Ajker Patrika

বিশ্বসংকট মোকাবিলায় তহবিল ঘাটতির শঙ্কায় জাতিসংঘ

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১২ ডিসেম্বর ২০২৩, ০৯: ৫৪
বিশ্বসংকট মোকাবিলায় তহবিল ঘাটতির শঙ্কায় জাতিসংঘ

বিশ্বের নানা প্রান্তে সংকট ও যুদ্ধ চলছে। ফলে ত্রাণ ও সহায়তা দিতে হিমশিম খাচ্ছে জাতিসংঘ। এ অবস্থায় ২০২৪ সালের জন্য তহবিল গড়তে জাতিসংঘ ৪ হাজার ৬০০ কোটি মার্কিন ডলার অর্থায়নের আহ্বান জানিয়েছে।

ফিলিস্তিন ভূখণ্ড, সুদান ও ইউক্রেনের পরিস্থিতি উল্লেখ করে ইউএন অফিস ফর দ্য কো-অর্ডিনেশন অব হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স (ওসিএইচএ) বলেছে, আগামী বছর প্রায় ৩০ কোটি মানুষের সহায়তা প্রয়োজন হবে এবং এর অর্ধেকের চেয়ে কিছু বেশিসংখ্যক মানুষকে তারা সহায়তা করতে পারবে। খবর আল জাজিরার।

ওসিএইচএ আরও বলেছে, আগামী বছর মানবিক পরিস্থিতি হতাশাজনকই থাকবে। সংঘাত, জলবায়ুসংকটের পাশাপাশি অর্থনীতিতেও ধস নামছে। সব মিলিয়ে বিশৃঙ্খলা দেখা দিতে পারে। বিশ্বজুড়ে ছড়িয়ে-ছিটিয়ে থাকা দুর্দশাগ্রস্ত মানুষের ওপর এর প্রভাব পড়বে সবচেয়ে বেশি। যেহেতু বৈশ্বিক সংকটের সংখ্যা ও মাত্রা দুটোই বাড়ছে, ফলে তহবিলসংকটে পড়েছে সংস্থাটি।

জাতিসংঘের ত্রাণবিষয়ক প্রধান মার্টিন গ্রিফিথ এক বিবৃতিতে বলেছেন, ‘২০২৩ সালে ৫ হাজার ৭০০ কোটি ডলার অর্থসহায়তা চাওয়ার বিপরীতে এক-তৃতীয়াংশের সামান্য বেশি পেয়েছিলাম।’ তহবিলসংকটে পড়ার এটিই সবচেয়ে বড় উদাহরণ উল্লেখ করে তিনি বলেন, সীমিত সম্পদ দিয়েও ১২ কোটি ৮০ লাখ মানুষকে সুরক্ষা এবং জীবন রক্ষাকারী সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেন তাঁরা।

গ্রিফিথ আরও বলেন, গোটা মধ্যপ্রাচ্য, গাজা ও পশ্চিম তীরে সম্ভবত সবচেয়ে বেশি সহায়তার প্রয়োজন হবে বলে তিনি মনে করছেন। ইউক্রেনও খারাপ সময় পার করছে এবং আগামী বছর দেশটিতে যুদ্ধের মাত্রা আরও বাড়তে পারে। ফলে এই দেশের দিকেও মনোযোগ দেওয়ার প্রয়োজন পড়বে। সাহায্যের প্রয়োজন লোকদের মধ্যে আফ্রিকার পূর্ব ও দক্ষিণাঞ্চলের ৭ কোটি ৪০ লাখ মানুষও রয়েছেন। এঁদের বেশির ভাগই সুদানে সংকটের কারণে সমস্যায় পড়েছেন।

গ্রিফিথের মত হলো, জাতিসংঘে অনুদান কমছে। ফলে আগামী বছর ২৪ কোটি ৫০ লাখের পরিবর্তে ১৮ কোটি ১০ লাখ মানুষকে তাঁরা সহায়তা দিতে পারবেন বলে ধারণা করছেন তিনি। আগামী বছরের জন্য জাতিসংঘ তহবিল গড়তে যে পরিমাণ অর্থ আহ্বান করা হয়েছে, তা কমানোও কঠিন হবে বলে উল্লেখ করেন তিনি। এ ছাড়া জলবায়ু পরিবর্তন ওসিএইচএর কাজে প্রভাব ফেলবে বলেও উল্লেখ করেন গ্রিফিথ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত