Ajker Patrika

মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ 

মিসরে সড়ক দুর্ঘটনায় নিহত ১০ 

মিসরে সড়ক দুর্ঘটনায় অন্তত ১০ জনের মৃত্যু হয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলের আসওয়ান প্রদেশের পর্যটক বহনকারী একটি বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের পর বাসটিতে আগুন ধরে গেলে এই মৃত্যুর ঘটনা ঘটে। এই দুর্ঘটনায় আরও ১৪ জন আহত হয়েছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

আল-জাজিরা মিসরীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে জানিয়েছে, ওই দুর্ঘটনায় পাঁচ মিসরীয় নাগরিকসহ চার ফরাসি এবং এক বেলজিয়ামের নাগরিকের মৃত্যু হয়। 

আসওয়ান প্রদেশের কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার ভোরে দুর্ঘটনাটি ঘটেছে মিসরের অন্যতম প্রাচীন শহর লুক্সর থেকে প্রায় ৫৫ কিলোমিটার দক্ষিণে। বাসটি নীল নদের পশ্চিম তীরে অবস্থিত এসনার মন্দিরের দিকে যাচ্ছিল। 

আসওয়ানের গভর্নর আশরাফ আত্তিয়া বলেছেন, ‘এই ঘটনায় আরও চৌদ্দজন আহত হয়েছেন। যাদের মধ্যে ৮ জন ফরাসি ও বাকি ৬ জন বেলজিয়ামের নাগরিক। ঘটনার পর দ্রুত তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের প্রত্যেকের অবস্থাই স্থিতিশীল রয়েছে।

সড়ক দুর্ঘটনা মিশরে বেশ নিয়মিত ঘটনা। দেশটির রাস্তা এবং ট্রাফিক দুই বিভাগের অবস্থাই বেহাল এবং দেশটিতে সংশ্লিষ্ট আইন প্রয়োগ করা হয় তুলনামূলক শিথিলভাবে। 

মিসরের সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২০ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় প্রায় ৭ হাজার মানুষের মৃত্যু হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

আদালতের বিচারকাজে বাধা দেওয়ায় আইনজীবীর দণ্ড, ক্ষমা চেয়ে পার

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত