Ajker Patrika

উগান্ডায় স্কুলে গুলি করে ২৫ জনকে হত্যা করল ইসলামিক স্টেটের মিত্র এডিএফ 

আপডেট : ১৭ জুন ২০২৩, ১৩: ৩৬
উগান্ডায় স্কুলে গুলি করে ২৫ জনকে হত্যা করল ইসলামিক স্টেটের মিত্র এডিএফ 

উগান্ডার একটি স্কুলে ইসলামিক স্টেট গ্রুপের সঙ্গে যুক্ত বিদ্রোহীরা শিশুসহ কমপক্ষে ২৫ জনকে গুলি করে হত্যা করেছে। গতকাল শুক্রবার দেশটির পশ্চিমাঞ্চলের পন্দওয়ের লুবিরিহা মাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত আরও আটজনের অবস্থা আশঙ্কাজনক। যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

উগান্ডার পুলিশ জানিয়েছে, শুক্রবারের এই হামলা চালিয়েছে অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)। এটি ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো (ডিআরসি) ভিত্তিক একটি সশস্ত্র গ্রুপ, যারা উগান্ডায়ও সক্রিয়। হামলার পর তারা কঙ্গোর ভিরুঙ্গা জাতীয় উদ্যানের দিকে পালিয়েছে। উগান্ডার সৈন্যরা তাদের তাড়া করছে।

উগান্ডার ন্যাশনাল পুলিশের মুখপাত্র ফ্রেড এনাগা আজ শনিবার এক বিবৃতিতে জানান, শুক্রবার রাতে হামলার সময় স্কুলের একটি ছাত্রাবাস পুড়িয়ে দেওয়া হয় এবং একটি খাবারের দোকান লুট করা হয়। এখন পর্যন্ত স্কুল থেকে ২৫টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাশগুলো বেভেরা হাসপাতালে পাঠানো হয়েছে।

উগান্ডা সীমান্ত থেকে দুই কিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিত স্কুলে এই হামলা হয়েছে। বেশ কয়েক বছর পর উগান্ডার স্কুলে এ ধরনের ঘটনা ঘটল। এডিএফ বিদ্রোহীরা গত দুই দশক ধরে ডিআরসির ভেতর থেকে কাজ করছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত