উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক হ্যাক করে প্রায় ১৭ মিলিয়ন ডলার বা ১ কোটি ৭০ লাখ ডলার নিয়ে গেছে বিদেশিরা। দেশটির রাষ্ট্র মালিকানাধীন সংবাদপত্র নিউ ভিশনের বরাতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ‘ওয়েস্ট’ নামে পরিচিত দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক হ্যাকার গ্রুপ চলতি মাসে ব্যাংক অব উগান্ডার আইটি সিস্টেমে ঢুকে ১৬.৮ মিলিয়ন ডলার বা ৬২ বিলিয়ন উগান্ডার শিলিং চুরি করে। এই অর্থের একটি অংশ জাপানে পাঠানো হয়েছে।
চুরির বিষয়ে জানতে চাইলে ব্যাংক অব উগান্ডার কাছে রয়টার্স কোনো মন্তব্য করেনি। এ ব্যাপারে উগান্ডার পুলিশও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
নিউ ভিশনের খবরে বলা হয়, চুরি হওয়া অর্থের অর্ধেকেরও বেশি উদ্ধার করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই সাইবার আক্রমণের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি তদন্তের নির্দেশ দিয়েছেন।
উগান্ডার সর্বাধিক প্রচারিত পত্রিকা ডেইলি মনিটর জানিয়েছে, এই চুরির ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ যোগসাজশ থাকতে পারে।
দেশটিতে ব্যাংক এবং অন্যান্য আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, এমনকি টেলিকম কোম্পানিগুলোর সাথেও এরকম সাইবার চুরির ঘটনা এর আগেও ঘটেছে।
তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে কিছু ব্যাংক বিষয়টি স্বীকার করতে চায় না। কারণ, এসব ঘটনা প্রকাশ পেলে গ্রাহকেরা মুখ ফিরিয়ে নেবেন বলে তাদের আশঙ্কা।
উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক হ্যাক করে প্রায় ১৭ মিলিয়ন ডলার বা ১ কোটি ৭০ লাখ ডলার নিয়ে গেছে বিদেশিরা। দেশটির রাষ্ট্র মালিকানাধীন সংবাদপত্র নিউ ভিশনের বরাতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ‘ওয়েস্ট’ নামে পরিচিত দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক হ্যাকার গ্রুপ চলতি মাসে ব্যাংক অব উগান্ডার আইটি সিস্টেমে ঢুকে ১৬.৮ মিলিয়ন ডলার বা ৬২ বিলিয়ন উগান্ডার শিলিং চুরি করে। এই অর্থের একটি অংশ জাপানে পাঠানো হয়েছে।
চুরির বিষয়ে জানতে চাইলে ব্যাংক অব উগান্ডার কাছে রয়টার্স কোনো মন্তব্য করেনি। এ ব্যাপারে উগান্ডার পুলিশও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
নিউ ভিশনের খবরে বলা হয়, চুরি হওয়া অর্থের অর্ধেকেরও বেশি উদ্ধার করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই সাইবার আক্রমণের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি তদন্তের নির্দেশ দিয়েছেন।
উগান্ডার সর্বাধিক প্রচারিত পত্রিকা ডেইলি মনিটর জানিয়েছে, এই চুরির ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ যোগসাজশ থাকতে পারে।
দেশটিতে ব্যাংক এবং অন্যান্য আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, এমনকি টেলিকম কোম্পানিগুলোর সাথেও এরকম সাইবার চুরির ঘটনা এর আগেও ঘটেছে।
তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে কিছু ব্যাংক বিষয়টি স্বীকার করতে চায় না। কারণ, এসব ঘটনা প্রকাশ পেলে গ্রাহকেরা মুখ ফিরিয়ে নেবেন বলে তাদের আশঙ্কা।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সকালে পূর্বাঞ্চলীয় একটি গ্রামে ভাতা গ্রহণের জন্য লাইনে দাঁড়িয়ে থেকে মানুষদের ওপর চালানো ওই হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এপি। নিহতদের মধ্যে ২৩ জনই প্রবীণ। এ হামলায় আহত হয়েছে আরও ১৯ জন।
৭ মিনিট আগেমার্কিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস স্থানীয় সময় মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে কয়েক বিলিয়ন ডলারের বৈদেশিক সহায়তা আপাতত স্থগিত রাখার অনুমতি দিয়েছেন। এর ফলে নিম্ন আদালতের দেওয়া রায় সাময়িকভাবে আটকে গেল।
৭ ঘণ্টা আগেসামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ৬৫ বছর বয়সী পৌডেল দৌড়ে পালাচ্ছেন, আর পেছনে শত শত মানুষ তাঁকে ধাওয়া করছে। একপর্যায়ে এক তরুণ বিক্ষোভকারী সামনে থেকে এসে লাফিয়ে তাঁকে লাথি মারেন। এতে তিনি একটি লাল দেয়ালে ধাক্কা খান। কিছুক্ষণ পর তিনি আবার উঠে দৌড়াতে শুরু করেন।
৮ ঘণ্টা আগেনেপালের রাজধানী কাঠমান্ডুর কোটেশ্বরে ভয়াবহ সহিংসতায় তিন পুলিশ কর্মকর্তা প্রাণ হারিয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, আত্মসমর্পণের পরও আন্দোলনকারীরা তাঁদের নৃশংসভাবে হত্যা করেছেন।
১১ ঘণ্টা আগে