নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলের দেশ সুদান। আজ রোববার দেশটির রাজধানী খার্তুমে বিমান হামলা চালিয়েছে বিমানবাহিনী। এতে দুই শিশুসহ কমপক্ষে ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
স্বেচ্ছাসেবক সংস্থা নেভারহুডস রেসিসটেন্ট কমিটি এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ খার্তুমে আকাশ থেকে ছোড়া বোমা হামলায় মৃতের সংখ্যা ২০ দাঁড়িয়েছে।
এর আগে সংস্থাটি এক বিবৃতিতে বলেছিল, বোমা হামলায় দুই শিশুসহ অনেকে নিহত হয়েছেন। তবে মরদেহগুলো হাসপাতালে আনা সম্ভব হচ্ছিল না। কারণ, বোমার আঘাতে এগুলো ক্ষতবিক্ষত ও পুড়ে গিয়েছিল।
গত ১৫ এপ্রিল সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। দুই বাহিনীর এ লড়াইয়ে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ।
রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ রয়েছে আরএসএফের সেনাদের দখলে। আর তাদের লক্ষ্য করেই মাঝেমধ্যে বিমান হামলা চালাচ্ছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন বিমানবাহিনী।
আধা সামরিক বাহিনীর আরএসএফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পূর্ব দারফুরে অনেক মানুষকে জাতিগত কারণে হত্যা করেছে তারা। এ অভিযোগে আরএসএফের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।
তবে সেনাবাহিনীর বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। গত ৮ জুলাই তাদের বিমান হামলায় কমপক্ষে ২৪ জন বেসামরিক মানুষ নিহত হয়।
সুদানের ৪ কোটি ৮০ লাখ মানুষের অর্ধেকেরই বেশি এখন মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। দুই বাহিনীর মধ্যে লড়াই যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এ পরিস্থিতি আরও খারাপ হবে।
নতুন করে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে আফ্রিকার উত্তর-পূর্বাঞ্চলের দেশ সুদান। আজ রোববার দেশটির রাজধানী খার্তুমে বিমান হামলা চালিয়েছে বিমানবাহিনী। এতে দুই শিশুসহ কমপক্ষে ২০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা।
স্বেচ্ছাসেবক সংস্থা নেভারহুডস রেসিসটেন্ট কমিটি এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ খার্তুমে আকাশ থেকে ছোড়া বোমা হামলায় মৃতের সংখ্যা ২০ দাঁড়িয়েছে।
এর আগে সংস্থাটি এক বিবৃতিতে বলেছিল, বোমা হামলায় দুই শিশুসহ অনেকে নিহত হয়েছেন। তবে মরদেহগুলো হাসপাতালে আনা সম্ভব হচ্ছিল না। কারণ, বোমার আঘাতে এগুলো ক্ষতবিক্ষত ও পুড়ে গিয়েছিল।
গত ১৫ এপ্রিল সুদানে সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সের (আরএসএফ) মধ্যে ক্ষমতার দখল নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ বেধে যায়। দুই বাহিনীর এ লড়াইয়ে এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এ ছাড়া বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য হয়েছে হাজার হাজার মানুষ।
রাজধানী খার্তুমের নিয়ন্ত্রণ রয়েছে আরএসএফের সেনাদের দখলে। আর তাদের লক্ষ্য করেই মাঝেমধ্যে বিমান হামলা চালাচ্ছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন বিমানবাহিনী।
আধা সামরিক বাহিনীর আরএসএফের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, পূর্ব দারফুরে অনেক মানুষকে জাতিগত কারণে হত্যা করেছে তারা। এ অভিযোগে আরএসএফের বিরুদ্ধে নতুন তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।
তবে সেনাবাহিনীর বিরুদ্ধেও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ রয়েছে। গত ৮ জুলাই তাদের বিমান হামলায় কমপক্ষে ২৪ জন বেসামরিক মানুষ নিহত হয়।
সুদানের ৪ কোটি ৮০ লাখ মানুষের অর্ধেকেরই বেশি এখন মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। দুই বাহিনীর মধ্যে লড়াই যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে এ পরিস্থিতি আরও খারাপ হবে।
দীর্ঘ ২৯ বছর সরকারি বাস চালিয়েছেন তিনি। মাত্র ৭ ডলার (প্রায় ৮০০ টাকা) সমপরিমাণ ভাড়া আত্মসাতের দায়ে তাঁকে চাকরিচ্যুত করা হয়েছে। শুধু তা–ই নয়, সেই সঙ্গে তাঁর ৮৪ হাজার ডলার (প্রায় ৯২ লাখ টাকা) পেনশনও বাতিল করা হয়েছে।
৬ মিনিট আগেভারতের উত্তর-পূর্ব দিল্লির সীলমপুরে ১৭ বছর বয়সী এক কিশোর হত্যার ঘটনায় ফের আলোচনায় জিকরা নামের এক তরুণী। তিনি নিজেকে ‘লেডি ডন’ বলে পরিচয় দেন। সামাজিক মাধ্যমে তাঁর কার্যকলাপ এবং অপরাধ জগতের সঙ্গে যোগাযোগের জন্য পরিচিত এই তরুণী।
৪১ মিনিট আগেযুক্তরাষ্ট্র ক্রিমিয়া অঞ্চলকে রাশিয়ার অংশ হিসেবে স্বীকৃতি দিতে পারে। মস্কো ও কিয়েভের মধ্যে একটি শান্তিচুক্তির অংশ হিসেবে এমন সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তবে আলোচনার সঙ্গে যুক্ত কয়েকজন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বিষয়টি গুরুত্ব দিয়ে ভাবছে। মার্কিন সংবাদমাধ্যম..
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক শিক্ষার্থীদের ওপর সাম্প্রতিক কঠোর পদক্ষেপ নিচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। এ নিয়ে বিশেষ করে ভারতীয় শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। আমেরিকান ইমিগ্রেশন ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের (এআইএলএ) একটি প্রতিবেদন অনুসারে, সংস্থাটি কর্তৃক সংগৃহীত ৩২৭টি সাম্প্রতিক ভিসা বাতিলের প্রায় অর্ধেকই ভারতীয়...
২ ঘণ্টা আগে