আফ্রিকার দেশ কঙ্গোয় সশস্ত্র বাহিনী ও স্থানীয় উপজাতিদের মধ্যে সংঘর্ষে ৪০ জনেরও বেশি নিহত হয়েছে। এই সংঘর্ষে আহত হয়েছে আরও অন্তত ৫৬ জন। স্থানীয় সময় গত বুধবার কঙ্গোর পূর্বাঞ্চলের একটি শহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটির সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কঙ্গো সরকার জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কঙ্গোর এক পুলিশ কর্মকর্তার ওপর আক্রমণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় একজন পুলিশ সদস্যকে পাথর ছুড়ে হত্যা করা হচ্ছে। পরে সেনাবাহিনী সেই ঘটনা দেখে বিষয়টি নিয়ন্ত্রণ করতে গেলে ছয়জন নিহত হয়।
এর পরপরই দেশটির পূর্বাঞ্চলীয় শহর গোমায় স্থানীয় উপজাতিরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং অন্যান্য বিদেশি সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। পরে কঙ্গোর সশস্ত্র বাহিনী বল প্রয়োগ করে বিক্ষোভ দমন করতে চাইলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সেই ঘটনায় ৪০ জনেরও বেশি নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সরকার বলেছে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে এবং ১৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার আরও জানিয়েছে, বিষয়টি তদন্ত করতে সামরিক বাহিনীর একটি কমিটি গঠন করা হয়েছে।
গোমার ইন্টারন্যাশনাল রেড ক্রসের স্থানীয় শাখা প্রধান অ্যান-সিলভি লিন্ডার বলেছেন, বিক্ষোভের পর তাদের ক্লিনিকে গুরুতর ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে বেশ কয়েকজন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে অনেকে হাসপাতালে আসার আগেই মারা যায়।
পূর্ব কঙ্গোতে অবস্থিতি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এমওএনইউএসসিও এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে এবং বলেছে, তারা সহিংসতার হুমকিতে উদ্বিগ্ন।
আফ্রিকার দেশ কঙ্গোয় সশস্ত্র বাহিনী ও স্থানীয় উপজাতিদের মধ্যে সংঘর্ষে ৪০ জনেরও বেশি নিহত হয়েছে। এই সংঘর্ষে আহত হয়েছে আরও অন্তত ৫৬ জন। স্থানীয় সময় গত বুধবার কঙ্গোর পূর্বাঞ্চলের একটি শহরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দেশটির সরকারের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
কঙ্গো সরকার জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কঙ্গোর এক পুলিশ কর্মকর্তার ওপর আক্রমণের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় একজন পুলিশ সদস্যকে পাথর ছুড়ে হত্যা করা হচ্ছে। পরে সেনাবাহিনী সেই ঘটনা দেখে বিষয়টি নিয়ন্ত্রণ করতে গেলে ছয়জন নিহত হয়।
এর পরপরই দেশটির পূর্বাঞ্চলীয় শহর গোমায় স্থানীয় উপজাতিরা জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং অন্যান্য বিদেশি সংগঠনের বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। পরে কঙ্গোর সশস্ত্র বাহিনী বল প্রয়োগ করে বিক্ষোভ দমন করতে চাইলে এই সংঘর্ষের সূত্রপাত হয়। সেই ঘটনায় ৪০ জনেরও বেশি নিহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে সরকার বলেছে, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে এবং ১৫৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সরকার আরও জানিয়েছে, বিষয়টি তদন্ত করতে সামরিক বাহিনীর একটি কমিটি গঠন করা হয়েছে।
গোমার ইন্টারন্যাশনাল রেড ক্রসের স্থানীয় শাখা প্রধান অ্যান-সিলভি লিন্ডার বলেছেন, বিক্ষোভের পর তাদের ক্লিনিকে গুরুতর ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হয়ে আহত হয়ে বেশ কয়েকজন রোগী ভর্তি হয়েছে। তাদের মধ্যে অনেকে হাসপাতালে আসার আগেই মারা যায়।
পূর্ব কঙ্গোতে অবস্থিতি জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এমওএনইউএসসিও এক বিবৃতিতে শোক প্রকাশ করেছে এবং বলেছে, তারা সহিংসতার হুমকিতে উদ্বিগ্ন।
কানাডার জাতীয় নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির নেতৃত্বাধীন লিবারেল পার্টি ক্ষমতা ধরে রেখেছে। তবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পেতে ব্যর্থ হয়েছে দলটি। এ নিয়ে দলটি টানা চতুর্থবার জিতল। বিপরীতে বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পলিয়েভর হার স্বীকার করে নিয়েছেন।
১৮ মিনিট আগেলন্ডনে পাকিস্তান হাইকমিশনের জানালা ভাঙচুরের অভিযোগে এক ভারতীয় বংশোদ্ভূত যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার পর পুলিশ ৪১ বছর বয়সী অঙ্কিত লাভ নামে ওই ব্যক্তিকে আটক করে। তাঁর বিরুদ্ধে ফৌজদারি ক্ষতির অভিযোগ আনা হয়েছে। রোববার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
১ ঘণ্টা আগেইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বন্দরনগরী বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭০ জনে। এই ঘটনায় আহত হয়েছেন ১ হাজার ২০০ জনের বেশি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। বিস্ফোরণটি গত শনিবার বন্দর আব্বাসের শহীদ রাজায়ী অংশে হয়েছিল।
১ ঘণ্টা আগেসাম্প্রতিক সময়ে ট্রুডোর নেতৃত্বে লিবারেল পার্টির জনপ্রিয়তা তলানিতে ঠেকলেও মার্ক কারনির প্রধানমন্ত্রিত্ব গ্রহণের পর নতুন করে শক্তি পেয়েছে। নির্বাচন মূলত লিবারেল বনাম কনজারভেটিভ লড়াইয়ে পরিণত হয়েছে। এমনকি এনডিপি নেতা জগমিত সিং নিজেও নিজের আসন হারানোর ঝুঁকিতে রয়েছেন—যদি তা ঘটে...
২ ঘণ্টা আগে