণের চেষ্টার দায়ে ডেভিসের বিরুদ্ধে একাধিক মামলা করা হয়েছে।
তবে এমন জিম্মি অবস্থা থেকে অক্ষত অবস্থায় উদ্ধার হয়ে বিস্মিত হোল্ট। মার্কিন সম্প্রচারমাধ্যম সিবিএস নিউজকে তিনি বলেন, আমি খুব ভাগ্যবান।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার জশ ওয়ার্ডল তৈরি করেছে ওয়ার্ডল গেমটি। এটি মূলত ওয়ার্ড গেম। ইংরেজি শব্দভান্ডার বাড়াতে বেশ সহায়ক। গত বছরের অক্টোবরে গেমটি অবমুক্ত করার পর এরই মধ্যে লাখ লাখ মানুষ এটি ডাউনলোড করেছেন। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে মানুষ স্কোর শেয়ার করছেন তাতেই বোঝা যায় কত মানুষ সক্রিয়ভাবে গেমটি খেলছেন।
রিপাবলিক বাংলার জনপ্রিয় উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ, যিনি তাঁর উত্তেজনাপূর্ণ, বিদ্বেষপূর্ণ এবং কখনো কখনো হাস্যকর উপস্থাপনার জন্য পরিচিত। গত ২৪ এপ্রিল তিনি সন্ধ্যার একটি অনুষ্ঠানে ধর্মনিরপেক্ষ ভারতীয়দের দেশ ছাড়তে বলেন। উত্তেজিত কণ্ঠে তিনি বলেন, ভারতের সংবিধান থেকে ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটি মুছে ফেলতে হবে।
৬ ঘণ্টা আগেমার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ভয়ংকর অপরাধীদের আবাসস্থল হিসেবে পরিচিত আলকাতরাজ কারাগার ১৯৬৩ সালেই বন্ধ করে দেওয়া হয়েছিল। তবে দীর্ঘদিন ধরে এটি শুধুমাত্র পর্যটকদের জন্যই উন্মুক্ত ছিল। কিন্তু এবার পরিস্থিতি পাল্টাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ৬২ বছর পর এটি আবারও...
৭ ঘণ্টা আগেপারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে। এর মধ্যে আজ সোমবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস উভয় দেশকে ‘সর্বোচ্চ সংযমী’ এবং ‘যুদ্ধের পথ থেকে সরে আসার’ আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার এ দুই প্রতিবেশী দেশের মধ্যে উত্তেজনা ‘সাম্প্রতিক বছরগুলোতে সর্বোচ্চ...
৭ ঘণ্টা আগেসম্প্রতি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহু মাইকে কথা বলার সময় অসাবধানতাবশত বলে ফেলেছেন, গাজায় ‘২৪ জনের কম’ জিম্মি এখনো জীবিত রয়েছেন। তাঁর এই মন্তব্য জিম্মি পরিবারগুলোকে ক্ষুব্ধ করেছে। তারা বলছে, প্রিয়জনদের ভাগ্য সরকারের হাতে; অথচ তারা এমনভাবে সে তথ্য প্রকাশ করছ
৮ ঘণ্টা আগে