আজকের পত্রিকা ডেস্ক
উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক হ্যাক করে প্রায় ১৭ মিলিয়ন ডলার বা ১ কোটি ৭০ লাখ ডলার নিয়ে গেছে বিদেশিরা। দেশটির রাষ্ট্র মালিকানাধীন সংবাদপত্র নিউ ভিশনের বরাতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ‘ওয়েস্ট’ নামে পরিচিত দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক হ্যাকার গ্রুপ চলতি মাসে ব্যাংক অব উগান্ডার আইটি সিস্টেমে ঢুকে ১৬.৮ মিলিয়ন ডলার বা ৬২ বিলিয়ন উগান্ডার শিলিং চুরি করে। এই অর্থের একটি অংশ জাপানে পাঠানো হয়েছে।
চুরির বিষয়ে জানতে চাইলে ব্যাংক অব উগান্ডার কাছে রয়টার্স কোনো মন্তব্য করেনি। এ ব্যাপারে উগান্ডার পুলিশও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
নিউ ভিশনের খবরে বলা হয়, চুরি হওয়া অর্থের অর্ধেকেরও বেশি উদ্ধার করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই সাইবার আক্রমণের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি তদন্তের নির্দেশ দিয়েছেন।
উগান্ডার সর্বাধিক প্রচারিত পত্রিকা ডেইলি মনিটর জানিয়েছে, এই চুরির ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ যোগসাজশ থাকতে পারে।
দেশটিতে ব্যাংক এবং অন্যান্য আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, এমনকি টেলিকম কোম্পানিগুলোর সাথেও এরকম সাইবার চুরির ঘটনা এর আগেও ঘটেছে।
তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে কিছু ব্যাংক বিষয়টি স্বীকার করতে চায় না। কারণ, এসব ঘটনা প্রকাশ পেলে গ্রাহকেরা মুখ ফিরিয়ে নেবেন বলে তাদের আশঙ্কা।
উগান্ডার কেন্দ্রীয় ব্যাংক হ্যাক করে প্রায় ১৭ মিলিয়ন ডলার বা ১ কোটি ৭০ লাখ ডলার নিয়ে গেছে বিদেশিরা। দেশটির রাষ্ট্র মালিকানাধীন সংবাদপত্র নিউ ভিশনের বরাতে আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছে রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, ‘ওয়েস্ট’ নামে পরিচিত দক্ষিণ-পূর্ব এশিয়াভিত্তিক হ্যাকার গ্রুপ চলতি মাসে ব্যাংক অব উগান্ডার আইটি সিস্টেমে ঢুকে ১৬.৮ মিলিয়ন ডলার বা ৬২ বিলিয়ন উগান্ডার শিলিং চুরি করে। এই অর্থের একটি অংশ জাপানে পাঠানো হয়েছে।
চুরির বিষয়ে জানতে চাইলে ব্যাংক অব উগান্ডার কাছে রয়টার্স কোনো মন্তব্য করেনি। এ ব্যাপারে উগান্ডার পুলিশও কোনো মন্তব্য করতে রাজি হয়নি।
নিউ ভিশনের খবরে বলা হয়, চুরি হওয়া অর্থের অর্ধেকেরও বেশি উদ্ধার করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই সাইবার আক্রমণের প্রতিক্রিয়ায় প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনি তদন্তের নির্দেশ দিয়েছেন।
উগান্ডার সর্বাধিক প্রচারিত পত্রিকা ডেইলি মনিটর জানিয়েছে, এই চুরির ঘটনায় ব্যাংকের অভ্যন্তরীণ যোগসাজশ থাকতে পারে।
দেশটিতে ব্যাংক এবং অন্যান্য আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান, এমনকি টেলিকম কোম্পানিগুলোর সাথেও এরকম সাইবার চুরির ঘটনা এর আগেও ঘটেছে।
তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, আনুষ্ঠানিকভাবে কিছু ব্যাংক বিষয়টি স্বীকার করতে চায় না। কারণ, এসব ঘটনা প্রকাশ পেলে গ্রাহকেরা মুখ ফিরিয়ে নেবেন বলে তাদের আশঙ্কা।
ডব্লিউএফপি জানিয়েছে, গাজায় প্রবেশের পর তাদের ২৫টি ত্রাণের গাড়ি ঘিরে ফেলে ‘ক্ষুধার্ত গাজাবাসী’। এরপরেই সেখানে গুলি ছোড়া হয়। ডব্লিউএফপির বিবৃতিতে বলা হয়, সহায়তা চাওয়া বেসামরিকদের ওপর হামলা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।
৯ ঘণ্টা আগেনেতানিয়াহুর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ৭৫ বছর বয়সী প্রধানমন্ত্রী গত রাতে অসুস্থতা বোধ করেন। পরীক্ষায় দেখা গেছে, তিনি অন্ত্রের প্রদাহ এবং পানিশূন্যতায় ভুগছেন। এর জন্য তাঁকে শিরায় ফ্লুইড দেওয়া হচ্ছে।
৯ ঘণ্টা আগেপানির গাড়ি আসার শব্দ শুনলে প্রতিদিন ৪২ বছর বয়সী রাহিলা বালতি আর কনটেইনার নিয়ে ছুটে যান রাস্তায়। কারণ, দেরি করলে কিছুই জুটবে না। তিনি বলেন, ‘পানি পাওয়ার কোনো জায়গা নেই। এটা এখন আমাদের জীবন-মরণের প্রশ্ন।’
৯ ঘণ্টা আগেভারতের শীর্ষস্থানীয় ক্রিপটোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন-ডিসিএক্স একটি বড়সড় সাইবার হামলার শিকার হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানটি প্রায় ৪৪ মিলিয়ন ডলার ক্ষতির মুখে পড়েছে। বাংলাদেশি মুদ্রায় এই অর্থ ৫৩৩ কোটি টাকার বেশি।
১০ ঘণ্টা আগে